জিড়রা মা কালী

Maa Kali: ৬০০ বছরের শক্তি সাধনা, মহা জাগ্রত দেবী এখানে, জেলায় অন্যতম এই কালী পুজো

বাঁকুড়া: বাঁকুড়া জেলায় মাহাত্ম্য পরিপূর্ণ মা কালী রয়েছে অনেক গুলি। প্রতিটি মা কালীর ইতিহাস থেকে খুঁজে পাওয়া যায় নতুন নতুন গল্প। গল্পগুলি আজও লোকমুখে প্রচলিত এবং প্রচারিত। তবে মা কালীর সাধনা বাঁকুড়া জেলায় বয়ে আসছে হাজার বছর আগে থেকে। যেমন উদাহরণ স্বরূপ ছাতনা ব্লকের জিড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জিড়রা গ্রাম।

এই গ্রামের প্রায় ৬০০ বছরের প্রাচীন দক্ষিণা মা কালীর পুজোকে ঘিরে রয়েছে নানান জনশ্রুতি। পুজোর দিনে মাকে এক ঝলক দেখার জন্য দূর দূরান্তের হাজার হাজার মানুষ ভিড় জমান পূজো প্রাঙ্গনে। ভক্তি ভরে মাকে নিজের মনোবাসনা জানালে মা তা পূরণ করেন।

আরও পড়ুন – IPL News: ইডেন গার্ডেন্স নয়! কেকেআরের হোমগ্রাউন্ড এবার অন্য রাজ্য? রিটেনশন লিস্টের পরের দিনেই তোলপাড় খবর

এই মন্দিরে শিকল দিয়ে বেঁধে রাখা রয়েছে মা কালীকে। এই মন্দিরে রয়েছে পঞ্চমুন্ডির আসন। বিশেষ দৈববাণী পেলে মূর্তি গড়ার কাজ শুরু হয় শুধু তাই নয় মূর্তির চক্ষুদানের সময় ভিড় করেন মানুষ। শত শত বছরের প্রাচীন এই কালী পুজোতে রয়েছে এ রকমই নানান রীতি। নিয়ম মেনেই কালী আরাধনায় মেতে ওঠেন বাঁকুড়ার এই গ্রামের মানুষজন। জন্ম লগ্ন থেকেই সামন্তভূমের একটি গুরুত্বপূর্ণ গ্রাম জিড়রা। জিড়রা মাকালির নাম পৌঁছেছে দূর দূরান্তে। বাইরের জেলা থেকেও মানুষ আসেন মা কালীর দর্শন পেতে।

বাঁকুড়া জেলায় চলছে মা কালীর আরাধনা এবং শক্তি সাধনা। মা কালীর প্রতি নিবেদন এবং আস্থা প্রকাশ করছেন জেলা বাসী। আলোর উৎসবে মুখর লাল মাটির জেলা সঙ্গে শীতের ঘণ্টা বেজে গেছে। সব মিলিয়ে ৬০০ বছরের ইতিহাস মুখর মা কালী মন টেনেছে সকলের।

Neelanjan Banerjee