গরু পুজো 

Alipurduar News: জীবের মধ্যে দেবতার বাস, তাই গৃহপালিত পশু পুজো করেন নেপালিরা

নেপালি সম্প্রদায়ের চতুর্থ দিনে পালিত হয় গরু তিহার। যা গোবর্ধন পুজো হিসেবে পরিচিত। কালচিনিতে দেখা গেল গরু তিহার পালিত হতে।
নেপালি সম্প্রদায়ের মানুষেরা  পালন করেন গরু তিহার। যা গোবর্ধন পুজো হিসেবে পরিচিত। কালচিনিতে দেখা গেল গরু তিহার পালিত হতে।
কালচিনির গোশালায় এদিন গরু গুলির পুজো দিতে দেখা যায় এলাকাবাসীদের। সকালে স্নান সেরে নেপালি সম্প্রদায়ের পুরুষ, মহিলারা চলে আসেন পুজো দিতে।
কালচিনির গোশালায় এই দিন গরুগুলির পুজো দিতে দেখা যায় এলাকাবাসীদের। সকালে স্নান সেরে নেপালি সম্প্রদায়ের পুরুষ, মহিলারা চলে আসেন পুজো দিতে।
এই তিহার উৎসবে নেপালি সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা প্রকৃতি এবং পশুদের পুজো করে থাকে। গৃহপালিত পশু যারা সারা বছর উপকার করে থাকে নানাভাবে, তাদের পুজো করা হয়।
এই উৎসবে নেপালি সম্প্রদায়ের মানুষরা পুরুষ ও মহিলারা প্রকৃতি এবং পশুদের পুজো করে থাকে। গৃহপালিত পশু যারা সারা বছর উপকার করে থাকে নানাভাবে, তাদেরও পুজো করা হয়।
এদিন কালচিনির গোশালায় পুজো উপলক্ষে ছিল গরুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। বাঁধাকপি,কলা সহ বিভিন্ন সবজির আয়োজন ছিল।
এদিন কালচিনির গোশালায় পুজো উপলক্ষে ছিল গরুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা।বাঁধাকপি, কলা-সহ বিভিন্ন সবজির আয়োজন ছিল।
গরু তিহার পুজো আয়োজক কমিটির পক্ষ থেকে রামকুমার লামা জানিয়েছেন,
গরু তিহার পুজো আয়োজক কমিটির পক্ষ থেকে রামকুমার লামা জানিয়েছেন, ” আমরা প্রতি বছর তিহার উৎসব পালন করে থাকি। প্রকৃতির পুজোর পাশাপাশি গরু, কাক, কুকুর, বিড়ালের পুজো করে থাকি। জীবের মধ্যে দেবতার বাস, তাই তাঁদের পুজোর আয়োজন।”