উত্তর ২৪ পরগণা, দক্ষিণবঙ্গ Naihati Boro Maa: ভিডিও কলে বড়মা-তারা মা সাক্ষাৎ! অমাবস্যায় পুজো শুরুর মুহূর্তে যা ঘটল…! মোহিত ভক্তরা Gallery November 1, 2024 Bangla Digital Desk *ভিডিও কলে নৈহাটির বড়মার সঙ্গে সাক্ষাৎ তারাপীঠের মা তারার। অবাক হলেন! ভাবছেন এ আবার কিভাবে সম্ভব! তবে শুনুন…অমাবস্যা লাগতেই নৈহাটির বড়মার সঙ্গে ভিডিও কলে সাক্ষাৎ হল তারাপীঠের মা তারার। সংগৃহীত ছবি। *১০১ তম বর্ষে এমনই বিরল শুভমুহূর্ত সাক্ষী রেখে পরম্পরা মেনে নৈহাটিতে শুরু হয় বড়মার পুজো। তখন তিল ধারণের জায়গা নেই নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে। সকাল থেকেই ১০১ ভরি সোনা ও ২০০ কেজির বেশি রুপোয় সাজিয়ে তোলা হয়েছিল নৈহাটির বড়মা-কে। ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সংগৃহীত ছবি। *এদিন লক্ষাধিক ভক্ত বড়মার অপরূপ সেই মূর্তি দর্শন করতেই দীর্ঘ সময় ধরে ছিলেন লাইনে দাঁড়িয়ে। গঙ্গার পার দিয়ে তখনও চলছে দন্ডী কাটার কাজ। ভক্তদের কিছুটা আরাম দিতে গ্রীন কার্পেট পেতে দেওয়া হয় রাস্তায়। সংগৃহীত ছবি। *পুজোর দিন দুপুরের পর থেকে সময় যত গড়িয়েছে, রাত যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে ভক্তদের ভিড়। এবার অনলাইনে পুজোর আয়োজন করেছিল বড়মা পুজো কমিটি। সেখানেও প্রায় এক লক্ষের বেশি পুজোর অনুরোধ জমা হয়। সংগৃহীত ছবি। *এদিন পুজো শুরুর আগেই ভিডিও কলের মাধ্যমে তারাপীঠের তারা মায়ের সঙ্গে নৈহাটির বড় মা কালীর হাইটেক ভিডিও কনফারেন্স হয়। মোবাইল স্ক্রিনে তখন প্রায় আড়াইশো কিলোমিটার দূরে থাকা দুই জাগ্রত মা কালী মা তারা এবং নৈহাটির বড়মা। ভক্তরাও থাকলেন সেই বিরল দৃশ্যের সাক্ষী। এরপর নিয়ম মেনে শুরু হয় পুজো। সংগৃহীত ছবি। *বিষয়টি নিয়ে পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, “মা তারাকেও আমরা বড়মা বলি। আমাদের মাকেও আমরা বড়মা বলি। তাই অমাবস্যা লাগতেই দুই বড়মার সাক্ষাৎ করানো হয়। গত পুজোতেও ভিডিও কলের মাধ্যমে দুই বড়মায়ের সাক্ষাৎ হয়েছিল। অনলাইনের সব পুজোই আমরা মায়ের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকারবদ্ধ। সেটাই করা হয়েছে।” সংগৃহীত ছবি। *এদিনের এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পেরে খুশি অগণিত ভক্ত। তাই তারাপীঠের মা তারা হোক বা নৈহাটির বড় মা কালী, ভক্তদের কাছে ধর্ম যার যার, মা সবার। সংগৃহীত ছবি।