হাসপাতালে বন্দি বাবা, চিন্তায় কেঁদে ভাসালেন লালু পুত্র তেজপ্রতাপ

#পাটনা: করোনায় গৃহবন্দি গোটা দেশ৷ সবাই সবার বাবা- মা এবং পরিবারকে নিয়ে বাড়িতে রয়েছেন৷ অথচ তাঁর বাবা জেলে৷ বাবাকে নিয়ে আশঙ্কায় কেঁদেই ফেললেন লালু পুত্র তেজপ্রতাপ যাদব৷ টুইটারে তিনি লিখলেন, ‘বাড়ি ফিরে এসো বাবা, Miss u papa’৷

পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ আপাতত রাঁচির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ করোনা নিয়ে যে ত্রাসের সঞ্চার হয়েছে, তাতে হাসপাতালে বন্দি বাবার স্বাস্থ্য নিয়ে রীতিমতো আশঙ্কায় ভুগছেন লালু পুত্র তেজপ্রতাপ৷ হাসপাতালে তাঁর বাবারও সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে, এটা ভেবেই রীতিমতো ঘাবড়ে গিয়েছেন তেজপ্রতাপ৷ টুইটারেই তিনি জানিয়েছেন, এই কঠিন সময়ে বাবার কথা খুবই মনে পড়ছে তাঁর৷ তেজপ্রতাপের মতে, এই কঠিন সময়ে তাঁদের পরিবারের মতোই গোটা বিহারের  লালুপ্রসাদকে প্রয়োজন৷

টুইটারে এক ভিডিও বার্তায় তেজস্বী বলেছেন, সব পরিবারে সন্তানদের নিয়ে বাবা- মায়েরা এক জায়গায় রয়েছেন, কিন্তু পরিবারের থেকে অনেক দূরে রয়েছেন লালুপ্রসাদ৷ তেজপ্রতাপকে বলতে শোনা গিয়েছে, ‘তুমি কী খাচ্ছ, কেমন আছো, সেসব ভেবেই খুব চিন্তা হচ্ছে৷’

এমনিতে খুবই একরোখা স্বভাবের বলে পরিচিত তেজপ্রতাপ৷ বাড়িতেও নাকি তিনি কারওরই কথা শোনেন না৷ নিজের মর্জিমাফিক চলেন৷ একমাত্র নিজের বাবা লালুপ্রসাদের কথা কখনও অমান্য করেন না তেজপ্রতাপ৷ লালু একবার নিজেও বলেছিলেন, ‘আমাদের আদরের তেজু একটু জেদি ঠিকই, কিন্তু ওর মন খুব ভাল৷’

করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর মনে করা হয়েছিল লালুপ্রসাদকে হয়তো প্যারোলে হাসপাতাল থেকে ছাড়া হবে৷ কিন্তু সোমবার ঝাড়খণ্ড সরকারের ক্যাবিনেট বৈঠকে এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি৷ ফলে, লালু আদৌও হাসপাতাল থেকে ছাড়া পাবনে কিনা, তা নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে৷