দিওয়ালিতে ধামাকা স্যালারি বৃদ্ধি এই ক্রিকেটারদের লাখপতি থেকে হলেন কোটিপতি

Lakhpati Cricketers Turns to Crorepati: ছপ্পড়ফাড় দিওয়ালি এই ক্রিকেটারদের, লাখপতি থেকে রাতারাতি হলেন কোটিপতি, টাকা একলাফে বাড়ল ৪৫০ গুণ

Malamal Diwali For Cricketer: IPL 2025- র জন্য রিটেন লিস্ট বেরোনোর চূড়ান্ত দিন ছিল দিওয়ালি৷ আর এই দিওয়ালির দিনেই মালামাল হয়ে গেলেন একাধিক ক্রিকেটার৷ যে ক্রিকেটার প্রথমে ২০ লক্ষ টাকা পেয়েছেন, তিনিই এই দিনে পেলেন ১১ লক্ষ টাকা৷ যে ক্রিকেটার ২০২৪ -এ ও ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি ২০২৫ এ পাবেন ১৩ কোটি টাকা৷ একইভাবে আইপিএলে এর আগে ৪ কোটি টাকা পাওয়া যশস্বী জয়সওয়াল ১৮ কোটি টাকা পাচ্ছেন৷
Malamal Diwali For Cricketer: IPL 2025- র জন্য রিটেন লিস্ট বেরোনোর চূড়ান্ত দিন ছিল দিওয়ালি৷ আর এই দিওয়ালির দিনেই মালামাল হয়ে গেলেন একাধিক ক্রিকেটার৷ যে ক্রিকেটার প্রথমে ২০ লক্ষ টাকা পেয়েছেন, তিনিই এই দিনে পেলেন ১১ লক্ষ টাকা৷ যে ক্রিকেটার ২০২৪ -এ ও ৫৫ লক্ষ টাকা পেতেন তিনি ২০২৫ এ পাবেন ১৩ কোটি টাকা৷ একইভাবে আইপিএলে এর আগে ৪ কোটি টাকা পাওয়া যশস্বী জয়সওয়াল ১৮ কোটি টাকা পাচ্ছেন৷
আইপিএল ২০২৫ এ সমস্ত ফ্রাঞ্চাইজি বৃহস্পতিবার ৩১ অক্টোবর নিজেদের রিটেনশন লিস্ট সামনে এনেছে৷ লিস্ট খুবই চমকপ্রদ৷ একাধিক তারকা ক্রিকেটারকে টিমগুলি রিলিজ করে দিয়েছে৷ গত মরশুমের নিলাম টেবলে যে ক্রিকেটারদের জন্য ১৫ কোটি টাকা বা তার বেশি নিলামে দর হাঁকাহাঁকি হয়েছিল তাদের রিটেন করা হয়নি৷ এতে রয়েছেন ২৪.৭৫ কোটি টাকা পাওয়া মিচেল স্টার্ক৷ অন্যদিকে যে ক্রিকেটাররা কয়েক লক্ষ টাকা পেয়েছিলেন তারা এবারে ১০ কোটি টাকা পাচ্ছেন৷
আইপিএল ২০২৫ এ সমস্ত ফ্রাঞ্চাইজি বৃহস্পতিবার ৩১ অক্টোবর নিজেদের রিটেনশন লিস্ট সামনে এনেছে৷ লিস্ট খুবই চমকপ্রদ৷ একাধিক তারকা ক্রিকেটারকে টিমগুলি রিলিজ করে দিয়েছে৷ গত মরশুমের নিলাম টেবলে যে ক্রিকেটারদের জন্য ১৫ কোটি টাকা বা তার বেশি নিলামে দর হাঁকাহাঁকি হয়েছিল তাদের রিটেন করা হয়নি৷ এতে রয়েছেন ২৪.৭৫ কোটি টাকা পাওয়া মিচেল স্টার্ক৷ অন্যদিকে যে ক্রিকেটাররা কয়েক লক্ষ টাকা পেয়েছিলেন তারা এবারে ১০ কোটি টাকা পাচ্ছেন৷
যশস্বী জয়সওয়ালের লাভ হল ১৪ কোটি টাকারআইপিএল ২০২৫ এ রিটেনশনের সবচেয়ে বড় লাভ হল যশস্বী জয়সওয়ালের৷ রাজস্থান রয়্যালস তাঁর চুক্তিকে ৪ কোটি থেকে ১৮ কোটি টাকায় নিয়ে গেছে, ফলে তার সরাসরি নগদে লাভ এক বছরের ব্যবধানে ১৪ কোটির৷
যশস্বী জয়সওয়ালের লাভ হল ১৪ কোটি টাকার
আইপিএল ২০২৫ এ রিটেনশনের সবচেয়ে বড় লাভ হল যশস্বী জয়সওয়ালের৷ রাজস্থান রয়্যালস তাঁর চুক্তিকে ৪ কোটি থেকে ১৮ কোটি টাকায় নিয়ে গেছে, ফলে তার সরাসরি নগদে লাভ এক বছরের ব্যবধানে ১৪ কোটির৷
৫৫ লক্ষ টাকা থেরে ১৩ কোটিতে পৌঁছলেন রিঙ্কু সিংকলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এক অকল্পনীয় লাফ দিলেন৷ সিং গত মরশুমেও ৫৫ লক্ষ টাকা পেয়েছিলেন এবার তাঁর নতুন চুক্তি ১৩ কোটি টাকা৷ উত্তর প্রদেশের রিঙ্কু শুরু থেকেই কেকেআর জার্সিতে খেলছেন রিঙ্কু৷
