বড়মা কালী

Naihati Boro Maa: বড়মার মোহময়ী রূপ, অমাবস্যায় রাতভর যা চলল নৈহাটিতে..! জানলে ভক্তিতে মাথা নত হবে

*মহা ধুমধামে পূজিতা নৈহাটির বড়মা কালী। হাজার হাজার ভক্ত লাইন দিয়ে পুজো দিলেন মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এ বছর ১০১ বছরে পদার্পন করেছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। প্রতিবেদনঃ রুদ্রনারায়ণ রায়। ফাইল ছবি।
*মহা ধুমধামে পূজিতা নৈহাটির বড়মা কালী। হাজার হাজার ভক্ত লাইন দিয়ে পুজো দিলেন মা-র কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড়মা কালীর পুজো এ বছর ১০১ বছরে পদার্পন করেছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। প্রতিবেদনঃ রুদ্রনারায়ণ রায়। ফাইল ছবি।
*২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ১০১ ভরি উপর স্বর্ণালংকার ও ২০০ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরের মত এ বছরও ভিড় জমে ভক্তদের। ফাইল ছবি।
*২১ ফুটের নৈহাটির বড়মার ও তার সঙ্গে ১০১ ভরি উপর স্বর্ণালংকার ও ২০০ কেজির রুপোর অলংকার দেখতে প্রতি বছরের মত এ বছরও ভিড় জমে ভক্তদের। ফাইল ছবি।
*পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়েছিল নৈহাটির অরবিন্দ রোডে। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে ছুটে আসেন অগণিত ভক্ত। ফাইল ছবি।
*পুজো উপলক্ষে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়েছিল নৈহাটির অরবিন্দ রোডে। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরার না বড়মা, তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে ছুটে আসেন অগণিত ভক্ত। ফাইল ছবি।
*নবদ্বীপের রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানসে ছড়িয়ে পড়ে। ফাইল ছবি।
*নবদ্বীপের রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পর, নৈহাটির নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড়মা হিসেবে জনমানসে ছড়িয়ে পড়ে। ফাইল ছবি।
*পুজোর চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রতিদিন আলাদা আলাদা করে বড়মাকে ভোগ নিবেদন করা হয়। আমাবস্যার পর থেকেই নৈহাটির বড়মা-র কাছে পুজো দেওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন। ফাইল ছবি।
*পুজোর চারদিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রতিদিন আলাদা আলাদা করে বড়মাকে ভোগ নিবেদন করা হয়। আমাবস্যার পর থেকেই নৈহাটির বড়মা-র কাছে পুজো দেওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষ দণ্ডী কাটেন। ফাইল ছবি।
*বড়মার কাছে আসলে মানসিক শান্তি পাওয়া যায় এই বিশ্বাস নিয়েই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। তবে জেলার অন্যান্য পুজোর পাশাপাশি বড়মার কাছে আসার জন্য ভক্তদের আলাদাই টান অনুভব হয় বলে জানালেন বহুভুক্ত। বড়মার প্রসাদ পেতে এখন পড়েছে সুদীর্ঘ লাইন। ফাইল ছবি।
*বড়মার কাছে আসলে মানসিক শান্তি পাওয়া যায় এই বিশ্বাস নিয়েই লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। তবে জেলার অন্যান্য পুজোর পাশাপাশি বড়মার কাছে আসার জন্য ভক্তদের আলাদাই টান অনুভব হয় বলে জানালেন বহুভুক্ত। বড়মার প্রসাদ পেতে এখন পড়েছে সুদীর্ঘ লাইন। ফাইল ছবি।