Tag Archives: Tarapith

Tarapith Mandir: তারাপীঠে তারা মা-র মন্দিরে বড়সড় রদবদল, একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল

তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল, বীরভূমে মা তারার দর্শনে রোজ ভিড় জমান লক্ষ-লক্ষ ভক্ত৷ কিন্তু আপনি যদি এখন যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথা৷
তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল, বীরভূমে মা তারার দর্শনে রোজ ভিড় জমান লক্ষ-লক্ষ ভক্ত৷ কিন্তু আপনি যদি এখন যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথা৷
বীরভূমে তারাপীঠের মা তারা মন্দির ঘুরতে আসছেন! তবে মা তারার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি মন্দির স্থানান্তরিত করা হয়েছে।বিস্তারিত না জানলে পস্তাতে হবে।
বীরভূমে তারাপীঠের মা তারা মন্দির ঘুরতে আসছেন! তবে মা তারার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি মন্দির স্থানান্তরিত করা হয়েছে।বিস্তারিত না জানলে পস্তাতে হবে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির সাজানো হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তিনটি মন্দির স্থানান্তরিত করা হচ্ছে সেই কারণে পুরো মন্দির ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। নতুন মন্দিরের অভিষেক করার পর ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে মূর্তি স্থাপন করা হবে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির সাজানো হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তিনটি মন্দির স্থানান্তরিত করা হচ্ছে সেই কারণে পুরো মন্দির ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। নতুন মন্দিরের অভিষেক করার পর ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে মূর্তি স্থাপন করা হবে।
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মূল গর্ভ গৃহের বাইরে অবস্থিত রয়েছে মোট তিনটি মন্দির। বামদেব মন্দির নারায়ণ মন্দির এবং হনুমান মন্দির।সেই তিনটি মন্দিরের স্থান বিশেষ কারণে পরিবর্তন করা হচ্ছে।তাই তারাপীঠ আসার আগে জেনে নিন কোথায় স্থান পরিবর্তন করা হয়েছে।
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মূল গর্ভ গৃহের বাইরে অবস্থিত রয়েছে মোট তিনটি মন্দির। বামদেব মন্দির নারায়ণ মন্দির এবং হনুমান মন্দির।সেই তিনটি মন্দিরের স্থান বিশেষ কারণে পরিবর্তন করা হচ্ছে।তাই তারাপীঠ আসার আগে জেনে নিন কোথায় স্থান পরিবর্তন করা হয়েছে।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তারাপীঠ মন্দিরের উন্নয়ন করা হচ্ছে।আর সেই মতই মা তারার মূল মন্দিরের পাশে অবস্থিত বামদেব নারায়ণ এবং হনুমান মন্দির সরিয়ে তার পিছনে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হচ্ছে।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তারাপীঠ মন্দিরের উন্নয়ন করা হচ্ছে।আর সেই মতই মা তারার মূল মন্দিরের পাশে অবস্থিত বামদেব নারায়ণ এবং হনুমান মন্দির সরিয়ে তার পিছনে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হচ্ছে।
এক কথায় তারাপীঠ মন্দিরে এক দিকে যখন অক্ষয় তৃতীয়ার জন্য ভক্ত সমাগম ঘটেছে ঠিক অন্য জায়গায় যেহেতু তিনটি মন্দির নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই কারণে ও সাজে সাজা রব তারাপীঠ মন্দিরে। তাই এবার তারাপীঠ মন্দির দর্শনে এলে নতুন মন্দিরের দেখা মিলবে।
এক কথায় তারাপীঠ মন্দিরে এক দিকে যখন অক্ষয় তৃতীয়ার জন্য ভক্ত সমাগম ঘটেছে ঠিক অন্য জায়গায় যেহেতু তিনটি মন্দির নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই কারণে ও সাজে সাজা রব তারাপীঠ মন্দিরে। তাই এবার তারাপীঠ মন্দির দর্শনে এলে নতুন মন্দিরের দেখা মিলবে।

Akshay Tritiya2024: অক্ষয় তৃতীয়ায় ভোগে মাছের মাথা পেলেন তারাপীঠের মা তারা!

