ডায়মন্ড হারবার: এবার পুলিশের বিভিন্ন সামাজিক কাজের চিত্র উঠে এল কালীপুজোর থিমে। ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপারের অফিসে যে পুজোর আয়োজন করা হয়েছিল সেই পুজোর থিমে এই চিত্র উঠে এসেছে।
পুজোটি প্রায় ৭০ বছরের পুরনো। এবারের পুজোর থিম পুলিশ। ফলে মণ্ডপের দুপাশে তুলে ধরা হয়েছে সমাজের প্রতি পুলিশের দায়বদ্ধতার টুকরো টুকরো ছবি। সমস্ত রীতি রেওয়াজ মেনে পুজোর আয়োজন করেছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে।
আরও পড়ুন: বৃষ্টি না শীতের শুরু? উইকেন্ডে বাংলায় বিরাট হাওয়া-বদল! আবহাওয়ার বড় খবর
ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত পিছিয়ে পড়া পরিবারের কয়েক হাজার শিশুর হাতে পুজো মণ্ডপ থেকে পুজোর উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে নতুন পোশাক এবং খাওয়ার সামগ্রী। পুজো কটা দিন ডায়মন্ড হারবার পুলিশ জেলার সমস্ত থানার অফিসার থেকে পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা এই পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন।
আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় খবর, কলকাতায় বাতিল হবে প্রায় ২০০০ বাস! যাতায়াতে নাভিঃশ্বাস উঠবে না তো?
চলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। পুলিশের এই পুজো নজর কেড়েছে সকলের। প্রায় ৭০ বছরের পুরনো এই পুজোকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। এই পুজো ঘিরে এখন সাজ সাজ রব ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে।
নবাব মল্লিক