নবাব মল্লিক, মন্দিরবাজার: এ বার কালীপুজোতে ঘুরে আসুন দক্ষিণ বিষ্ণুপুরের শ্মশানকালী মন্দিরে। কালীপুজো উপলক্ষs এখানে সারারাত পুজো চলে। সাধক মণিলাল চক্রবর্তী শুরু করেছিলেন এই পুজো। আগে এখানে জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে ছিল একটি শ্মশানকালীর মন্দির। মন্দিরটি খুবই প্রাচীন। বর্তমানে এখানে চলে নিত্যপুজো। মন্দিরের পাশেই রয়েছে পুকুর। স্থানীয়রা মন্দিরটিকে খুবই জাগ্রত মনে করেন।
এই মন্দিরটি এখনও রয়েছে ছোটখাটো জঙ্গলের মধ্যে। দক্ষিণ বিষ্ণুপুর শ্মশানর পাশে জঙ্গল। রয়েছে নাম না জানা ফুলের গাছ, কাঁঠাল, বটের মত বিভিন্ন গাছ। ফলে গোটা এলাকাটিতে রয়েছে প্রাচীনত্বের ছোঁয়া। বর্তমানে সাধক শ্যামল চক্রবর্তী এই শ্মশানকালী মন্দিরের দায়িত্ব সামলান। আগে এখানে ছিল টোলের ঘর, ছিল গভীর জঙ্গল। বর্তমানে জঙ্গল কিছুটা কমেছে, ফলে এখন লোকসমাগম বেশি হচ্ছে।
এ নিয়ে সাধক শ্যামল চক্রবর্তী জানিয়েছেন, ‘‘এখানে মা খুবই জাগ্রত। প্রায় ৩০০ বছর হতে চলছে এই পুজো। আগে বাৎসরিক পুজো হলেও এখন নিত্যপুজো হয়। তবে কালীপুজোর রাতে ধুমধাম করে পুজোর আয়োজন করা হয়।’’ এই পুজো চাক্ষুষ করতে আপনিও একবার ঘুরে আসুন এই মন্দির থেকে।