বীরভূম: অক্ষয় তৃতীয়া বাঙালি হিন্দুদের কাছে অত্যন্ত পুণ্যের দিন। পয়লা বৈশাখে বেশিরভাগ জায়গা হালখাতা হলেও আজও অনেকে পুরনো ঐতিহ্য মেনে অক্ষয় তৃতীয়াতে হালখাতা করেন। আর তার জন্য শুক্রবার সকাল থেকে মন্দিরে মন্দিরে লম্বা লাইন দেখা গেল। অক্ষয় তৃতীয়ার পুজো দেওয়ার জন্য তারাপীঠেও উপচে পড়ল ভিড়।

বীরভূমের তারাপীঠ মন্দিরে যেকোনো পুণ্য তিথিতেই পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। এবারে অক্ষয় তৃতীয়াতেও তার অন্যথা হল না। আশেপাশের এলাকার গ্রাম শহর থেকে হাজার হাজার ব্যবসায়ী থেকে শুরু করে ভক্তরা ছুটে আসেন অক্ষয় তৃতীয়ার পুজো দিতে।

এদিন সকাল থেকে অসংখ্য ব্যবসায়ী হালখাতা পুজো করাতে তারাপীঠ মন্দিরে এসেছিলেন। লক্ষ্মী-গণেশের মূর্তি নিয়ে মা তারার সামনে পুজো দেন তাঁদের অনেকে। মন্দির কমিটি সভাপতি তারাময় মুখ্যপাধ্যায় জানান, আজ সকাল থেকে হাজার হাজার ভক্ত মন্দিরে এসেছেন। বহু ভক্ত দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুজো দিয়েছেন।

আরও পড়ুন: চাষের জমির সামান্য উপর দিয়ে হাইভোল্টেজ লাইন! মর্মান্তিক পরিণতি যুবকের

কেন অক্ষয় তৃতীয়ার এত গুরুত্ব রয়েছে, সেই বিষয়ে জ্যোতিষী দেবাশিস ভট্টাচার্য জানান, অক্ষয় তৃতীয়া হচ্ছে হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। আর এই শুভদিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নিয়েছিলেন, এ জন্য এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়।বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্য যুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়।

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, আজকের দিন মা তারাকে বিশেষ রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়েছে। সকালে মঙ্গল আরতির পর মা তারাকে রাজরাজেশ্বরী বেশে সাজিয়ে সকলের জন্য গর্ভ গৃহের দরজা খুলে দেওয়া হয়। এর পরেই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে পুজো। অক্ষয় তৃতীয় উপলক্ষে মা তারাকে দুপুরের অন্নভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা শোল মাছ পোড়া, মাছের মাথা এবং কারণ সহযোগে ভোগ নিবেদন করা হয়।

সৌভিক রায়

Tarapith: গরমে তারাপীঠ যেতে ভয় পাচ্ছেন! এসি রুমে বিরাট ছাড় চলছে সব হোটেলে! ভাড়া কত জেনে নিন

বীরভূম: বীরভূমের তারাপীঠ সিদ্ধপীঠ নামে পরিচিত। বহু তন্ত্রসাধক এখানে নিজেদের তন্ত্র সাধনা করতেন তারাপীঠ মহাশ্মশানে আসেন। আর এই কারণেই তারাপীঠ সিদ্ধপীঠ তন্ত্রপীঠ নামে পরিচিত। এখন প্রত্যেকদিন বহু পর্যটক দূর দূরান্ত থেকে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। বিশেষ করে তারাপীঠ মন্দিরে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। এ ছাড়াও রথযাত্রায় ফলহারিনী আমাবস্যা বিভিন্ন সময় কয়েক হাজার মানুষের সমাগম হয়।

