TRAI Extends OTP Traceability Deadline to December 1

TRAI New Rule: বিপাকে কোটি কোটি মোবাইল ইউজার! ১ ডিসেম্বর থেকে ফোনে আর আসবে না OTP? সতর্ক করল Jio-Airtel-Vi

বিপাকে পড়তে চলেছেন কোটি কোটি মোবাইল ইউজার। নভেম্বর থেকে ব্যাঙ্ক ওটিপি বা ডেলিভারি ওটিপি মেসেজ নাও মিলতে পারে। ওটিপি ছাড়া পেমেন্ট বা অনলাইনে ডেলিভারি নেওয়া যাবে না। ফলে বিপদে পড়বেন অনেকেই।
বিপাকে পড়তে চলেছেন কোটি কোটি মোবাইল ইউজার। নভেম্বর থেকে ব্যাঙ্ক ওটিপি বা ডেলিভারি ওটিপি মেসেজ নাও মিলতে পারে। ওটিপি ছাড়া পেমেন্ট বা অনলাইনে ডেলিভারি নেওয়া যাবে না। ফলে বিপদে পড়বেন অনেকেই।
ওটিপি-সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে 'ট্রেসেবিলিটি' নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে কার্যকর করতে আরও একমাস সময় বাড়াল ট্রাই। ১ নভেম্বরের বদলে ১ ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা।
ওটিপি-সহ সমস্ত বাণিজ্যিক মেসেজের ক্ষেত্রে ‘ট্রেসেবিলিটি’ নির্দেশিকা বাধ্যতামূলক ভাবে কার্যকর করতে আরও একমাস সময় বাড়াল ট্রাই। ১ নভেম্বরের বদলে ১ ডিসেম্বর থেকে এই নির্দেশিকা কার্যকর হবে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতের টেলিকম নিয়ামক সংস্থা।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই যদি স্প্যাম পলিসি সংশোধন না করে তাহলে ৩০ নভেম্বরের পর থেকে থার্ড পার্টি মেসেজ অনুমোদনে সমস্যায় পড়বে মোবাইল অপারেটররা।
একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই যদি স্প্যাম পলিসি সংশোধন না করে তাহলে ৩০ নভেম্বরের পর থেকে থার্ড পার্টি মেসেজ অনুমোদনে সমস্যায় পড়বে মোবাইল অপারেটররা।
ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাই-এর নতুন স্প্যাম পলিসিতে ওটিপি এবং গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানকারী সংস্থাগুলিকে টেলিকম কোম্পানিগুলিতে রেজিস্ট্রেশন করাতে হবে। এটা বাধ্যতামূলক। পাশাপাশি ইউআরএল এবং এপিকে ফাইলের সঙ্গে যে কোনও এসএমএস ব্লক করা হবে। কারণ এ থেকে ম্যালওয়্যার ছড়াতে পারে।
ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাই-এর নতুন স্প্যাম পলিসিতে ওটিপি এবং গুরুত্বপূর্ণ মেসেজ প্রদানকারী সংস্থাগুলিকে টেলিকম কোম্পানিগুলিতে রেজিস্ট্রেশন করাতে হবে। এটা বাধ্যতামূলক। পাশাপাশি ইউআরএল এবং এপিকে ফাইলের সঙ্গে যে কোনও এসএমএস ব্লক করা হবে। কারণ এ থেকে ম্যালওয়্যার ছড়াতে পারে।
এমন মেসেজ হামেশাই আসে। অনেক ইউজার সেই ফাঁদে পা দিয়ে লিঙ্কে ক্লিক করেন। সঙ্গে সঙ্গে সর্বস্বান্ত হয়ে যান। টাকাপয়সা থেকে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। ফোন চলে যায় হ্যাকারদের কবলে।
এমন মেসেজ হামেশাই আসে। অনেক ইউজার সেই ফাঁদে পা দিয়ে লিঙ্কে ক্লিক করেন। সঙ্গে সঙ্গে সর্বস্বান্ত হয়ে যান। টাকাপয়সা থেকে ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যায়। ফোন চলে যায় হ্যাকারদের কবলে।
