চম্পাহাটির হাড়ালে বাজি কিনছেন এক ক্রেতা

Diwali 2024: হেলিকপ্টার থেকে অ্যান্টিক্যুইটি, পেন্সিল থেকে পেন্টা স্কাই! এবারের ট্রেন্ডিং আতসবাজি কী জানেন?

দক্ষিণ ২৪ পরগনার: দীপাবলি উৎসবে বাজির পসরা নিয়ে তৈরি চম্পাহাটির হাড়াল। বাজি বাজার কাঁপাতে আসরে হেলিকপ্টার, অ্যান্টিকুইটি, পেন্সিল বাজি, সুপার ডিলাক্স, স্টার ডোম, পেন্ট্রা স্কাই, এ ম্যাজিক বাজির মতো হরেক রকমের নয়া বাজি। ব্যবসায়ীদের দাবি, এবার এর সব বাজারেই মিলছে শিবকাশির সবুজ বাজি। বাজারও জমে উঠেছে। এই বাজি কিনতে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। হাড়ালের চীনের মোড় থেকে শুরু করে যত ভিতরে যাবেন, রাস্তার দু’ধারে শুধুই বাজির দোকান। এমনকী, রাস্তার পাশে কেউ কেউ চট বিছিয়েও বসে পড়েছেন বাজি নিয়ে। দীপাবলি আর কয়েকদিন বাকি আর তাই যত এগিয়ে আসছে, বাজি বাজারে মানুষের ভিড় ততই বাড়ছে।

আরও পড়ুন- নতুন ইউটিউব চ্যানেল? কত সাবস্ক্রাইবার হলে আসবে টাকা? ৯৯ শতাংশই না জেনে ভুল করছেন

শুধু বারুইপুর নয়, গড়িয়া, সোনারপুর, জয়নগর, কুলতলি, রায়দিঘি, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা, দমদম, বসিরহাট থেকে মানুষজন আসছেন বাজি বাজারে। সবার খোঁজ নিচ্ছেন সবুজ বাজির। দেখতে যেন পানীয়র কৌটো। উপরের ঢাকনা খুলে বারুদে আগুন লাগালেই তুবড়ির মতো ঝরে পড়বে আলোর ফুল। এই বাজির নাম অ্যান্টিকুইটি। দাম ১২০ টাকা। রয়েছে ড্রোন। একই প্যাকেটে রয়েছে পাঁচ পিস। দাম ২৪০ টাকা। এক ব্যবসায়ী বলেন সবই শিবকাশির সবুজ বাজি। দাম মানুষের নাগালের মধ্যেই রাখা হয়েছে। আছে সুপার ডিলাক্স চরকা। যা ঘুরবে টানা ১০ মিনিট।

আরও পড়ুন- শনিবার থেকেই বড় বদল আবহাওয়ার! এক ধাক্কায় নামবে তাপমাত্রা…! এবার কি জাঁকিয়ে শীত ? 

পেন্ট্রা স্কাইয়ে রয়েছে ৫টি সেল। পাঁচ রকমের রঙিন আলো ছড়াবে এই বাজি। দাম ৮০ টাকা। রংমশাল ফাইভ ইন ওয়ান থেকেও পাঁচ রকমের রং বেরবে। দাম ৮০ টাকা। এছাড়াও ডিলাক্স চরকা ৫০ টাকা, স্পেশাল চরকা ৩০ টাকা, ছোট চরকা ৪০ টাকা দামে বিক্রি হচ্ছে। মানুষ এই সব বাজি কিনতেই ভিড় করছেন বাজারে। একটা আছে পেন্সিলের মতো রংমশাল। আগুন দিলেই বেরবে তিনটি রং। নাম রাখা হয়েছে পেন্সিল বাজি। স্টার ডোম এমনই এক বাজি, যা থেকে ধোঁয়া বেরবে না। উপরে উঠে গিয়ে রঙিন হয়ে বৃষ্টির মতো ঝরে পড়বে। দাম ২৩০টাকা ডিং ডংও একই ধরনের বাজি। মিনি পট দেখতে বোতলের মতো। পাঁচ পিস একসঙ্গে রঙিন হয়ে উপরে উঠে মাটিতে নেমে আসবে। একেকটির দাম ৩৪০ টাকা। দু’বছরের মন্দা কাটিয়ে হাড়ালের বাজার ফের চাঙ্গা। চওড়া হাসি ব্যবসায়ীদের।

সুমন সাহা