অমরাবতী: আতশবাজী নিয়ে ঘরে ফেরার সময় প্রবল বিষ্ফোরণ। আর তাতেই মৃত্যু হল এক ব্যক্তির৷
ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের এলুরুতে৷ ওই ব্যক্তি দু-চাকায় করে প্রচুর বাজি নিয়ে ফিরছিলেন৷ মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: জোয়ারের জলে ভেসে গেল দুই মেয়ে! কোনও মতে বাঁচল জীবন, দেখুন ভিডিও
ঘটনাটি ঘটেছিল যখন দুই ব্যক্তি দীপাবলির উৎসবের জন্য কেনা আতশবাজির একটি ব্যাগ বয়ে নিয়ে আসছিল। রাস্তার ওপর বাজি বোঝাই ব্যাগ নিয়ে পড়তেই পেঁয়াজ বোমা সহ বাকি বাজিগুলো ফাটে৷ হয় প্রবল বিষ্ফোরণ৷ আর তাতেই চালক ঘটনাস্থলে মারা যান৷ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে সিনিয়র এক পুলিশ কর্মকর্তা।
প্রবল বিষ্ফোরণের কারণে ওই দুই বাইক আরোহী তো বটেই, রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যেও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ধন-সম্পত্তির লোভে মেয়ের বলি দিতে চেয়েছিল বাবা, তন্ত্র সাধনায় বেঁধেছিল স্ত্রীকেও!
পুলিশের মতে, বিস্ফোরণের প্রভাব এতটাই প্রবল ছিল যে দু-চাকার চালকের পা এবং অন্যান্য শরীরের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।
❗️’Onion Bomb’ Diwali Tragedy Kills One, Injures Six In Andhra Pradesh
A man on a scooter carrying firecrackers known as ‘onion bombs,’ hit a pothole, causing the explosives to fall and detonate, reportedly with the power of an IED. Two are in critical condition in hospital. pic.twitter.com/H9vDq9JLmM
— RT_India (@RT_India_news) October 31, 2024
টিভি চ্যানেলগুলোর দ্বারা সম্প্রচারিত সিসিটিভি ফুটেজে একটি বিস্ফোরণ এবং কিছু ব্যক্তিকে ধোঁয়ায় ঢাকা এলাকায় পালিয়ে যেতে দেখা গেছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।