দক্ষিণবঙ্গ IMD Weather Forecast: ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ…! রেহাই নেই বাংলার! ১৭ জেলায় তুলকালাম ঝড়-বৃষ্টি! কলকাতায় কী হবে? আবহাওয়ার বড় খবর Gallery October 28, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় ‘দানা’র দাপট কমতেই আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দানার ভয়াবহ তাণ্ডব শেষে উত্তর ওড়িশার নিম্নচাপ অঞ্চলটি ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে উচ্চ বায়ুর একটি ঘূর্ণাবর্ত সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে অবস্থান করছে। লাক্ষাদ্বীপ অঞ্চল থেকে উত্তর তামিলনাড়ুর উপকূল পর্যন্ত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ থেকে ৫.৮ কিমি উপরে আরও একটি সিস্টেম রয়েছে। পাশাপাশি অসমের কেন্দ্রীয় অংশে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আর তারই জেরে এবার বদলাতে চলেছে গোটা দেশের বিভিন্ন জায়গার আবহাওয়া। ফের ধেয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ৷ সোমবার দক্ষিণবঙ্গের ১৭ জেলায় বদলে যাবে আবহাওয়া৷ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি. উত্তর-দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলায়৷ আবহাওয়া দফতরের খবর দক্ষিণবঙ্গেই শুধু নয়, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে খুব বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই৷ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া৷ কলকাতায় মূলত পরিস্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ফিরবে। সোমবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য। আপাতত বৃষ্টি বহাল থাকছে দক্ষিণের প্রায় সর্বত্র। কালীপুজোতেও পিছু ছাড়বে না বৃষ্টি। তবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বেশ কিছু জায়গায়।