থুতু ফেলে খোয়ালেন ১৫ লক্ষ টাকা! সাড়ে ১০ হাজার আটক, আপনারও কি থুতু ফেলার অভ্যাস? থুথু ফেললেই জরিমানা

Spitting Fine in Rail Station: থুতু ফেলে খোয়া গেল ১৫ লক্ষ টাকা! সাড়ে ১০ হাজার আটক, সাবধান না হলে ভীষণ বিপদ!

হাওড়া: থুতু ফেলে আটক সাড়ে দশ হাজার, জরিমানা ১৫লক্ষ! থুতু ফেললেই বিপদ। রাস্তায় বেরিয়ে যেখানে সেখানে থুতু ফেলার অভ্যাস? খুব সাধারন এই অভ্যাস থাকলেই এবার মহা বিপদ। থুতু ফেলে ভুল করলেই গুনতে হবে জরিমানা। নিয়মে আরও ভারতীয় রেলে। বর্তমান সময়ে ঐতিহাসিক নিদর্শন বা পর্যটন কেন্দ্রে এই নির্দেশিকা লাগু হতে দেখা গেছে বহু আগে।

এবার এই নির্দেশিকায় আরও কঠোর ভূমিকা পালন করতে চলেছে ভারতীয় রেল।যদি যাত্রী হিসেবে আপনিও যেখানে সেদানে থুতু ফেলে ভুল করেন, তাহলে জরিমানা করবে রেল। এখানেই শেষ নয়, এর সঙ্গে জেলও হতে পারে অপরাধকারীর। রেলওয়ে চত্বরে আবর্জনা ফেললে বা থুতু ফেললে ফাইন সহ কারাদণ্ডের মত শাস্তি হতে পারে। রেলওয়ে স্টেশন চত্বরে, প্লাটফর্মের যেকোনও জায়গায় বিশেষত লিফ্টে, ফুট ওভার ব্রিজ গুলিতে ও ট্রেনের কামরায় থুতু বা আবর্জনা ফেললে পরিবেশের সৌন্দর্য নষ্ট হয়।

আরও পড়ুন- পায়ের আঙুলই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ…! মিলিয়ে দেখার সহজ ‘এই’ উপায় জেনে নিন, চমকাবেন আপনিও

সরকারি সম্পত্তিনষ্ট হওয়ার পাশাপাশি এর ফলে সমস্যায় পড়েন অধিকাংশ যাত্রীও। সেই দিক গুরুত্ব রেখে এবার অপরাধকারীদের চিহ্নিত করে শাস্তি। রেলওয়ে স্টেশনে বসানো উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা রেলওয়ে চত্বরে যেকোনও ব্যক্তির আবর্জনা বা থুতু ফেলার ঘটনাকে সহজেই চিহ্নিত করে জরিমানা ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া ‌যাবে।একই সঙ্গে পূর্ব রেলওয়ের কর্তব্যরত আরপিএফ সে বিষয়ে নজরদারি চালাচ্ছেন। আরপিএফ ট্রেন বা স্টেশনে পেট্রোলিং করার সময় এ ধরনের অপরাধীদের আটক করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।

আরও পড়ুন- একমাস পরে দেখা মিলল স্ত্রীর, সঙ্গে প্রেমিক! আধা সেনা স্বামী তবু অসহায়, কেন? জানলে চমকে যাবেন

এবছর জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত। পূর্ব রেলওয়ের আরপিএফ রেলওয়ে নিয়ম ভঙ্গ করা ১২,৯০০ জন অপরাধীকে আটক করেছে। এর মাধ্যমে তাদের কাছ থেকে ১৭,৬৬,০১০/- জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ৪৯৫৮ জন, শিয়ালদহ ডিভিশনে ২০২৩ জন, আসানসোল ডিভিশনে ২২১৪ জন এবং মালদা ডিভিশনে ৩৭০৪ জন অপরাধীকে আটক করা হয়েছে।

এই মাসে অর্থাৎ অক্টোবরে উৎসবের মরসুমের কথা মাথায় রেখে আরপিএফ তাদের নজরদারি আরও বাড়িয়েছে এবং ১ থেকে ৩০ অক্টোবর ২০২৪ এর সময়কালে পূর্ব রেলওয়ে মোট ১০,৪৭০ জনকে আটক করেছে এবং তাদের কাছ থেকে ১৫,৩৭,৯৬৫ জরিমানা আদায় করেছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে ২৭৮৬ জন, শিয়ালদহ ডিভিশনে ৪৬৬৬ জন, আসানসোল ডিভিশনে ২৩০৪ জন এবং মালদা ডিভিশনে ৭১৪ জনকে রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার জন্য আটক করা হয়েছে।

আরপিএফ রেলওয়ে চত্বরে আবর্জনা বা থুতু ফেলার মত অপরাধের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। যাতে এই ধরনের ভুল আর দ্বিতীয় বার না করে। এ বিষয়ে রেলওয়ে সকল যাত্রী ও রেল ব্যবহারকারীদের প্রতি অনুরোধ জানাচ্ছে যেন তারা রেলওয়ে চত্বরে থুতু বা আবর্জনা না ফেলে, কারণ এটি শুধুমাত্র পরিবেশের অবনতি ঘটাবে না বরং যাত্রীদের স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলবে। সেই দিক গুরুত্ব রেখেই আরও কঠোর ভূমিকা ভারতীয় রেলের।