কেকেআর মোট ছয় জনকেই রিটেন করেছে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে রিটেন করতে কেকেআর ৬৯ কোটি টাকা। কেকেআরের পকেটে রয়েছে ৫১ কোটি টাকা।

KKR News: কেকেআর ৩ জনকে কিনবে আরটিএম কার্ড ব্যবহার করে! তালিকায় চমকে দেওয়া সব নাম

এবারের আইপিএল নিলাম সবথেকে বেশি আকর্ষনীয় হতে চলেছে। কারণ বিসিসিআইয়ের নতুন নিয়ম। বোর্ডের নিয়ম অনুযায়ী মোট ৬ জনকে রিটেন করতে পারবে আইপিএলের প্রতিটি দল।
এবারের আইপিএল নিলাম সবথেকে বেশি আকর্ষনীয় হতে চলেছে। কারণ বিসিসিআইয়ের নতুন নিয়ম। বোর্ডের নিয়ম অনুযায়ী মোট ৬ জনকে রিটেন করতে পারবে আইপিএলের প্রতিটি দল।
৬ জনের মধ্যে সবথেকে বেশি ৫ জনকে রিটেন করা যাবে ও এক জনকে কিনতে হনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। তবে রিটেনশনের সংখ্য়া কমালে আরটএম কার্ডের সংখ্যা বাড়ানো যাবে।
৬ জনের মধ্যে সবথেকে বেশি ৫ জনকে রিটেন করা যাবে ও এক জনকে কিনতে হনে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে। তবে রিটেনশনের সংখ্য়া কমালে আরটএম কার্ডের সংখ্যা বাড়ানো যাবে।
রিটেনশন তালিকায় প্রস্তুত করতে গিয়ে যে দলগুলি সবথেকে বেশি সমস্যায় পড়েছে তাদের মধ্যে অন্যতম কেকেআর। আর পাঁচজন জাতীয় দলের হয়ে খেলা প্লেয়ারকে ধরে রাখতে হলে পার্সে পড়ে থাকবে ৭৫ কোটি টাকা।
রিটেনশন তালিকায় প্রস্তুত করতে গিয়ে যে দলগুলি সবথেকে বেশি সমস্যায় পড়েছে তাদের মধ্যে অন্যতম কেকেআর। আর পাঁচজন জাতীয় দলের হয়ে খেলা প্লেয়ারকে ধরে রাখতে হলে পার্সে পড়ে থাকবে ৭৫ কোটি টাকা।
সেখানে রিটেনশনের সংখ্যা কমালে ও আরটিএম কার্ড বেশি ব্যবহার করলে সেখানে কিছুটা টাকা কম খরচ হতে পারে। ৩ জনকে রিটেন করে ৩ জনকে আরটিএম ব্যবহার করে কিনতে পারে নাইটরা। দেখে নিন কাদের জন্য আরটিএম ব্যবহার করতে পারে কেকেআর।
সেখানে রিটেনশনের সংখ্যা কমালে ও আরটিএম কার্ড বেশি ব্যবহার করলে সেখানে কিছুটা টাকা কম খরচ হতে পারে। ৩ জনকে রিটেন করে ৩ জনকে আরটিএম ব্যবহার করে কিনতে পারে নাইটরা। দেখে নিন কাদের জন্য আরটিএম ব্যবহার করতে পারে কেকেআর।
আন্দ্রে রাসেল: আরটিএম কার্ড ব্যবহার করে কেকেআরের দলে নেওয়ার ক্ষেত্রে প্রধান দাবিদার হতে পারেন আন্দ্রে রাসেল। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক ও প্রথম পছন্দ হিসেবে ধরে রাখলে রাসেলকে নিলাম তুলতে পারে নাইটরা। এমনিতেও রাসেলের বয়স ৩৭। গতবার ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন তিনি। এবার তারজন্য এত টাকা খরচ করতে রাজি নাও হতে পারে কেকেআর। ফলে কৌশলগত কারণেও রাসেলকে আরটিএম কার্ডের মাধ্যমে কিনতে পারে কেকেআর।
আন্দ্রে রাসেল: আরটিএম কার্ড ব্যবহার করে কেকেআরের দলে নেওয়ার ক্ষেত্রে প্রধান দাবিদার হতে পারেন আন্দ্রে রাসেল। শ্রেয়স আইয়ারকে অধিনায়ক ও প্রথম পছন্দ হিসেবে ধরে রাখলে রাসেলকে নিলাম তুলতে পারে নাইটরা। এমনিতেও রাসেলের বয়স ৩৭। গতবার ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন তিনি। এবার তারজন্য এত টাকা খরচ করতে রাজি নাও হতে পারে কেকেআর। ফলে কৌশলগত কারণেও রাসেলকে আরটিএম কার্ডের মাধ্যমে কিনতে পারে কেকেআর।
মিচেল স্টার্ক: মিচেল স্টার্ক আইপিএল ২০২৪ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি। তবে এত দাম দিয়ে স্টার্ককে ধরে রাখতে চাইছে না কেকেআর। ফলে নিলামে তাকে আরটিএম ব্যবহার করে কম দামে দলে নিতে পারে নাইটরা।
মিচেল স্টার্ক: মিচেল স্টার্ক আইপিএল ২০২৪ নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। আইপিএলের ইতিহাসে রেকর্ড ২৪.৭৫ কোটি টাকা দাম পেয়েছিলেন তিনি। তবে এত দাম দিয়ে স্টার্ককে ধরে রাখতে চাইছে না কেকেআর। ফলে নিলামে তাকে আরটিএম ব্যবহার করে কম দামে দলে নিতে পারে নাইটরা।
বরুণ চক্রবর্তী: কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম বড় শক্তি হলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে ৩ জন ক্রিকেটার রিটেন করলে সেখান তাঁর থাকার সম্ভাবনা নেই। ফলে রিলিজ করে দিয়ে নিলামে আরটিএম ব্যবহার করে বরুণ চক্রবর্তীকে ফের দলে নিতে চাইবে কেকেআর। কারণ এমন স্পিনারকে হাতছাড়া করতে চাইবে না নাইটরা।
বরুণ চক্রবর্তী: কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম বড় শক্তি হলেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। তবে ৩ জন ক্রিকেটার রিটেন করলে সেখান তাঁর থাকার সম্ভাবনা নেই। ফলে রিলিজ করে দিয়ে নিলামে আরটিএম ব্যবহার করে বরুণ চক্রবর্তীকে ফের দলে নিতে চাইবে কেকেআর। কারণ এমন স্পিনারকে হাতছাড়া করতে চাইবে না নাইটরা।