তমলুক: দীপান্বিতা অমাবস্যা বা কালীপুজোয় বর্গভীমা মন্দিরের রাতভর বিশেষ পুজোপাঠ হোম যজ্ঞ হল। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের অধিষ্ঠাত্রী দেবী বর্গভীমা। সারা বছরই মায়ের পুজো পাঠ চলে। তবে বিশেষ বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। তার মধ্যে অন্যতম তিথি হল দীপান্বিতা অমাবস্যা বা কালীপুজোর দিন বর্গভীমা মন্দিরে বিশেষ পুজো।
সতীর একান্ন পীঠের এক পীঠ তমলুকের দেবী বর্গভীমা, বর্তমানেও নিষ্ঠার সাথে পুজিত হয় মা, শক্তি পুজো শুরুর আগে রয়েছে অনুমতি নেওয়ার প্রথা। পূর্ব মেদিনীপুর জেলা সদর ঐতিহাসিক তাম্রলিপ্ত বা তমলুকের মধ্যমণি মা বর্গভীমা। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। মতান্তরে তিনি ভীমরূপা বা ভৈরব কপালী নামেও পরিচিত। ওড়িশি স্থাপত্যের আদলে মন্দিরের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। পুরাণে কথিত একান্ন সতীপীঠের একপীঠ তমলুকের দেবী বর্গভীমা।
আরও পড়ুন: দিঘা যাওয়ার পথেই পড়বে মা ঝিংলেশ্বরীর মন্দির! কালীপুজোতে হয় বিশেষ পুজো! জানুন
বর্তমানেও তমলুকের কোন কালীপুজো শুরু হয় না দেবী বর্গভীমা মায়ের পুজো না দিয়ে। সেই মতো বর্ণাঢ্য শোভাযাত্রা করে কালীপুজোর দিন রাতে তমলুক শহরের বিভিন্ন কমিটির ও বাড়ির পুজো আসে বর্গভীমা মন্দিরে। কালীপুজোর দিন রাতে পুজো দিতে তমলুক পূর্ব মেদিনীপুর জেলার মানুষজনদের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, হাওড়া , হুগলি, কলকাতা সহ বিভিন্ন জেলার ভক্তদের সমাগম হয়। ভক্তরা রাতভর মায়ের হোম যজ্ঞ ও পুজো পাঠ দেখতে প্রতি বছর ভিড় করে। কালী পুজোর রাতে বর্গভীমা মন্দিরে সেই ভিড় লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: রাত হোক বা দিন, সারাদিনই চলছে…! ‘দানা’-র ঝাপটা কাটতেই দিঘার সমুদ্রে এসব কী হচ্ছে? শুনলে আর যাবেন না
তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলাকে কালী ক্ষেত্র বলা চলে। জেলে জুড়ে অজস্র প্রাচীন কালী মন্দির রয়েছে। তাদের মধ্যে অন্যতম হল ৫১ সতী পীঠ বা শক্তিপীঠের এক পীঠ দেবী বর্গভীমা মায়ের মন্দির। দীপান্বিতা অমাবসায় রাজরাজেশ্বরী সাজিয়ে তন্ত্র মতে মায়ের পুজো হয় রাতভর। অমাবস্যা তিথি পড়ার সঙ্গে সঙ্গেই পুজো শুরু হয় মন্দিরে। মাকে এদিন রাজরাজেশ্বরী বেশে পুজো করা হয়। এদিন তন্ত্র মতে মায়ের পুজো পাঠ চলে। হোম যজ্ঞ, মঙ্গলারতি, দীপ দান ওসব শেষে মায়ের ভোগ আরতি করা হয়। রাতভর এই পুজো দেখতে মানুষের ভিড় বর্গভীমা মন্দিরে।
সৈকত শী