Tag Archives: Shahid Afridi

মোদীর কাছে বিশেষ অনুরোধ আফ্রিদির, কী বললেন প্রাক্তন পাক অধিনায়ক

করাচি: চলতি বছরে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় দল। সেই কথা আগেই সাফ জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভারত বেঁকে বসায় পাকিস্তানের মাটি থেকে সরিয়ে দেওয়া হতে পারে এশিয়া কাপ। আরব আমিরশাহি বা শ্রীলঙ্কায় হতে পারে এশিয়া সেরা হওয়ার প্রতিযোগিতা। কিন্তু এত বড় প্রতিযোগিতা ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হাতছাড়া করতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ঠান্ডা লড়াই লেগেই রয়েছে পিসিবির। এবার দুই দেশের মধ্যে ক্রিকেট হত দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করলেন প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি।

শাহিদ আফ্রিদি মনে করেন, দুই দেশের মধ্যে ক্রিকেটে হতে দেওয়া উচিৎ ও ক্রিকেট পারে দুই দেশের সম্পর্ককে ভালো করতে। এক সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে কথা উঠলে শাহিদ আফ্রিদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করে বলেন,“আমি মোদী শাহাবের কাছে আবেদন করব যাতে ক্রিকেট হতে পারে দুই দলের মধ্যে।” পাকিস্তানে সাম্প্রতিক সময়ে একাধিক দল এসে সিরিজ খেলে গিয়েছে। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হয়নি। দুই দেশের সরকার চাইলেই ক্রিকেট হতে পারে বলেও মনে করেন শাহিদ আফ্রিদি। এছাড়াও শাহিদ আফ্রিদি বলেন, ‘আমরা যদি কারও সঙ্গে বন্ধুত্ব করতে চাই এবং সে আমাদের সঙ্গে কথা না বলে, তাহলে আমরা কী করতে পারি?’ বিসিসিআই পিসিবির থেকে অনেক বেশি শক্তিশালী বলেও জানান আফ্রিদি। তাই বিসিসিআইয়ের দায়িত্বও বেশি বলে জানান প্রাক্তন পাক অধিনায়ক।

প্রসঙ্গত, লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে গিয়ে ভারতীয় পতাকায় সই করে সকলের মন জয় করে নিয়েছিলেন শাহিদ আফ্রিদি। ভাইরাল ভিডিওতে দেখা যায়, দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা।

ভারতীয় পতাকায় সই করলেন পাকিস্তান ক্রিকেটার, নেট দুনিয়ায় ঝড় তুলল ভিডিও

কাতার: বরাবর বিতর্কিত চরিত্র প্রাক্তন পাকিস্তান অধিনায়ত শাহিদ আফ্রিদি। কখনও তিনি মানবিক, কখনও আবার ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন নানা কারণে। ক্রিকেট থেকে অবসরের পরও নানা কারণে বারবার শিরোনামে উঠে এসেথেন শাহিদ আফ্রিদি। এবার এক অন্য রূপে দেখা গেল প্রাক্তন পাক অধিনায়ককে। বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে ব্যস্ত রয়েছেন শাহিদ আফ্রিদি। সেখানে এমন এক কাণ্ড ঘটালেন আফ্রিদি যা মন জয় করে নিল সকলের।

লেজেন্ড লিগ ক্রিকেটে এশিয়া লায়ন্স দলকে নেতৃত্ব দিচ্ছেন শাহিদ আফ্রিদি। কাতারে চলছে প্রাক্তনদের এই টি-২০ প্রতিযোগিতা। সেখানে একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখা গিয়েছে ভারতীয় এক ফ্যান সইয়ের আবেদন জানান আফ্রিদির কাছে। সই করার জন্য ওই ভারতীয় সমর্থক এগিয়ে দেন একটি ভারতীয় পতাকা। শাহিদ আফ্রিদিকে দেখা যায় বিনা দ্বিধায় ওই ভারতীয় পতাকায় যত্নের সঙ্গে সই করে দেন আফ্রিদি। এছাড়া একটি জার্সিতেও নিজের সিগনেচার করে দেন আফ্রিদি।

আরও পড়ুনঃ IPL 2023: শুরু কেকেআর ম্যাচের টিকিট বিক্রি, কত দাম কোথায় পাবেন, রইল বিস্তারিত তথ্য

সেই ভিডিও পাকিস্তান ক্রিকেট বোর্ড স্বীকৃত একটি ফ্যান ক্লাবের তরফ থেতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আফ্রিদির ভারতীয় পতাকায় সই করার ভিডিও মন জয় করে নেয় নেটিজেনদের। যদিও এমন করায় বেশ কিছু পাক ফ্যান সমালোচনা করেছেন শাহিদ আফ্রিদির। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন পাক তারকা। প্রসঙ্গত, শুধু ভারতীয় পতাকায় সই করা নয়, কয়েক দিন আগে ম্যাচ চলাকালীন গৌতম গম্ভীরের হেলমেটে বল লাগনে তাকে গিয়ে দেখে আসেন আফ্রিদি। এতে গম্ভীর-আফ্রিদির সম্পর্কের বরফও অনেকটাই গলেছে বলে মত সকলের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক এখন শাহিদ আফ্রিদি, দায়িত্ব পেয়ে খুশি ‘বুম বুম ‘

