দুর্গাপুরে ও কাঁকসা: কালীপুজোর আগে জেলায় নতুন আতঙ্ক নতুন আতঙ্কের নাম ডায়রিয়া ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুই মহিলার অসুস্থ অবস্থায় আরো চারজন চিকিৎসাধীন।
যে ঘটনায় রীতিমতো জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছে কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের অন্তর্গত কুলডিহা এলাকায় যদিও কীভাবে এলাকায় ডায়েরিয়া সংক্রমণ সরাল সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
তবে অনুমান করা হচ্ছে, এলাকায় পানীয় জল থেকেই ডায়েরিয়া ছড়িয়ে থাকতে পারে। কুলডিহার আদিবাসী পাড়াতে দেখা গিয়েছে ডায়েরিয়ার প্রকোপ। জানা গিয়েছে, উর্মিলা মূর্মু এবং বুখী হাঁসদা নামে দুই মহিলার মৃত্যু হয়েছে। তাঁদের দু’জনকেই প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উর্মিলা মূর্মুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় মুখী হাঁসদাকে। সেখানে মৃত্যু হয়েছে তাঁর।
আরও পড়ুন: অবিশ্বাস্য! ভারতের ১০০ টাকা পাকিস্তানের কত টাকা জানেন? শুনলে চমকে উঠবেন!
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে উদ্যোগ। এলাকায় টিউবওয়েলগুলিকে ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কীভাবে এলাকায় ডায়েরিয়ার প্রকোপ ছড়াল, তা বুঝতে এলাকার পানীয় জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, এলাকায় স্বাস্থ্যকর্মীদের একাধিক টিম রয়েছে। তাঁরা সকলকে সাবধান করছেন। তাঁদের অসুবিধা সম্পর্কে জানছেন। তবে ডায়েরিয়া ছড়িয়ে পড়ার কারণে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় বর্তমানে পিএইচির তরফ থেকে জল সরবরাহ করা হচ্ছে।
আরও পড়ুন: জানেন কোন দেশে বাস করেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষেরা? নামটা জানলে মাথা ঘুরে যাবে!
কিন্তু সেখানে পানীয় জল সরবরাহের জন্য পিএইচই পাইপলাইন বসানো হয়েছে। তবে এখনও পর্যন্ত জল এসে পৌঁছয়নি। যে কারণে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাঁরা। তবে এই বিষয়ে কাঁকসার বিডিও পর্না দে জানিয়েছেন, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কী কারণে এলাকায় ডায়েরিয়ার প্রকোপ ছড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মণ্ডল এই সময় তাঁদের বিশুদ্ধ জল খাওয়া ও বাইরের খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তবে এই ঘটনায় কুলডিহা-সহ সংলগ্ন এলাকা, এমনকী গোটা জেলাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
নয়ন ঘোষ