ভক্তদের মনে বিশ্বাস এই তারাপীঠের দ্বারকা নদীতে স্নান করে কেউ মা তারার কাছে কোন মনস্কামনা করলে তা পূরণ হয়।

Tarapith Kali Puja 2024: তারাপীঠ মন্দিরে মায়ের সন্ধ্যারতি, পুজোর যজ্ঞ শুরু! দেখুন

তন্ত্রপীঠ তারাপীঠ। তারাপীঠে ভক্তদের ভিড়। ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু। ছোলা, মুড়কি, ফল, সরবত দিয়ে শীতল ভোগ নিবেদন। দেবীকে রাজবেশে মঙ্গলারতি। দুপুরে কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ রেখে ভোগ নিবেদন। তন্ত্রপীঠ তারাপীঠ। তারাপীঠে ভক্তদের ভিড়। ভোরে দেবীকে স্নান করিয়ে পুজো শুরু। ছোলা, মুড়কি, ফল, সরবত দিয়ে শীতল ভোগ নিবেদন। দেবীকে রাজবেশে মঙ্গলারতি। দুপুরে কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ রেখে ভোগ নিবেদন।