টেলিকম কোম্পানিগুলোকে এখন নতুন মেসেজ টেমপ্লেট নিয়ে আসতে হবে, যা পাঠযোগ্য। সমস্ত এসএমএস-ই কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে। তাতে পাশ করলে তবেই পৌঁছবে ইউজারের মোবাইলে। এর মধ্যে ইউআরএল এবং ফোন নম্বরও অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইটলিস্টে না থাকলে সেই মেসেজ নেটওয়ার্ক ব্লক করে দেবে।
টেলিকম কোম্পানিগুলোকে এখন নতুন মেসেজ টেমপ্লেট নিয়ে আসতে হবে, যা পাঠযোগ্য। সমস্ত এসএমএস-ই কড়া স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে। তাতে পাশ করলে তবেই পৌঁছবে ইউজারের মোবাইলে। এর মধ্যে ইউআরএল এবং ফোন নম্বরও অন্তর্ভুক্ত রয়েছে। হোয়াইটলিস্টে না থাকলে সেই মেসেজ নেটওয়ার্ক ব্লক করে দেবে।
এসএমএসের উপরে হেডার থাকে। ব্যাঙ্ক, পেমেন্ট অপারেটর, জোম্যাটো বা উবের কী পরিষেবা দিচ্ছে তার বিষয়বস্তু। বাণিজ্যিক মেসেজ যাতে ইউজারের জন্য বিপজ্জনক না হয়, তা নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সেগুলো পড়া হবে।
এসএমএসের উপরে হেডার থাকে। ব্যাঙ্ক, পেমেন্ট অপারেটর, জোম্যাটো বা উবের কী পরিষেবা দিচ্ছে তার বিষয়বস্তু। বাণিজ্যিক মেসেজ যাতে ইউজারের জন্য বিপজ্জনক না হয়, তা নিশ্চিত করতে একটি নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সেগুলো পড়া হবে।
এই পরিস্থিতি নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে টেলিকম কোম্পানি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ট্রাই-এর কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল। তা মেনেও নিয়েছিল ট্রাই। কিন্তু সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক টেলিকম কোম্পানিই এখনও পর্যন্ত নতুন নিয়মগুলোর সঙ্গে পুরোপুরি সড়গড় হতে পারেনি। ফলে সব মিলিয়ে হোয়াইটলিস্টিং একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে টেলিকম কোম্পানি এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান ট্রাই-এর কাছে সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়েছিল। তা মেনেও নিয়েছিল ট্রাই। কিন্তু সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক টেলিকম কোম্পানিই এখনও পর্যন্ত নতুন নিয়মগুলোর সঙ্গে পুরোপুরি সড়গড় হতে পারেনি। ফলে সব মিলিয়ে হোয়াইটলিস্টিং একটি জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ট্রাই যদি ৩০ নভেম্বরের পর এই পলিসি কার্যকর করে তাহলে ১ ডিসেম্বর থেকে মোবাইল ইউজারদের কাছে ওটিপি আসা মুশকিল হয়ে দাঁড়াবে। এখন তাই ট্রাই-এর কাছে নভেম্বরের বদলে ২০২৫ সালের শুরুর দিকে পলিসি কার্যকর করার আবেদন জানানো হয়েছে। এতে ফোন ইউজারদের সুরাহা হবে। তবে ট্রাই এখনও এই বিষয়ে কিছু জানায়নি।
ট্রাই যদি ৩০ নভেম্বরের পর এই পলিসি কার্যকর করে তাহলে ১ ডিসেম্বর থেকে মোবাইল ইউজারদের কাছে ওটিপি আসা মুশকিল হয়ে দাঁড়াবে। এখন তাই ট্রাই-এর কাছে নভেম্বরের বদলে ২০২৫ সালের শুরুর দিকে পলিসি কার্যকর করার আবেদন জানানো হয়েছে। এতে ফোন ইউজারদের সুরাহা হবে। তবে ট্রাই এখনও এই বিষয়ে কিছু জানায়নি।