জ্বালানো হচ্ছে প্রদীপ 

Diwali 2024: দীপাবলির আগে পড়ুয়াদের নয়া কীর্তি! হাসি ফুটল অসুস্থদের মুখেও

ডায়মন্ড হারবার: দীপাবলিতে অসুস্থ ব্যক্তিদের মুখে হাসি ফোটাতে হাসপাতালে প্রদীপ প্রজ্জ্বলন করল ছাত্রীরা। সেই সঙ্গে অসুস্থ ব্যক্তিদের মিষ্টি মুখ করিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছে তারা। এই কাজে অংশ নেয় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

ভারত সরকারের ন্যাশানাল সার্ভিস স্কিমের অধীনে ‘দিওয়ালি উইথ মাই ভারত’ কর্মসূচি সুষ্ঠভাবে পালন করতে এই কর্মসূচি নিয়েছিল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। এই কর্মসূচি নিয়ে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইদুর রহমান জানিয়েছেন, ‘এই কর্মসূচির অধীনে বিশ্ববিদ্যালয়ের এনএসএস-র ছাত্রীরা সরিষা হাসপাতালে রোগীদের সহায়তা করার একটা কর্মসূচি নিয়েছে। এর আগে সরিষা বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যে সমস্ত রোগীরা বাড়ি যেতে পারবেনা দীপাবলিতে তাদের প্রদীপ জ্বালাতে সাহায্য করা হবে। এছাড়াও বাকি রোগীদের একাধিক সহযোগিতা,  বিভিন্ন তথ্য জানানো সহ একাধিক কাজ করা হচ্ছে।

আরও পড়ুন: জয়নগরের প্রাচীন ধন্বন্তরি কালী পুজোয় ভিড় জমান দূর-দূরান্তের মানুষ

আরও পড়ুন: হেলিকপ্টার থেকে অ্যান্টিক্যুইটি, পেন্সিল থেকে পেন্টা স্কাই! এবারের ট্রেন্ডিং আতসবাজি কী জানেন?

এই কর্মসূচির অধীনে ডায়মন্ড হারবারে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করার কাজও করা হবে। এনএসএস-এর মেয়েরা এইরকম একাধিক সমাজ সেবার কাজের সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন, রেজিস্ট্রার সাইদুর রহমান। ‘এই কর্মসূচি পালন করা নিয়ে খুশি ছাত্রীরাও।’ ছাত্রীদের মধ্যে থেকে পূজা দাস নামের এক ছাত্রী জানিয়েছেন, ‘অসুস্থ ব্যক্তিদের সাময়িক আনন্দ দিতে পেরে খুব ভাল লাগছে। আগামীদিনে আরও বেশি করে তারা সমাজসেবায় নিজেদের নিয়োজিত করতে চায়।’

নবাব মল্লিক