সাধক বামাক্ষ্যাপার জন্য খ্যাতির চূড়ায় পৌঁছেছে এই তারাপীঠ। বিশেষত তারাপীঠ মন্দিরে এই গরমের ছুটিতে হাজার হাজার পর্যটক এবং ভক্তদের আনাগোনা লেগে থাকে। তবে এই বছর বৈশাখ মাসে প্রথম থেকেই তীব্র দাবদাহ শুরু হয়েছে বীরভূমে। দুপুর ১১’টার পর আর কেউ তেমন বাড়ির বাইরে বের হতে চাইছেন না।

আরও পড়ুনঃ ওষুধ নয়, এই গাছ সাক্ষাৎ ‘হাসপাতাল’! জেদি পুরনো হাড়-গাঁটের ব্যথা ৭ দিনে ভ্যানিশ! রোধ করে টাক পড়া, শুধু জানুন সঠিক ব্যবহার

আজ বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মূলত এই গরমেও তারাপীঠে ভিড় থাকে। তবে এই বছর অন্যান্য বছর তুলনায় অনেকটাই দাবদাহ বেশী। ফলে বেড়াতে গেলে এসি হোটেল থাকা ছাড়া একেবারেই অসম্ভব। অনেকেই মনে করছেন এই গরমে তারাপীঠ এলে হোটেলের এসি রুমের ভাড়া অনেকটাই বেশি হবে। সেই কারণে অনেকেই আসতে চাইছেন না।

তবে জানেন কী আপনার এই ধারণা সম্পূর্ণ ভুল! তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, এ বছর এত গরম হওয়ার কারণে আগত পর্যটকদের কথা মাথায় রেখে প্রায় প্রত্যেকটি হোটেলে এসি রুমে 30% করে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটকদের জন্য বেশ কিছু নতুনত্ব সুবিধা নিয়ে এসেছে হোটেল কর্তৃপক্ষ। দু-তিন দিন ধরে অতিরিক্ত গরমের কারণে তারাপীঠে পর্যটক অনেকটাই কম থাকলেও আগামী দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হলে পর্যটকদের সংখ্যা আগের মতো হবে।

এ দিকে তারাপীঠ মন্দির কমিটির সেক্রেটারি তারাময় মুখোপাধ্যায় জানান,  অতিরিক্ত গরমের জন্য বেশ কয়েকদিন থেকে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম রয়েছে। তারাপীঠে পর্যটকদের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। গোটা মন্দির চত্বরে ত্রিপল টানানোর পাশাপাশি পর্যাপ্ত জলের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ যদি অসুস্থ হয়ে যায় চিকিৎসার ব্যবস্থা করছেন তারাপীঠ মন্দির কমিটি।

সৌভিক রায়

Lok Sabha Elections 2024: তারাপীঠে মা তারার দর্শনে যেতে গেলে নামতে হয় রামপুরহাটে, অথচ এই স্টেশন ঘিরে এত বড় সমস্যা

বীরভূম: রামপুরহাট মূলত খ্যাতি অর্জন করেছে রামপুরহাট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত তারাপীঠের মা তারার মন্দিরের জন্য। আর তারাপীঠ যত উন্নতি করেছে ততটাই খ্যাতি অর্জন করেছে রামপুরহাট। এই রামপুরহাট এর মধ্যে অবস্থিত রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতালথেকে শুরু করে এসডিও অফিস,বিডিও অফিস,বিভিন্ন সরকারি দফতর।

সামনের মাসের ১৩ তারিখ বীরভূমের লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনে রামপুরহাটের মানুষের কী অভাব অভিযোগ রয়েছে! কী চাইছেন তারা খোঁজ নিয়েছে নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন – IMD Weather Alert: রোদের তাপে ঝলসে যাচ্ছে সব, মঙ্গলে বৃষ্টির সম্ভাবনা, হাওয়া অফিসের আপডেটে দিন গোনা শুরু

