পশ্চিম মেদিনীপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বৃহস্পতিবার রাজ্যজুড়ে আয়োজিত হয়েছে দেবী কালীর পুজো। তবে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার একাধিক এলাকা বছরে একাধিকবার প্লাবিত হয়েছে। কালীপুজোর মরশুমেও প্লাবিত ঘাটাল। এখনও পৌর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন। রাস্তার উপর দিয়ে চলছে নৌকো। তবে পুজোতে তো আর বাধা হতে পারে না বন্যা পরিস্থিতি? স্বাভাবিকভাবে শক্তির দেবী কালিকার পুজোতে নৌকো চেপে পুজো দেখতে এলেন স্থানীয় বাসিন্দারা। এই ছবি ঘাটাল পৌর এলাকার ১ নং ওয়ার্ডের। এমন ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। স্বাভাবিকভাবে এমন দুর্দশার ছবি নিয়ে নেট দুনিয়ায় বেশ চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ পাউরুটি খেতে ভাল লাগে, জানেন পাউরুটির গায়ে কেন ছোট ছোট ছিদ্র থাকে? কারণ শুনে অবাক হয়ে যাবেন
বৃহস্পতিবার ছিল কালীপুজো। শক্তির দেবীর কালিকার আরাধনায় মেতে উঠেছে আপামর বাঙালি। জেলার প্রতিটি কোনায় কোনায় হয়েছে দেবী কালিকার পুজো। তবে ঘাটাল মহকুমায় জুড়ে হাহাকার চিত্র। যে ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে গ্রামের মহিলা, পুরুষ, বাচ্চারা ডিঙি নৌকোয় চেপে এসেছেন দেবী কালীর দর্শন করতে। ছোট্ট ছিটে বেড়া বাড়িতে আয়োজন হয়েছে কালীপুজো। তার সামনে ভিড় জমিয়েছে গ্রামের মানুষ।
ঘাটাল মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। এখনও কয়েকটি এলাকার জলমগ্ন থাকলেও একাধিক এলাকা থেকে জল নামতে শুরু করেছে। প্রসঙ্গত ঘাটাল মহকুমার পৌর এলাকার একাধিক ওয়ার্ড তিনবার জলমগ্ন হয়েছে। রাস্তার উপর দিয়ে চলছে ডিঙি, নৌকো। কালীপুজোর আগেও একই পরিস্থিতি।
প্রসঙ্গত জল পেরিয়ে কখনও নৌকায় আবার কখনও মাথার উপর চাপিয়ে দেবী কালীর মৃন্ময়ী প্রতিমা পৌঁছেছিল একাধিক মন্ডপে। তবে পুজো হলেও নেই কোনও আড়ম্বর। প্রতিমা দর্শন করতে রাস্তার উপর দিয়ে জমা জলে নৌকো চালিয়ে পৌঁছাতে হল ছোট্ট মণ্ডপে। স্বাভাবিকভাবে এমন পরিস্থিতি কবে কাটবে, তার দিকে তাকিয়ে স্থানীয় মানুষজন।
রঞ্জন চন্দ