জ্যোতিষকাহন, দক্ষিণ দিনাজপুর Misti On Bhai Phonta: না শুধু ভাইয়ের পছন্দের মিষ্টি দিলেই হবে না, রাশি মেনে দিন, তবেই ভাগ্য চমকে করবে চকচক Gallery November 1, 2024 Bangla Digital Desk এই ভাইফোঁটা দিন ভাইয়ের কপালে তিলক পরাবার সময় অবশ্যই ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর পশ্চিম দিকে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। বোন বা দিদিরা উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসলে শুভ। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁকে আরতি করার নিয়ম প্রচলিত। এবছর আরতির থালা বিশেষ ভাবে সাজাতে হয়। এই আরতির থালাতে সিঁদুর, চন্দন, ফুল, সুপারি ও মিষ্টি রাখুন। এই নিয়ম মেনে ভাইফোঁটা করুন। দাদাকে তিলক পরানোর সময় দাদা বা ভাইকে মাটিতে আসন পেতে বসিয়ে তিলক পরানো ভাল। চেয়ার বা দাঁড়িয়ে কখনোই ভাইকে মঙ্গলের ফোঁটা দেওয়া উচিৎ নয়। এটি অশুভ বলে মনে করা হয়। রাশি অনুসারে ভাইকে মিষ্টি খাওয়ালে ভাইয়ের মঙ্গল ঘটবে। ঘটবে উন্নতি। রাশি অনুসারে মিষ্টি কিনতে হবে। এতে ভাইয়ের মঙ্গল হবে। তাই রাশি মেনে মিষ্টি কিনলে ঘটবে উপকার। ভাইকে মঙ্গলের তিলক কিন্তু শুভ সময় পড়াবেন। যেকোনও সময় কিন্তু মঙ্গলের তিলক পড়াবেন না। বিশেষ দিনে ভাই বা বোন দুজনেরই মাছ, মাংস খাওয়া এড়িয়ে চলা উচিৎ।