রামপুরহাটের মধ্যে অবস্থিত রামপুরহাট রেল স্টেশন। সমীক্ষা বলছে এই রেল স্টেশনের মধ্য দিয়ে প্রত্যেকদিন প্রায় ১৫ থেকে ১৭ হাজার মানুষ যাতায়াত করে। আর এই রেলস্টেশনে এত মানুষের যাতায়াতের অন্যতম কারণ তারাপীঠ মন্দির। প্রত্যেকদিন দেশ-বিদেশ থেকে দূর দুরান্ত থেকে হাজার হাজার মানুষ এই স্টেশনে নামেন এবং এই স্টেশনের উপর দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন যাতায়াত করে থাকে। আর রামপুরহাট এলাকার মানুষজনের সমস্যা ঠিক সেই জায়গায়।

এ বিষয়ে রামপুরহাট এলাকার বাসিন্দা শাহজাদা হোসেন কিনু জানান তাদের দীর্ঘদিনের সমস্যা রেল গেট পড়ে থাকা। রামপুরহাট এর ১,১৩এবং ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের এই সমস্যা রয়েছে। গাড়ি মোটরসাইকেল অথবা সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে একাধিক বার রেলগেট পড়ে থাকার কারণে দীর্ঘক্ষন তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

অন্যদিকে রামপুরহাট ১ নম্বর ওয়ার্ডের কুসুম্বা,রামরামপুর,আয়াস,দাতপুর এমনকি রাজ্যের মূখ্যমন্ত্রীরমামার গ্রামের মানুষজনদের রেল গেট পেরিয়ে হাসপাতাল, স্কুল, কলেজ পৌঁছতে দীর্ঘক্ষণ রেলগেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আবার অনেক সময় দেখা যায় একাধিক মাল গাড়ি যাতায়াত করার ফলে প্রায় ৩০ মিনিটের উপর রেলগেট পড়ে থাকছে। এর ফলে ওই রাস্তা দিয়ে কোন অ্যাম্বুলেন্স পেরোতে রীতিমতো হিমশিম খেতে হয়। আর বিকল্প কোনও রাস্তা দিয়ে যেতে হলে প্রায় তিন কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে হয়।

রামপুরহাটেরবাসিন্দাদের দাবি লোকসভা নির্বাচনে যেই জয়ী হোক না কেন,রেলের ওভার ব্রিজ তৈরি করে দেওয়ারদাবি যেন পূরণ করা হয়। তবে সব মিলিয়ে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে জমে উঠেছে ভোট প্রচার। চড়চড় করে বাড়ছে ভোটের পারদ।রাজনৈতিক দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমে পরেছেন ময়দানে।

Souvik Roy

Tarapith Temple : নববর্ষ থেকে তারাপীঠে চালু হচ্ছে নতুন নিয়ম! দেখে নিন

আর হাতে গোনা কয়টা দিন, তারপর বাংলার ১৪৩১ সাল। বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন।ওই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই থেকেই উপচে পড়ে ভিড়।বীরভূমেও তার উল্টোটা হয় না।

Tarapith Temple : পয়লা বৈশাখ তারাপীঠে যাচ্ছেন তারা মায়ের দর্শনে? পৌঁছনর আগেই জানুন নতুন কী কী নিয়ম করা হল দর্শনার্থীদের জন্য

সৌভিক রায়, বীরভূম: আর হাতে গোনা কয়টা দিন, তারপরবাংলার ১৪৩১ সাল। বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন।ওই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই থেকেই উপচে পড়ে ভিড়।বীরভূমেও অন্যথা হয় না। তারাপীঠ মন্দিরে মা তারার কাছে দূর-দূরান্ত থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হন ব্যবসায়ীরা। বছরের শুরুটা যাতে ভাল হয়, সে জন্য মা তারার কাছে পুজো দিয়ে বছর শুরু করেন ব্যবসায়ীরা।

শুধু বছরে প্রথম দিন নয়।বছরের অন্যান্য দিনও হাজার হাজার, আবার কখনও কখনও লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে।নতুন বছরের প্রথম দিনও দূর-দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাঁদের পুজো ভালভাবে সম্পন্ন করতে পারেন, তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তাকর্মী নিয়োগ থেকে শৃঙ্খলারক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হবে।স্থানীয় পুলিশ-প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি থাকবে।

