উত্তর ২৪ পরগণা, দক্ষিণবঙ্গ Kali Puja in Barasat: কালীপুজোয় এবার বিরাট চমক বারাসতে! কোন পুজোগুলি দেখতেই হবে, রইল ‘সেরার সেরা’ মন্ডপের হদিশ Gallery October 29, 2024 Bangla Digital Desk ইতিমধ্যেই জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যে ছড়িয়ে পড়েছে বারাসতের একেরপর এক বিগ বাজেটের কালীপুজোর প্রাচুর্যের কথা। তাই শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন (তথ্য ও ছবি: রুদ্র নারায়ণ রায়) আর মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরেই জ্বলে উঠবে আলো, রাস্তায় শ্যামা মায়ের মন্ডপ-সহ প্রতিমা দর্শনে নামবেন লক্ষাধিক মানুষ। তবে এবার বারাসাতে কোন কোন পুজোর দিকে নজর রাখতেই হবে, কি হচ্ছে এবার তাদের থিম, সবকিছুই জেনে নিন এক নিমেষে৷ এবার বারাসতের আমরা সবাই ক্লাবের পুজোয় ফুটে উঠছে কৈলাস ও মানস সরোবর। কৈলাসের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে মাতৃপ্রতিমা। মণ্ডপের উচ্চতা ৮৭ ফুট ও প্রতিমা হচ্ছে ১৫ ফুটের৷ বারাসতের সন্ধানী ক্লাব রাশিয়ান মনুমেন্টের আদলে তৈরি করছে মণ্ডপ। এবার এই পুজো ৬৫ তম বর্ষে। মণ্ডপের উচ্চতা ৮০ ফুট, চওড়া ৮১ ফুট। ফলে এবার বারাসাতেই দেখা যাবে সুদূর বিদেশের এই স্থাপত্য৷ জেলার সদর শহরের অন্যতম পুজো কেএনসি রেজিমেন্টের। ৬৫ বছরে এবার তাদের মূল আকর্ষণ হিসেবে ফুটে উঠছে রাজস্থানের প্যালেস। পাশাপাশি, কেএনসি রোড ধরে রকমারি নজর কারা আলোয় ভাসবে শহর৷ বারাসত-টাকি রোডের উপরও বেশ কয়েকটি বড় পুজো প্রতি বছরই নজরে থাকে দর্শনার্থীদের। তার মধ্যে অন্যতম বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব। তারা এবার ফুটিয়ে তুলছে পাঞ্জাবের স্বর্ণ মন্দির। বিদ্রোহী স্পোর্টিং ক্লাবের কালীপুজো ৫৮ তম বর্ষে দেখা যাবে দুবাইয়ের ডাউনটাউন। মণ্ডপের উচ্চতা হচ্ছে ১২০ ফুট। বারাসত পাইয়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের এবার ৫২ বছর। জীবনমুখী চিন্তাভাবনা থেকে এ বছর উদ্যোক্তাদের ভাবনায় ফুটে উঠছে “লক্ষ্য”। বিশেষ থিম নজর কাড়বে বলেই আসা উদ্যোক্তাদের৷ বারাসত নবপল্লি অ্যাসোসিয়েশনের কালীপুজোয় এবার উঠে আসছে বৃন্দাবনের প্রেমমন্দির। মণ্ডপের উচ্চতা ৮০ ফুট। ভগবান শ্রীকৃষ্ণের শৈশব ও যৌবনের মুহূর্ত মণ্ডপের ভিতরে তুলে ধরা হচ্ছে। এছাড়াও নজরে থাকবে ব্যায়াম সমিতি, শতদল সংঘের ভাবনা জুমানজি সহ একাধিক কালীপুজোর মন্ডপের দিকে।