দক্ষিণবঙ্গ, নদিয়া Kali Puja 2024: শখের বসেই দু’দিনের মধ্যে গৃহবধূ বানিয়ে ফেললেন কালী মূর্তি, দেখলে চমকে যাবেন! Gallery October 31, 2024 Bangla Digital Desk সংসার সামলানোর পাশাপাশি অসাধারণ হাতের কাজই কালীমূর্তি বানালেন রানাঘাটের গৃহবধু শ্রীমতি শ্রীয়া রায় বণিক। তাঁর বানানো কালী ঠাকুর দেখে প্রশংসা করছেন সকলেই। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ দেবনাথ রানাঘাটের গৃহবধূ শ্রীমতি শ্রীয়া রায় বণিক, ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে জড়িত তিনি। বাড়িতে রয়েছেন স্বামী, এক মেয়ে, শ্বশুর এবং শাশুড়ি। এর আগে নিজের সখের বশেই অনেক কিছুই তৈরি করেছেন তিনি। তবে এবার কালীপুজো উপলক্ষে মোল্ডেড ক্লে দিয়ে নিজের হাতে তৈরি করলেন মা কালীর মূর্তি। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই দিন। মোলডেড ক্লে হল এক প্রকার কেমিক্যাল জাতীয় মাটি। যা দিয়ে বিভিন্ন মূর্তি বানানো হয়ে থাকে বর্তমানে। এছাড়াও কালী মূর্তিটিতে অসাধারণ সুতোর এমব্রয়ডারির কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যা ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে সকলের। নিজের শখের বসেই তিনি বানিয়েছেন এই মূর্তিটি। আপাতত বাড়িতেই রেখে দেবেন তিনি তার বানানো এই মূর্তি।