আরও পড়ুন : বেলের শরবত কি ব্লাড সুগারে খাওয়া ক্ষতিকর? বেল খেলে ডায়াবেটিস বেড়ে যাবে? জানুন বিশদে

তারাপীঠ মন্দির কমিটির তথা তারামাতা সেবায়েত সংঘের সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ” একদিকে নতুন বছর অন্যদিকে শনি এবং রবিবার অর্থাৎ রবিবার পড়েছে বছরে প্রথম দিন।সপ্তাহের এই দু’দিন এমনিতেই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এইবার যেহেতু বাংলা বছরের প্রথম দিন রবিবার পড়েছে তার জন্য ভক্ত সমাগম কয়েক গুণ বৃদ্ধি পাবে। বছরে প্রথম দিন পরিবারের মঙ্গল কামনায় যেমন ভক্তরা পুজো দেন, তেমনইব্যবসায়ীরা হালখাতার পুজো দিয়ে থাকেন। এত সংখ্যক মানুষের ভিড় হবে এই কথা আগে থেকেই ভেবে একদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমনইমন্দির কমিটি এবং তারাপীঠ উন্নয়ন পর্ষদের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

এছাড়াও যেহেতু বীরভূমের তাপমাত্রা এমনিতেই অনেকটাই ঊর্ধ্বমুখী। সেই কথা মাথায় রেখে সাধারণ যে লাইন রয়েছে সেই লাইনের ওপরে একদিকে যেমন ত্রিপল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হবে ঠিক তেমনইপর্যাপ্ত পরিমাণে জল,গুড়,বাতাসা,ছোলার ব্যবস্থা করা হবে মন্দির কমিটির তরফ থেকে। সব মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে তারাপীঠ মন্দিরে।

Tarapith Temple: তারাপীঠে মা তারার ভোগপ্রসাদে কেন দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ! জানুন কারণ

সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এবং তন্ত্রপীঠ তারাপীঠ। আর প্রত্যেকদিন মা তারার ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া। তবে কেন মা তারার ভোগে দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ, জানেন কি? এখনও নিয়ম করে এই দুটি জিনিস দেওয়া হয় ভোগে। (প্রতিবেদন : সৌভিক রায়)
সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ এবং তন্ত্রপীঠ তারাপীঠ। আর প্রত্যেকদিন মা তারার ভোগে দেওয়া হয় শোল মাছ পোড়া। তবে কেন মা তারার ভোগে দেওয়া হয় পাঁঠার মাংস ও শোল মাছ, জানেন কি? এখনও নিয়ম করে এই দুটি জিনিস দেওয়া হয় ভোগে। (প্রতিবেদন : সৌভিক রায়)

 

যেহেতু তারাপীঠে তারা মায়ের তন্ত্রমতে পুজো হয়ে থাকে তাই সেখানেও পুজোতে কারণবারি, মাছ, মন্দিরে বলি হওয়া পাঁঠার মাংস মায়ের ভোগে দেওয়া হয়ে থাকে।
যেহেতু তারাপীঠে তারা মায়ের তন্ত্রমতে পুজো হয়ে থাকে তাই সেখানেও পুজোতে কারণবারি, মাছ, মন্দিরে বলি হওয়া পাঁঠার মাংস মায়ের ভোগে দেওয়া হয়ে থাকে।

 

সেবায়েতরা জানান, শোল মাছ দেওয়ার পিছনেও কারণ আছে। মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় বলেন, পোড়া শোল মাছ মাকে দেওয়া হলে নাকি গ্রহ দোষ কেটে যায়।
সেবায়েতরা জানান, শোল মাছ দেওয়ার পিছনেও কারণ আছে। মন্দির কমিটির এক সেবায়েত পুলক চট্টোপাধ্যায় বলেন, পোড়া শোল মাছ মাকে দেওয়া হলে নাকি গ্রহ দোষ কেটে যায়।

