সৌভিক রায়, বীরভূম: বীরভূমে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। তবে এই পাঁচটি সতীপীঠ এর পাশাপাশি রয়েছে একটি সিদ্ধপীঠ যে সিদ্ধপীঠ পূর্ণপীঠ তন্ত্রপীঠ তারাপীঠ হিসেবে পরিচিত সকলের কাছে।আর এই তারাপীঠের আদি দেবী মা তারা। মা তারাকে এই তারাপীঠ মন্দিরে বিভিন্ন দেবী রূপে পুজো করা হয়। মা তারাকে লক্ষ্মী-সরস্বতী,দুর্গা এবং কালী সব রূপেই পুজো করা হয়ে থাকে। কালীপুজোর দিন মা তারাকে কালীরূপে পূজিত করা হচ্ছে।
তারাপীঠ মন্দির এক সেবায়েত গোপীবাবু জানান, মা তারার মন্দির চত্বরও আলোর মালায় সাজানো হয়েছে। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং তারা মাতা সেবায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে বুধবার থেকেই।মন্দির সেবায়েত ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘‘এলইডি আলোর রোশনাই থাকলেও সেবায়েত বাড়ির মহিলারা মাটির প্রদীপ জ্বালিয়ে যে ভাবে দীপাবলির রাতে মন্দির চত্বর সাজিয়ে তোলেন তা অত্যন্ত নান্দনিক এবং নয়নাভিরাম।’’
অন্যান্য অমাবস্যা তিথির তুলনায় কালীপুজোতে গভীর রাতে সেবায়েতদের মতে নিশিপুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে বেনারসি শাড়ির সঙ্গে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হবে।গোপীবাবু জানান, এই দিন মা তারার জন্য দু’বেলা অন্নভোগ হবে। অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, দু-তিন রকমের তরকারি, মাছ থাকবে। একই সঙ্গে মন্দির চত্বরে ছাগ বলিদানের মাংস, পোড়ানো শোল মাছ, চাটনি, পায়েস ও মিষ্টির ভোগ নিবেদন করা হবে। এ ছাড়াও সন্ধ্যারতির সময় লুচি-মিষ্টির ভোগ নিবেদন করা হবে।
আরও পড়ুন : আজ রাতে দীপান্বিতা লক্ষ্মীপুজোর ঘটে দিন আস্ত এই ফল! টের পাবেন না অভাব! সংসারে শুধুই টাকার স্রোত
একদিকে যখন তারাপীঠ মন্দিরে চলছে বিশেষ পুজো ঠিক অন্য জায়গায় দাঁড়িয়ে আজ সন্ধ্যা থেকেই তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ করবেন বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী।সব মিলিয়ে সাজো সাজো রব তারাপীঠ মন্দির চত্বরজুড়ে।