ফের বিমানে বোমাতঙ্ক! সোশ‍্যাল মিডিয়ায় হুমকি পোস্ট, বেঙ্গালুরু-কলকাতা বিমানের অবতরণ

Kolkata Airport: ফের বিমানে বোমাতঙ্ক! সোশ‍্যাল মিডিয়ায় হুমকি পোস্ট, বেঙ্গালুরু-কলকাতা বিমানে চাঞ্চল্য

কলকাতা: ফের বিমানে বোমাতঙ্ক। কলকাতা গামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি সোশ্যাল মিডিয়ায়। এবার বেসরকারি বিমান সংস্থা ভিস্তারার বেঙ্গালুরু থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।

এরপরে বিমানটি ৩টে ১০মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তারপরে যাত্রীদের সুরক্ষার সঙ্গে নামিয়ে নিয়ে আসা হয়। এই মুহূর্তে বিমানটি আইসলেশন বে-তে রয়েছে।

আরও পড়ুন: খেলোয়াড়রা খেলার সময় চ‍্যুইংগাম চিবোয় কেন বলুন তো? ভাবছেন শখ করে! আসল কারণ জানলে বিশ্বাসই হবে না

সেখানে বিমানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিমানের কোথাও বোমা রাখা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি বিমানে বোমা রাখা রয়েছে বলেও হুমকি দেওয়া হয় বলে বিমানবন্দর সূত্রে খবর।

এর আগেও বেশ কয়েকবার বিমানে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেল ব্যবহার করে সারাদেশে আঠারোটা বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয় গতকাল, রবিবার। কলকাতা, মুম্বই, ব্যাঙ্গালুরু-সহ একাধিক জায়গায় মোট ১৮ টা বিমানে বোমা রাখা আছে বলে এমনটাই উল্লেখ করা হয়।

আরও পড়ুন: ৫০০ বছর পর শনি-বৃহস্পতির দুর্লভ সংযোগ! দীপাবলিতে সোনায় মুড়বে ৩ রাশির কপাল, ব‍্যাঙ্ক ব‍্যালেন্স উপচে পড়বে

প্রসঙ্গত, বারবার বিমানে বোমা রাখার হুমকির কারণে সাংবাদিক বৈঠক করেছেন বিমান পরিবহন মন্ত্রণালয় (সিভিল অ‍্যাভিয়েশন মিনিস্ট্রি)। বিমানে লাগাতার বোমাতঙ্ক নিয়ে কী কী পদক্ষেপ করা হবে তা নিয়েও নেওয়া হয় সিদ্ধান্ত।

সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার রাম মোহন নাইডু (RamMohan Naidu, Civil aviation Minister) বলেন, “আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ যাত্রীদের নিরাপত্তা, এবং সময়ানুবর্তিতা। বিমান যাত্রায় যাতে কোনও রকম সমস্যা না হয় তা নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ। বিমানবন্দরের বর্তমান নিরাপত্তা পরিকাঠামোর পাশাপাশি আরও কড়া নিরাপত্তা ব্যবস্থাপনা করা হচ্ছে।”