লাইফস্টাইল Healthcare: এই পাতা ডায়াবেটিস, বাতের ব্যথা থেকে শুরু করে মেদ কমাবে হু-হু করে! বহু জটিল রোগের ওষুধ! জানুন Gallery October 30, 2024 Bangla Digital Desk শিউলি পাতার আয়ুর্বেদিক গুণাবলী অনেক। অতি অল্পতেই ঠান্ডাজনিত সমস্যায় ভুগলে খাওয়া যেতে পারে শিউলি পাতার রস। রোজ নিয়ম করে ২-৩ টি শিউলি পাতা ধুয়ে চিবিয়ে খেলে খুব সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।এই পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্ল্যামেটারি উপাদান। photo source collected ব্রণ দূর করতে বিশেষভাবে কাজ করে শিউলি ফুলের পাতা।কারণ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্ল্যামেটারি গুণ। যা আমাদের ত্বকের ক্ষেত্রে বিশেষ উপকারী। এটি মুখের ব্রণ প্রতিরোধ করতে সহায়তা করে।photo source collected বাতের ব্যথা কিংবা কোমর ব্যথা থেকে মুক্তি পেতে গেলে সারাদিনে ৩-৪ টি পাতা ভাল করে ধুয়ে গরম জলে ফুটিয়ে সেই জল ছেঁকে নিয়ে খালিপেটে দুবার খেলেই ব্যথায় আরাম মেলে।photo source collected ডায়াবেটিস নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা। শিউলি ফুলের পাতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।photo source collected শিউলি পাতার রস অল্প গরম করে খেলে কৃমির সমস্যা কমে!photo source collected এছাড়া এই গাছের ছালের চূর্ণ সকালে ও বিকালে গরম জলে খেলে শরীরের বাড়তি মেদ ঝরে।photo source collected শিউলি ফুলের পাতা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিতে হবে। এরপর পাতাগুলো ফেলে দিয়ে তেল সংরক্ষণ করতে হবে। এই তেল সপ্তাহে কয়েকবার ব্যবহারের ফলে মাথার চুল বাড়তে সাহায্য করে।photo source collected