করোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি ! নিজেই ট্যুইট করে জানালেন সেই খবর

#করাচি: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঝুঁকি নিয়েই ময়দানে নেমেছিলেন তিনি৷ বেশ ক’দিন ধরেই ঘরবন্দি পাকিস্তানের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ কিন্তু পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর ৷ শাহিদ আফ্রিদি নিজেই এখন করোনায় আক্রান্ত ৷ তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার ৷ ফ্যানদের কাছে তাঁর আবেদন, ‘আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনাই আপনারা সবাই করুন ৷’

করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এতদিন চলেছে লকডাউন। এখন লকডাউন উঠলেও কোভিড পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারত-পাকিস্তানের মতো অনেক দেশেই ৷ এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাঁদের পাশে অনেক দিন আগেই দাঁড়িয়েছেন আফ্রিদি। শনিবার নিজেই ট্যুইট করে তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার খবর জানান আফ্রিদি ৷ তিনি লেখেন, ‘‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ভাল লাগছিল না ৷ নানারকম সমস্যা দেখা দিচ্ছিল ৷ এরপরই কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে আমার ৷ সবাই প্রার্থনা করুন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি ৷ ’’

নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের দিকে। যা দেখে ট্যুইটারে এর আগে প্রশংসা করেন হরভজন সিং-ও। সেই আফ্রিদির কোভিড পজিটিভের খবর পেয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর ফ্যানরা ৷