৫৫ লক্ষ টাকা থেরে ১৩ কোটিতে পৌঁছলেন রিঙ্কু সিং
কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এক অকল্পনীয় লাফ দিলেন৷ সিং গত মরশুমেও ৫৫ লক্ষ টাকা পেয়েছিলেন এবার তাঁর নতুন চুক্তি ১৩ কোটি টাকা৷ উত্তর প্রদেশের রিঙ্কু শুরু থেকেই কেকেআর জার্সিতে খেলছেন রিঙ্কু৷
লঙ্কার বোলার ২০ লক্ষ টাকা থেকে পেলেন ১৩ কোটি টাকার কন্ট্র্যাক্টশ্রীলঙ্কার মথিশা পথিরাণা আইপিএল থেকে মেগা লাভ করে ফেললেন৷ চেন্নাই সুপার কিংসের লঙ্কার পেসারকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রাখা হয়েছে৷ গতবার নিলাম টেবল থেকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নিয়েছিলেন৷
লঙ্কার বোলার ২০ লক্ষ টাকা থেকে পেলেন ১৩ কোটি টাকার কন্ট্র্যাক্ট
শ্রীলঙ্কার মথিশা পথিরাণা আইপিএল থেকে মেগা লাভ করে ফেললেন৷ চেন্নাই সুপার কিংসের লঙ্কার পেসারকে ১৩ কোটি টাকা দিয়ে ধরে রাখা হয়েছে৷ গতবার নিলাম টেবল থেকে ২০ লক্ষ টাকার বেস প্রাইসে কিনে নিয়েছিলেন৷
চেন্নাই সুপার কিংসের সুপারস্টার এমএস ধোনির অবশ্য ৮ কোটির লোকসান হয়েছে কারণ তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
চেন্নাই সুপার কিংসের সুপারস্টার এমএস ধোনির অবশ্য ৮ কোটির লোকসান হয়েছে কারণ তাঁকে আনক্যাপড প্লেয়ার হিসেবে ৪ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
২০ লক্ষ টাকা থেকে ১১ কোটি টাকার চুক্তিমধ্যপ্রদেশের রজত পাতিদার এখন কোটিপতি ক্রিকেটার৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছিল৷ এইবার তাঁকে ১১ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
২০ লক্ষ টাকা থেকে ১১ কোটি টাকার চুক্তি
মধ্যপ্রদেশের রজত পাতিদার এখন কোটিপতি ক্রিকেটার৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছিল৷ এইবার তাঁকে ১১ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় তারকা বিরাট কোহলির ৬ কোটির লাভ পেলেন৷ তাঁকে ২১ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বড় তারকা বিরাট কোহলির ৬ কোটির লাভ পেলেন৷ তাঁকে ২১ কোটি টাকায় রিটেন করা হয়েছে৷
৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকার কন্ট্র্যাক্টদক্ষিণ আফ্রিকার ট্রিস্টন স্টবসের চুক্তিতে ২০ গুণ লাভ হল৷ দিল্লি ক্যাপিটাল্সের এই ক্রিকেটারকে গতবার ৫০ লক্ষ টাকায় কিনেছিল৷ ট্রিস্টন নিজের দারুণ পারফরম্যান্স দিয়ে নিজের কন্ট্র্যাক্টকে ১০ কোটিতে নিয়ে গেলেন৷ দিল্লি তাঁকে কয়েক গুণ বেতন বাড়িয়ে রিটেন করল৷
৫০ লক্ষ টাকা থেকে ১০ কোটি টাকার কন্ট্র্যাক্ট
দক্ষিণ আফ্রিকার ট্রিস্টন স্টবসের চুক্তিতে ২০ গুণ লাভ হল৷ দিল্লি ক্যাপিটাল্সের এই ক্রিকেটারকে গতবার ৫০ লক্ষ টাকায় কিনেছিল৷ ট্রিস্টন নিজের দারুণ পারফরম্যান্স দিয়ে নিজের কন্ট্র্যাক্টকে ১০ কোটিতে নিয়ে গেলেন৷ দিল্লি তাঁকে কয়েক গুণ বেতন বাড়িয়ে রিটেন করল৷