বাবুপাড়া বয়েজ ক্লাবের পুজো মন্ডপ

Siliguri News: গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় কুটিরশিল্প ফুটে উঠেছে শিলিগুড়ির এই কালীপুজো মণ্ডপে

শিলিগুড়ি: শিলিগুড়ির কালীপুজোগুলির মধ্যে অন্যতম বাবুপাড়া বয়েস ক্লাবের কালীপুজো। বিলুপ্ত গ্রাম বাংলার কুটির শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে নিয়ে এবার  পুজার থিম ‘উৎসর্গ’।এবার তাদের পুজোর ৫৪ তম বর্ষ। প্রত্যেকবারের মতো এবারও আকর্ষণীয় পুজো মণ্ডপ। কালীপুজোর রাত থেকেই বৃষ্টি উপেক্ষা করে তাদের পুজো প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় দেখা গিয়েছে।

এই পুজো মণ্ডপে এলেই দেখতে পাবেন কীভাবে হারিয়ে যাওয়া কুটির শিল্প দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার শিল্পীরা দীর্ঘদিন ধরে কাজ করে এমন সুন্দরভাবে মণ্ডপ সাজিয়ে তুলেছেন। মণ্ডপে ব্যবহার করা হয়েছে পরিবেশবান্ধব জিনিস। পূজা উদ্যোক্তাদের বক্তব্য, ধীরে ধীরে বাংলার কুটির শিল্প মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। সেই ভাবনা থেকেই  এমন মণ্ডপ বানানোর পরিকল্পনা।

পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বি এস এফের আকর্ষণীয় ব্যান্ড পারফরম্যান্স-সহ আরও অনেক আয়োজন থাকবে। চারদিন ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই চলবে তাদের পুজো। পুজো কমিটির সম্পাদক ননি ধর জানান, বাঁশ, বেত ও পরিবেশবান্ধব সামগ্রী দিয়েই তাদের পুজো মণ্ডপ তৈরি হয়েছে। তিনি আশাবাদী অন্যান্য বারের ন্যায় এবারও শহরবাসীর নজর কারবে তাদের এই পুজো মণ্ডপ।

অনির্বাণ রায়