IND vs NZ 3rd Test: ফের ব্যর্থ রোহিত-কোহলি! ওয়াংখেড়েতে প্রথম দিনেই চাপে টিম ইন্ডিয়া

মুম্বই: এ যেন অনেকটা প্রথম দুই টেস্টের পুনরাবৃত্তি। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টের প্রথম দিনই চাপে ভারতীয় দল। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে অল্প রানে আটতে রাখলেও, দিনের শেষে পরপর উইকেট হারিয়ে সমস্যায় ভারতীয় দল। ওয়াংখেড়েতে ভারতীয় স্পিনারদের দাপটে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৩৫ রানে। জবাবে দিনের শেষে ভারতের স্কোর ৮৬ রানে চার উইকেট। নিউজিল্যান্ডের থেকে ১৪৯ রান পিছিয়ে।

ওয়াংখেড়েতেও টস ভাগ্য সাথ দেয়নি রোহিত শর্মার। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টম ল্যাথাম। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বাধিক ৮২ রান করেন ড্যারিল মিচেল। ৩টি চার ও ৩টি ছয়ে সাজানো তার ইনিংস। এছাড়া উইল ইয়ং ৭১ রানের ইনিংস খেলেন কিউইদের হয়ে। ৪টি চার ও ২টি ছয় মারেন তিনি। এছাড়া কোনও নিউজিল্যান্ড ব্যাটার সম্মানজনক স্কোর করতে পারেননি। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ৫টি উইকেট নিয়েছেন জাদেজা ও ৪টি সুন্দর।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারতীয় দল। রোহিত শর্মা তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও বড় রান করতে ব্যর্থ হন। ১৮ রান করে আউট হন ভারত অধিনায়ক। শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল কিছুটা লড়াই করার চেষ্টা করেন। অর্ধশতরানের পার্টনারশিপ করেন দুজনে। ৩০ রান করে যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পরউ বেলাশেষে পরপর উইকেট পড়ে ভারতের।

আরও পড়ুনঃ IPL 2025 Mega Auction: ২৩৬ গুন বাড়ল ‘এই’ তারকার স্যালারি, আইপিএলের ইতিহাসে বিরাট নজির!

নাইটওয়াচ ম্যান হিসেবে মহম্মদ সিরাজকে নামানো হলেও প্রথম বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। মাত্র ৪ রান করে দুর্ভাগ্যবশত রান আউট হন তিনি। একটা সময় ৭৮ রানে এক উইকেট ছিল ভারতের। সাত বলের ব্য়বধানে ৩ উইকেট পড়ে ভারতের। দিনের শেষে ক্রিজে ৩১ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল ও ১ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ।