পঙ্কজ দাশ রথী, দিঘা: দিঘায় পুলিশের বেশে পর্যটকদের ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। দিঘা সৈকতে রাতের অন্ধকারে পুলিশের বেশে পর্যটকদের ছিনতাইয়ের ঘটনায় দিঘা থানার পুলিশের জালে ধরা পড়ল যুবক।
ধৃত যুবককে কাঁথি মহাকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম পুলক দাস (২৯)। বাড়ি কাঁথি থানার পাই লচ্ছিমপুর এলাকায়। সোমবার কাঁথি আদালতে তোলা হলে পুলিশের তরফে ধৃত যুবককে পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে।
আরও পড়ুন: মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ, দল থেকে সাসপেন্ড বামনেতা তন্ময় ভট্টাচার্য
কখনও ভুয়ো আইপিএস, কখনওবা ভুয়ো ডাক্তার এরাজ্যে ধরা পড়েছে অনেকেই। এবার পর্যটন শহর দিঘায় এবার ধরা পড়ল ভুয়ো পুলিশ। শুধু তাই নয়, তার বিরুদ্ধে একাধিক গুরুতর বেআইনি কাজের অভিযোগ। পুলিশের পোশাক পরে, সি বিচের ধারে পুলিশ পরিচয় দিয়ে পর্যটকদের সর্বস্ব লুঠ করারও অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে এই যুবকের জন্যই সমুদ্র সৈকতে দুর্নাম ছড়াচ্ছিল পুলিশের।
জানা গিয়েছে, কয়েকদিন ধরে পর্যটক থেকে শুরু করে স্থানীয় মানুষজন বারবার দিঘা থানায় অভিযোগ জানিয়ে আসছিলেন রাত দশটার পরে সি বিচের ধারে পুলিশ পরিচয় দিয়ে কখনও পুলিশের পোশাক, আবার কখনও বা জলপাই পোশাক পরে এক যুবক ছিনতাই ও নানা ধরনের অপকর্ম করছে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সেই যুবক।