হায়দরাবাদ: সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের পুরো রিটেনশন লিস্ট প্রকাশ করে দিল৷ আইপিএল ২০২৫ এর জন্য বিসিসিআই রিটেনশন লিস্টের জন্য ৩১ অক্টোবর ডেডলাইন দিয়েছে৷
আইপিএল অকশন ২০২৫ -র নিয়ম অনুসারে প্রতিটা দল সবচেয়ে বেশি ৬ জন ক্রিকেটার ধরে রাখতে পারে৷ যার মধ্যে ৫ জন ক্যাপড এবং ২ জন আনক্যাপড ক্রিকেটার থাকতে পারে৷ আনক্যাপড মেম্বারদের দামও ফিক্সড রয়েছে৷ যা হল ৪ কোটি টাকা৷
ক্যাপড প্লেয়ারদের ধরে রাখতে গেলে ১৮ কোটি টাকা সর্বোচ্চ দেওয়া যেত৷ মোট খরচ কিন্তু কোনওভাবেই ৭৫ কোটি টাকার বেশি হতে পারবে না৷ এদিকে দল কেনার পুরো বাজেট ১২০ কোটি টাকা৷
মারান পরিবারের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ হেনরিক ক্লাসেন, প্যাট কামিন্স এবং অভিষেক শর্মা সহ মোট ৫ জন খেলোয়াড়কে ধরে রেখেছে, যার পরিমাণ মোট ৭৫ কোটিতেই মিটিয়ে নিয়েছে৷
ট্র্যাভিস হেড, যিনি গত মরশুমে এসআরএইচের একজন ওপেনার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন৷ ভারতীয় টাকায় যার মূল্য ১৪ কোটি টাকা৷ একটি সংশোধিত চুক্তি আর এতেই সম্মত হয়েছেন অজি ওপেনার৷ যা তাঁর আগের বেতন ৬.৮০ কোটি টাকা থেকে এক ধাক্কায় প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।
এদিকে এসআরএইচের নীতীশ কুমার রেড্ডি, এখন ভারতের হয়ে তার সাম্প্রতিক অভিষেকের পরে একজন ক্যাপড খেলোয়াড় হয়ে গেছেন৷ তাঁকে ৬ কোটি টাকা দিয়ে ধরে রেখেছে SRH৷ যদি তাঁর জাতীয় দলের হয়ে অভিষেক না হত, তাহলে বিসিসিআইয়ের নিয়ম অনুসারে তাঁর রিটেনশন ফি ৪ কোটি টাকাতেই সীমাবদ্ধ থাকত।
ধরে রাখার ব্লু প্রিন্টে SRH তাদের ৫ জন ক্যাপড খেলোয়াড়ের কোটা পুরো করে নিয়েছে৷ আসন্ন মেগা নিলামের জন্য তাদের বাজেটের ৪৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। তারা একটি আনক্যাপড প্লেয়ারের জন্য রাইট টু ম্যাচ (RTM) বিকল্পটিও ধরে রেখেছে৷ তারা ফেক্সিবেল দল তৈরি করছে৷ তাদের মূল লক্ষ্য আগামী ৩ মরশুমের জন্য একটি কম্পিটেটিভ স্কোয়াড তৈরি করা।