ভূতের আতঙ্ক!

Jalpaiguri News: জলপাইগুড়িতে ভূতের রাজ্য! শ্যামা পুজোয় কচিকাঁচারা সাজিয়েছে হরর মণ্ডপ

জলপাইগুড়ি: রাত হলেই রাস্তায় রাস্তায় ‘ভূতেদের’ আড্ডা। জলপাইগুড়িতে বিগত ক’দিন ধরে এমনই গা ছমছমে ছবি চোখে পড়ছে। বিকট আর্তনাদের সঙ্গে আত্মাদের আনাগোনা! তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি কোনও অশুভ ঘটনাও নয়। বরং আসন্ন শ্যামাপুজো উপলক্ষে বিভিন্ন পাড়ার কচিকাঁচারা তৈরি করেছে এক ভিন্ন রকমের ভূতের রাজ্য।

জলপাইগুড়ির বিভিন্ন পাড়ায় ঘুরে দেখলে চোখে পড়বে কোথাও লাশ কাটা ঘর, কোথাও আবার মহাশ্মশান! ভয়ঙ্কর এই দৃশ্যগুলো দেখে প্রথমে হৃদস্পন্দন বেড়ে গেলেও পরক্ষণেই বোঝা যায় এটি কোনও আসল ভূতের আস্তানা নয়। শ্যামা পুজোর জন্য তৈরি করা এক অভিনব মণ্ডপ।পাড়ার কচিকাঁচারা নিজেরাই নিজেদের হাতে তৈরি করেছে। কেউ ভূত সেজেছে, কেউ সেজেছে কালি, কেউ আবার লাশ কাটছে—এমন সব দৃশ্য দেখে মনে হবে যেন কোনও হরর চলচ্চিত্রের শুটিং হচ্ছে। আসন্ন শ্যামাপুজায় দর্শনার্থীদের হাড়হিম করা ভূত দর্শনের অভিজ্ঞতা দিতে তারই রিহার্সাল চলছে রাত হলেই।

চলতি বছর জলপাইগুড়ির নেতাজি পাড়ার কচিকাঁচারা তাদের থিম রেখেছে ‘ভূত মহল’। এই মণ্ডপে থাকবে লাশ কাটা ঘর, শ্মশান, আর জীবন্ত লাশও। পুজোর আগে থেকেই রিহার্সাল চলছে জোর কদমে। কোনও ডেকরেটার্স ছাড়াই নিজেরাই সাজিয়ে তুলছেন তারা এই ভূতের রাজ্য। এই উদ্যোগে শহরবাসীরাও বেশ উৎসাহী। প্রতি বছরই এই কচিকাঁচারা তাদের নতুন নতুন থিম দিয়ে মানুষকে আশ্চর্য করে দেয়। তাদের এই কাজের জন্য শহরবাসীরা তাদের প্রশংসা করে।

জলপাইগুড়িবাসীদের জন্য এই যে এক আপনি দারুণ রোমাঞ্চকর উপহার, তা বলার অপেক্ষা রাখে না। এছাড়াও ভগৎ সিং এলাকা এবং জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় , কলেজ মোড় বিভিন্ন এলাকায় কালীপুজোর বিভিন্ন থিম রয়েছে ভূত মহলের আদলে কিংবা মহাশ্মশানের অনুরূপ। কোথাও আবার তুলে ধরা হয়েছে গায়ে কাঁটা দেওয়া ভূতেদের হাসপাতালের ছবি।

সুরজিৎ দে