জ্যোতিষকাহন Bhai Phonta 2024: ধন্ধ কাটছে না দ্বিতীয়ার সময় নিয়ে? এবছর ভাইফোঁটা ২ নাকি ৩ নভেম্বর? পঞ্জিকা মিলিয়ে জানুন আসল সময়-শুভ মুহূর্ত Gallery November 1, 2024 Bangla Digital Desk *দীপাবলির ২ দিন পরে ভাই ফোঁটা পালিত হয়। তাহলে এ বছর ভাইফোঁটা ২ নাকি ৩ নভেম্বর? তা নিয়ে জল্পনার শেষ নেই। পঞ্জিকা মতে জেনে নিন ২০২৪ সালের ভাইফোঁটার সঠিক দিন ও শুভ মুহূর্ত। সংগৃহীত ছবি। *দীপাবলির ২ দিন পরে ভাই ফোঁটা পালিত হয়। এদিন বোনেরা ভাইদের কপালে ফোঁটা এঁকে দীর্ঘায়ু সুস্থ জীবন কামনা করেন। ধনতেরাস থেকে দীপাবলি উৎসবের সূচনা হয়, ভাইয়া দুজে অর্থাৎ ভাই ফোঁটার মাধ্যমে তা শেষ হয়। সংগৃহীত ছবি। *ভাই দুজকে যম দ্বিতীয়াও বলা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, এই উৎসবটি যমরাজ এবং তার বোনের অটুট ভালবাসা প্রদর্শন করে। সংগৃহীত ছবি। *কালীপুজো এবং দীপাবলির ঠিক পরেই বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয় ভাইফোঁটা৷ আশ্বিন বা কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে দাদা বা ভাইয়ের কপালে মঙ্গলতিলক এঁকে শুভকামনা করেন বোন বা দিদি৷ সংগৃহীত ছবি। *কিছু জায়গায় প্রতিপদে ভাইফোঁটা হয়। অবশ্য বেশিরভাগ জায়গাতেই দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার প্রচলন। এই উপলক্ষে বোনেরা ভাইয়ের কপালে চন্দন, শিশিরের জল, দইয়ের ফোঁটা এঁকে দেন তাঁদের দীর্ঘায়ু কামনায়। সংগৃহীত ছবি। *এই বছর ভাইফোঁটা অথবা ভাইদুজ কবে পড়ছে? আর কতক্ষণ থাকবে এই তিথি? জেনে নিন ভাইফোঁটার তারিখ। ভাইফোঁটার তারিখ, ৩ নভেম্বর, ২০২৪। দিনটি রবিবার। তিলকের সময় ১৩:১০:২৭ থেকে ১৫:২২:১৮। স্থিতিকাল: ২ ঘণ্টা ১১ মিনিট। সংগৃহীত ছবি। *ভাইফোঁটার মন্ত্র ভুলে যাননি তো? ভাইফোঁটার মন্ত্র ফের একবার ঝালিয়ে নিচেই পারেন। ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার হাতে ফোঁটা পেয়ে যম হল অমর। আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর।’ সংগৃহীত ছবি। *এ বছরের ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্চাং বলছে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত যাঁরা ‘ভাই দুজ’ পালনের জন্য। সংগৃহীত ছবি। *পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি ২ নভেম্বর রাত ০৮ টা ২১ মিনিটে শুরু হবে এবং ৩ নভেম্বর রাত ১০ টা ০৫ মিনিটে শেষ হবে। এমন পরিস্থিতিতে, উদয় তিথি অনুসারে, ভাই ফোঁটা উৎসব পালিত হবে শুধুমাত্র ৩ নভেম্বর। সংগৃহীত ছবি।