 

আবার অনেকের মতে মা তারাকে শোল মাছ পোড়া দিয়ে ভোগ নিবেদন করলে নিজেদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়।
আবার অনেকের মতে মা তারাকে শোল মাছ পোড়া দিয়ে ভোগ নিবেদন করলে নিজেদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়।

 

অনেকে ভোগের সময় মাকে শোল মাছ দিয়ে থাকেন। সেই পোড়া শোল মাছ মায়ের ভোগে দেওয়া হয়।
অনেকে ভোগের সময় মাকে শোল মাছ দিয়ে থাকেন। সেই পোড়া শোল মাছ মায়ের ভোগে দেওয়া হয়।

Holi 2024 Tarapith: দোলের ছুটিতে তারাপীঠ ঘুরতে যাচ্ছেন? হোটেল ভাড়া কত জানেন? শুনেই ভিড়মি খাবেন

বীরভূম: বিশ্বভারতী এ বছরও বসন্ত উৎসব করছে না। বরং দোলের দিন রবীন্দ্রভবন-সহ আশ্রম চত্বর পর্যটকদের জন্য বন্ধ রাখা হবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী, সূত্রের খবর এমনই। বিশ্বভারতীতে শেষবার বড় আকারে বসন্ত উৎসব হয়েছিল ২০১৯ সালে। এরপর দু’বছর অতিমারী এবং পরের দু’বছর অন্য কারণ দেখিয়ে বসন্ত উৎসব করেনি বিশ্বভারতী।

গত বছর বসন্ত উৎসবের পরিবর্তে বসন্ত বন্দনা হয়েছিল। সেই অনুষ্ঠানে পর্যটক-সহ বাইরের কারও প্রবেশ নিষিদ্ধ ছিল। তবে রাস্তায় পর্যটকদের ঘোরাঘুরিতে বাধা ছিল না। অনেকেই ভেবেছিলেন, বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর উপাচার্য হিসাবে অবসর নেওয়ার পরে গত ডিসেম্বরে যেমন শান্তিনিকেতনে পৌষমেলা ফিরেছে তেমন বসন্ত উৎসব ফিরবে। কিন্তু সেই সম্ভবনা নেই।

আরও পড়ুনঃ দোলে পুরুলিয়া পৌঁছে গিয়েছেন নিশ্চই! এই জায়গা ভুলেও মিস করবেন না, অ্যাডভেঞ্চারে ঠাসা

এ বছর শান্তিনিকেতন বসন্ত উৎসব ২০২৪ অনুষ্ঠিত হবে সোনাঝুড়ি অঞ্চলে ২৫ মার্চ। তবে এ বছর শান্তিনিকেতনে দোল উৎসব হবে এই আশায় জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই একে একে হোটেল বুকিং শুরু করেন পর্যটকেরা। মার্চ মাসের প্রথম সপ্তাহে সূত্রের খবর অনুযায়ী প্রায় ৯০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে কবিগুরু লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতনে। আর এই কারণেই বহু পর্যটক শান্তিনিকেতনে হোটেল বুকিং করতে গেলে হোটেল পাচ্ছেন না। যদিও বা দু-একটা হোটেল পাচ্ছেন সেগুলি ভাড়া মাত্রাতিরিক্ত বলে বুকিং করতে অনীহা প্রকাশ করছেন। এই কারণেই বহু পর্যটক বীরভূমের তারাপীঠে হোটেল বুকিং করছে। আবার অনেকেই ভাবছেন দোল উৎসবের দিন সোজাসুজি তারাপীঠ এসেই হোটেল ভাড়া করবেন।

আরও পড়ুনঃ রোজ চিনি খেলে শরীরে কী হয়? ৯৯% মানুষেরই সঠিক ধারণা নেই, চিকিৎসকের বক্তব্যে আঁতকে উঠবেন

