খেলা KKR Targets New Player: ক্যারিবিয়ান ক্রিকেটার কলকাতার কপালে খুব পয়া! এবার তাই টার্গেটে এই বিধ্বংসী ক্রিকেটার Gallery October 28, 2024 Bangla Digital Desk : ক্যারিবিয়ান ক্রিকেটাররা একটু বেশি ধামাকা ব্যাটিং খেলেন৷ সীমিত ওভারের ক্রিকেটে তাঁরা একেবারে ভেঙেচুরে দেন বিপক্ষ বোলারদের মনোবল৷ তাই আইপিএলে ক্যারিবিয়ান ক্রিকেটারদের একটা আলাদা জায়গা রয়েছে৷ সামনেই আইপিএলের নতুন মরশুম এবার আবার মেগা নিলামের আসর বসবে৷ তাই সব দলের থিঙ্কট্যাঙ্ক এখন প্লেয়ারদের দিকে নজর রাখছেন৷ এদিকে কেকেআরের র্যাডারে নতুন ক্যারিবিয়ান তারকা৷ কে এই ক্রিকেটার জানেন, তিনি এভিন লুইস যিনি ৬১ বলে সেঞ্চুরি করে সকলের নজরে উঠে এসেছেন৷ কেকেআরের জন্য ক্যারিবিয়ান ক্রিকেটাররা সবসময়েই ক্লিক করেন,তাই ফের একবার নাইটরা নতুন এই তারকাকে নিলাম টেবলে বড়শিতে গাঁথতে চাইতে পারে৷ এভিন লুইস শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ধামাকা ইনিংস খেলেছেন৷ যদিও শ্রীলঙ্কায় আয়োজিত এই সিরিজে ২-১ হেরে গেছে ওয়েস্টইন্ডিজ৷ ওয়েস্টইন্ডিজ মোমেন্টাম খুঁজছে সিরিজে ফিরতে৷ সামনেই তাঁদের ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে৷ এই সিরিজ অ্যান্টিগায় হবে ৩১ অক্টোবর, যেদিন আইপিএল ফ্রাঞ্চাইজিদের রিটেনশন করার শেষদিন৷ এভিন লুইস তৃতীয় একদিনের ম্যাচে ৬১ বলে শতরান করে নেন৷ ৬১ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি৷ এভিনের ইনিংসে ৯ টি চার এবং ৩ টি ছক্কা রয়েছে৷ তাঁর স্ট্রাইকরেট ছিল ১৬৭.২১৷ একাধিক এশিয়ান টুর্নামেন্টে খেলেন লুইস৷ তাঁর আইপিএল পরিসংখ্যানও বেশ ভদ্রস্থ৷ তিনি ২৭ ম্যাচে ৬৫৪ রান করেছেন, গড় ২৭.২৫৷ তাঁর আইপিএলে সর্বোচ্চ রান ৬৫৷ ৩২ বছরের বাঁহাতি ব্যাটার মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ন্টসে খেলছেন৷ আইপিএল ২০২৫ ফ্রাঞ্চাইজিরা নিজেদের রিটেনশন লিস্টের প্লেয়ারদের ছাড়ার ক্ষেত্রে ৩১ অক্টোবর শেষদিনে৷ বিসিসিআইয়ের নতুন নিয়ম অনুসারে সর্বাধিক ৬ জন প্লেয়ারকে রিটেন করতে পারে৷ এবারের আইপিএল রিটেনশনের পরে প্রচুর বড় নাম এদিক ওদিক সম্ভাবনা রয়েছে৷ এভিন লুইসের জন্য কেকেআর কি ঝাঁপাবে?ক্যারিবিয়ান প্লেয়াররা চিরকালই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত৷ ক্রিস গেইল থেকে শুরু হয়েছে এই সাফল্যের রসায়ন৷ সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল দলের অবিচ্ছেদ্য অংশ৷ জনসন চার্লস এবং কার্লোস ব্র্যাথওয়েট শেফানে রাদারফোর্ড ছিলেন। এবার কি নতুন এই ক্যারিবিয়ান তারকা কলকাতার ভাগ্যে আসবেন।