দক্ষিণ ২৪ পরগনা, ব্যবসা-বাণিজ্য Less Money Invested Buisnees Idea: হাতে নামমাত্র টাকা, নতুন বিনিয়োগ আইডিয়া, খেলার এই জিনিস তৈরি শুরু করুন, টাকায় ভরবে পকেট Gallery October 28, 2024 Bangla Digital Desk দক্ষিণ ২৪ পরগনা: এবার ক্যারামের গুটি তৈরি করে আয় করতে পারেন লক্ষ লক্ষ টাকা। ক্যারাম আমাদের রাজ্য তথা দেশে জনপ্রিয় একটি খেলা। সেই ক্যারাম খেলতে গেলে ঘুটির প্রয়োজন হয়। Photo -Representative এই গুটিগুলি সাধারণত তেঁতুল কাঠ দিয়ে তৈরি হয়ে থাকে। এই তেঁতুল কাঠ সংগ্রহ করে সেগুলি শুকিয়ে মেশিনে ছোট বড় গুটির আকারে কাটতে হয়। এরপর আবার সেগুলিকে শুকনো করতে হয়। Photo -Representative শুকনো করার পর সেগুলি পালিশ ও রঙ করে বাজারজাত করা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক সপ্তাহ সময় লাগে। এমন কথা জানিয়েছেন এক বিশিষ্ট ক্যারামের গুটি প্রস্তুতকারক উত্তম নাইয়া। Photo -Representative ক্যারামের গুটি বক্স হিসাবে বিক্রি হয় ৫০ টাকা থেকে ২৫০ টাকা বক্সে পাওয়া যায় এই ক্যারামের ঘুঁটিগুলি। প্রাথমিকভাবে এই ব্যবসা শুরু করতে চাইলে মেশিন ও অন্যান্য যন্ত্রাংশ কিনতে প্রায় ১ লক্ষ টাকার মত খরচ পড়বে। Photo -Representative একবার উৎপাদন শুরু হলে আর খরচ তেমন একটা নেই বললেই চলে। এই ব্যবসা করে লাভ হবে আপনার। এই ক্যারামের গুটির চাহিদা রয়েছে বাজারে। তাহলে আর দেরি কিসের শুরু করুন এই ব্যবসা। Input- Nawab Mullick