তবে তারাপীঠ তো আসবেন কিন্তু জানেন কী তারাপীঠের হোটেল ভাড়া কত এই মরসুমে? এ প্রসঙ্গে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, ‘শনি, রবি, সোম, মঙ্গল পরপর চারদিন ছুটি থাকার কারণে বহু পর্যটক তারাপীঠে ভিড় জমাচ্ছেন। এখনও পর্যন্ত তারাপীঠে প্রায় ৬০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে। প্রত্যেক দিনের মতোই সমস্ত হোটেল ভাড়া মোটামুটি একই রয়েছে।”

কোনও কোনও ক্ষেত্রে হোটেল ভাড়া ১০০-২০০ টাকা বাড়ানো হয়েছে। তবে অন্যান্য বছর দোল উৎসবে যে ছাড় দেওয়া হয় সেই ছাড় কিন্তু দেওয়া হচ্ছে না। গত দু-তিন বছর ধরে করোনা পরিস্থিতির জন্য তেমন ভাবে হোটেল বুকিং হয়নি তারাপীঠে। তবে এই বছর সবকিছু স্বাভাবিক রয়েছে সেই কারণে ভিড় হয়েছে এবং আগামী দু-তিনদিনে এই ভিড় আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

সৌভিক রায়

Tarapith Amavasya 2024: ফাল্গুনী আমাবস্যা তিথি কখন শুরু? শুভ মুহূর্ত কতক্ষণ থাকবে? তারাপীঠে লাখ লাখ ভক্তের ভিড়

*শনিবার শিব চতুর্দশী উপলক্ষে সাজো সাজো রব তারাপীঠ মন্দিরে, শিবচতুর্দশী শেষ হলেই শুরু হবে ফাল্গুনী আমাবস্যা।
*শনিবার শিব চতুর্দশী উপলক্ষে সাজো সাজো রব তারাপীঠ মন্দিরে, শিবচতুর্দশী শেষ হলেই শুরু হবে ফাল্গুনী আমাবস্যা।
*বিকেল ৫টা ৪১ মিনিট ১৩ সেকেন্ড থেকে ফাল্গুনী আমাবস্যা শুরু। রবিবার বিকেল ৩টে ১৮ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত চলবে আমাবস্যা।
*বিকেল ৫টা ৪১ মিনিট ১৩ সেকেন্ড থেকে ফাল্গুনী আমাবস্যা শুরু। রবিবার বিকেল ৩টে ১৮ মিনিট ৩৩ সেকেন্ড পর্যন্ত চলবে আমাবস্যা।
*মন্দিরের সেবায়েত গোলক মহারাজ এবং গুরুস্মরণ বন্দ্যোপাধ্যায় জানান, শিব চতুর্দশীর পর এই ফাল্গুনী আমাবস্যার অন্যতম গুরুত্ব রয়েছে।
*মন্দিরের সেবায়েত গোলক মহারাজ এবং গুরুস্মরণ বন্দ্যোপাধ্যায় জানান, শিব চতুর্দশীর পর এই ফাল্গুনী আমাবস্যার অন্যতম গুরুত্ব রয়েছে।
*এই আমাবস্যা তিথিতে মা তারার কাছে কোনও মনস্কামনা করলে ভক্তদের সেই কামনা পূর্ণ হবে।
*এই আমাবস্যা তিথিতে মা তারার কাছে কোনও মনস্কামনা করলে ভক্তদের সেই কামনা পূর্ণ হবে।
*আমাবস্যা তিথি শুরু হওয়ার পর রাতে তারাপীঠ মন্দিরে ন'টা নাগাদ বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হবে। বিশেষ উপকরণ দিয়ে মা তারাকে আজ ভোগ নিবেদন করা হবে।
*আমাবস্যা তিথি শুরু হওয়ার পর রাতে তারাপীঠ মন্দিরে ন’টা নাগাদ বিশেষ হোমযজ্ঞের আয়োজন করা হবে। বিশেষ উপকরণ দিয়ে মা তারাকে আজ ভোগ নিবেদন করা হবে।

