এছাড়া আন্দ্রে রাসেলকে নিয়েও জল্পনা ছিল। তবে কেকেআরের রিটেনশন তালিকায় নাম রয়েছে ক্যারিবিয়ান বিগ হিটারের। ফলে আন্দ্রে রাসেলের উপর ফের আস্থা দেখাল কেকেআর।

KKR Retention List IPL 2025: রাসেলকে ছাড়লে কাকে দলে নেবে কেকেআর! তালিকায় ৩ বিধ্বংসী বিদেশী ব্যাটার

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে কেকেআর? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। একইসঙ্গে কেকেআরের দীর্ঘ দিনের ম্যাচ উইনার আন্দ্রে রাসেলে নিয়েও জল্পনার শেষ নেই।
আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে কেকেআর? তা নিয়ে চলছে বিস্তর জল্পনা। একইসঙ্গে কেকেআরের দীর্ঘ দিনের ম্যাচ উইনার আন্দ্রে রাসেলে নিয়েও জল্পনার শেষ নেই।
ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি শ্রেয়স আইয়ারকে ধরে রাখার জন্য আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিতে পারে কেকেআরের। এমনটা হলে সত্যিই চমকে দেওয়ার মত খবর হবে।
ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে এবার নাকি শ্রেয়স আইয়ারকে ধরে রাখার জন্য আন্দ্রে রাসেলকেও ছেড়ে দিতে পারে কেকেআরের। এমনটা হলে সত্যিই চমকে দেওয়ার মত খবর হবে।
যদিও রাসেলকে ছাড়ার পিছনে ক্রিকেট বিশেষজ্ঞরা একাধিক যুক্তিযুক্ত কারণ দেখছে। রাসেলের বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে। একইসঙ্গে পারফরম্যান্স গ্রাফও অনেকটা পরে গিয়েছে। সেই জায়গায় ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনও তারকার কথা ভাবতে পারে নাইটরা।
যদিও রাসেলকে ছাড়ার পিছনে ক্রিকেট বিশেষজ্ঞরা একাধিক যুক্তিযুক্ত কারণ দেখছে। রাসেলের বয়স ৩৭ পেরিয়ে গিয়েছে। একইসঙ্গে পারফরম্যান্স গ্রাফও অনেকটা পরে গিয়েছে। সেই জায়গায় ভবিষ্যতের কথা ভেবে অন্য কোনও তারকার কথা ভাবতে পারে নাইটরা।
রাসেলকে যদি একান্তই রিলিজ করতে হয় কলকাতা নাইট রাইডার্সের, আর অন্য কোনও ক্যারিবিয়ান বিগ হিটারকে দলে নেওয়া কথা ভাবে নাইটরা, তাহলে কেকেআরের তালিকায় রয়েছে একাধিক নাম।
রাসেলকে যদি একান্তই রিলিজ করতে হয় কলকাতা নাইট রাইডার্সের, আর অন্য কোনও ক্যারিবিয়ান বিগ হিটারকে দলে নেওয়া কথা ভাবে নাইটরা, তাহলে কেকেআরের তালিকায় রয়েছে একাধিক নাম।
রভম্যান পাওয়েল: আইপিএলের মঞ্চে খুব অল্প সময়েই নামি তারকা হয়ে উঠেছে রভম্যান পাওয়েল। দিল্লি, রাজস্থান সহ একাধিক দলের হয়ে খেলেছেন বিধ্বংসী ইনিংস। বোলিং করে থাকেন রভম্যান পাওয়েল। ফলে রাসেলের পরিবর্তে অলরাউন্ড অপশন হতেই পারেন এই ক্যারিবিয়ান তারকা।
রভম্যান পাওয়েল: আইপিএলের মঞ্চে খুব অল্প সময়েই নামি তারকা হয়ে উঠেছে রভম্যান পাওয়েল। দিল্লি, রাজস্থান সহ একাধিক দলের হয়ে খেলেছেন বিধ্বংসী ইনিংস। বোলিং করে থাকেন রভম্যান পাওয়েল। ফলে রাসেলের পরিবর্তে অলরাউন্ড অপশন হতেই পারেন এই ক্যারিবিয়ান তারকা।
শেরফান রাদারফোর্ড: দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন আরও এক ক্যারিবিয়ান তারকার উপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ডের। গতবারও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবার তাকে রিলিজ করলেও ফের দলে নিতে পারে নাইটরা। বিগ হিটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন তিনি।
শেরফান রাদারফোর্ড: দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারেন আরও এক ক্যারিবিয়ান তারকার উপর। তিনি হলেন শেরফান রাদারফোর্ডের। গতবারও নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবার তাকে রিলিজ করলেও ফের দলে নিতে পারে নাইটরা। বিগ হিটিংয়ের পাশাপাশি বোলিংও করতে পারেন তিনি।
এভিন লুইস: ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনের অন্যতম বড় তারকা এভিন লুইজ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৬১ বলে ১০২ রানের মারকাটারি ইনিংস খেলেছেন। আইপিএলে একাধিক দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ফলে কেকেআরের ব্যাটিংয়ে শক্তি বাড়াতে পারেন এই ক্যারিবিয়ান তারকা।
এভিন লুইস: ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনের অন্যতম বড় তারকা এভিন লুইজ। সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৬১ বলে ১০২ রানের মারকাটারি ইনিংস খেলেছেন। আইপিএলে একাধিক দলে খেলার অভিজ্ঞতাও রয়েছে। ফলে কেকেআরের ব্যাটিংয়ে শক্তি বাড়াতে পারেন এই ক্যারিবিয়ান তারকা।