Birbhum News: মহাশিবরাত্রির দিন থেকে টানা ৩ দিন বিরাট উৎসব তারাপীঠে! ভিড় জমাবেন হাজার হাজার ভক্ত

বীরভূম: হাতে আর মাত্র দু’দিন, আগামী শুক্রবার মহাশিবরাত্রি। ওইদিনই পালিত হয় বামাক্ষ্যাপার আবির্ভাব তিথি। শনিবার অমাবস্যা এবং পরের দিন রবিবার। টানা তিনদিনের এই ছুটিতে বহু পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা রয়েছে তারাপীঠে। তাই সেজে উঠছে তারাপীঠ মন্দির ও বামদেবের জন্মভিটে আটলা গ্রাম।

ইতিমধ্যে অনেক পুণ্যার্থী হোটেল বুকিং করেছেন। তারাপীঠমন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, “তিনদিন ব্যাপক ভিড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ভক্তদের নিরাপত্তায় মন্দিরের পক্ষ থেকে নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি পুলিশের সাহায্যও চাওয়া হয়েছে।”

আরও পড়ুন: মহাশিবরাত্রির দিন ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে! সৌভাগ্য চড়বে সোনার সিঁড়িতে

বামদেব স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে প্রতিবছর ধুমধাম করে এই দিনটি পালন করা হয়। ওইদিনের বিশেষ তিথিতে বহু ভক্ত ও সাধক তারাপীঠে আসেন। তাঁরা আটলা গ্রাম ও বামদেবের বাড়িতে ভিড় জমান। ওইদিন রয়েছে শিবরাত্রি। তারাপীঠে দেবীর গর্ভগৃহের সামনে রয়েছে প্রাচীন শিবমন্দির। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা মহাদেবের মাথায় জল ঢেলে মনস্কামনা জানান।

আরও পড়ুন: শনি দেবের উদয়, ৪ রাশি টাকার গদিতে! ফিরবে ভাগ্য, হবে সম্পদের বৃষ্টি

ফলে প্রত্যেক বছর এই সময় তারাপীঠে ভক্ত সামাগম ঘটে। একইভাবে প্রতি অমাবস্যায় ভক্তদের ভিড় জমে তারাপীঠ মন্দির। স্বভাবতই শুক্রবার শিবরাত্রি, শনিবার অমাবস্যা এবং পরের দিন রবিবার হওয়ায় ব্যাপক ভিড়ের সম্ভবনা তৈরি হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষাও শেষ, ফলে বহু অভিভাবক তাঁদের সন্তানদের ভাল ফলের আশায় শুভক্ষণে তারাপীঠে পুজো দিতে আসবেন। বলে জানান তারাময়বাবু।

তিনি বলেন, “প্রত্যেক বছর বামদেবের আবির্ভাব তিথিতে মন্দির সাজিয়ে তোলা হয়। ওইদিন আটলা গ্রাম থেকে বামদেবের প্রতিকৃতি নিয়ে মন্দিরে আসেন তাঁর ভক্তরা, চলে পূজার্চনা। আটলা গ্রামে সাধকের জন্মভিটেতে মাটির বাড়ি ফুল ও লাইট দিয়ে সাজিয়ে তোলা হবে।বাড়িতে থাকা তাঁর মূর্তির সামনে সারাদিন ধরে চলবে পুজো।”

বামাখ্যাপা স্মৃতিরক্ষা কমিটির অন্যতম কর্মকর্তা স্মৃতিময় চট্টোপাধ্যায় বলেন, “ওইদিন বামদেবের প্রতিকৃতি নিয়ে তারাপীঠ প্রদক্ষিণ করা হবে। সেই সঙ্গে আটলা গ্রামে বামদেব মন্দিরে চলবে চণ্ডীপাঠ, পুজো, কীর্তন। প্রায় হাজার দশেক মানুষকে পাত পেড়ে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। রয়েছে যাত্রাপালার আয়োজন, বসবে মেলাও।”

সৌভিক রায়