#করাচি: পাকিস্তান ক্রিকেটের নতুন দায়িত্বে এলেন শাহিদ আফ্রিদি। বলা ভাল প্রাক্তন অধিনায়ককে বিশেষ একটা কাজ দিল পিসিবি। রামিজ রাজার জায়গায় দায়িত্বে ফেরার পরদিন থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ‘পুনর্গঠনে’ হাত দিয়েছেন নাজাম শেঠি। সরিয়ে দিয়েছিলেন প্রধান নির্বাচক মহম্মদ ওয়াসিমকে। আজ অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ক্রিকেটার শহিদ আফ্রিদিকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের জন্য দল নির্বাচনের কাজ করবেন তিনি। তিন সদস্যের নির্বাচক প্যানেলে আফ্রিদির সঙ্গে থাকছেন দুই প্রাক্তন ক্রিকেটার আবদুর রাজ্জাক ও রাও ইফতিখার আনজুম। মাঠে সাহসী ক্রিকেট খেলা আফ্রিদিকে আরও একবার সাহসিকতার পরিচয় দিতেই প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নাজাম শেঠি।

আরও পরুন – Ben Stokes CSK : এটাই শেষ বছর ধোনির! `বিগ বেনের’ হাতেই চেন্নাই অধিনায়কত্ব তুলে দেবেন মাহি

নাজাম শেঠি বলেছেন, আফ্রিদি একজন আক্রমণাত্মক ক্রিকেটার, পুরো ক্যারিয়ারে সাহসী ক্রিকেট খেলেছে। তার ২০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে, সব সংস্করণে সফলতার সঙ্গে খেলেছে। সবচেয়ে বড় কথা, সেসব সময় তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন করেছে। তাই আমরা সবাই মনে করেছি, আধুনিক ক্রিকেটের চাহিদা পূরণ করতে আফ্রিদির চেয়ে এই দায়িত্ব পালনের ভাল কেউ নেই।

আফ্রিদি নিজে এই দায়িত্ব পেয়ে জানিয়েছেন, পাকিস্তান ডাকলে তিনি সবসময় তৈরি। তার কাছে দেশের সম্মান সবার আগে। পাকিস্তান ক্রিকেট নিয়ে রাজনীতি তিনি পছন্দ করেন না। সারা পৃথিবীর সামনে কিভাবে পাকিস্তান ক্রিকেটকে সেরার আসনে নিয়ে যাওয়া যায় সেটাই তার একমাত্র কর্তব্য হতে চলেছে। ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দুটি টেস্ট ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা। আফ্রিদি ছাড়াও এই দায়িত্ব পাওয়ার দৌড়েছিলেন ইনজামাম।

শামি-আখতারের ‘ট্যুইট যু্দ্ধে’ আসরে নামলেন আফ্রিদি, ভারতীয় পেসারের বিরুদ্ধে দাগলেন তোপ

#করাচি: টি-২০ বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তানের স্বপ্নের ফাইনাল না হলেও দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু বাকযুদ্ধ কিন্তু কমছে না। বিশেষ করে শোয়েব আখতার ও মহম্মদ শামির ‘ট্যুইট যুদ্ধ’ কিন্তু বেশ উত্তাপ বাড়িয়েছে নেট দুনিয়ায়। সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছিলেন শোয়েব আখতার। আর ফাইনালে পাকিস্তান হারের পর শোয়েবকে পাল্টা দিয়েছিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি। এই ইস্যুতে এবার আসরে নামলেন শাহিদ আফ্রিদিও।

টি-২০ বিশ্বকাপের সেমি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছিল ভারতীয় দলকে। তারপর ট্যুইটারে শোয়েব আখতার হৃদয় ভাঙার ইমোজি শেয়ার করেছিলেন। তাছাড়া এর আগেও একাধিকবার ভারতীয় দলের সমালোচনা করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এরপর ফাইনালে বেন স্টেকস উইনিং শট নেওয়ার পরই আখতারে ট্যুইটে প্রতিক্রিয়া দিয়ে শামি লেখেন, ‘দুঃখিত ভাই। এটাকে কর্মা বলে’। সঙ্গে তিনটি ভাঙা হৃদয়ের ইমোজি। শামি বুঝিয়ে দেন কর্মফল ভোগ করতে হচ্ছে আখতারকে।

শামির এই প্রতিক্রিয়া ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে একটি টিভি চ্যানেলের শো-তে শামি প্রসঙ্গে শাহিদ আখতার বলেন, ‘আমরা যারা ক্রিকেটার, তারা রোল মডেল। আমাদের চেষ্টা করা উচিত বিতর্ক থেকে দূরে সরে থাকা। আমরা একে অপরের প্রতিবেশী। এমন কিছু হওয়া ঠিক নয়, যেটা মানুষের মনে ঘৃণার জন্ম দেয়। যদি আমরা এমনটা করি, তবে সাধারাণ মানুষের থেকে কী আশা করা হবে।’

 

আরও পড়ুনঃ তিনবার সেরার সেরা, টি-২০ বিশ্বকাপে ভারতের ‘বিরাট’ প্রাপ্তি, ফের প্রমাণিত ‘কিং কোহলি’

 

এছাড়াও শাহিদ আফ্রিদি ওই অনুষ্ঠানে বলেন, ‘কেউ যদি অবসরপ্রাপ্ত খেলোয়াড় হয়ে থাকে, তখনও এই সব করা ঠিক নয়। আর তুমি তো বর্তমানে টিমে খেলছো। তাই এই সব বিষয় এড়িয়ে চলাই ভালো।’ ফলে শামি ও আখতারের ট্যুইট যুদ্ধ নিয়ে এমনিতেই সরগরম ছিল পরিস্থিতি। এবার আফ্রিদির মন্তব্য সেই আগুনে আরও কিছুটা ঘি পড়ল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

 

PSL 2020: মারাত্মক ইয়র্কারে বোল্ড ! বোলার চাইলেন ক্ষমা, জবাবে আফ্রিদি কী বললেন ?

#লাহোর: ‘আনপ্লেয়বল ইয়র্কার’ ! হ্যাঁ, শাহিদ আফ্রিদিকে করা পেসার হ্যারিস রউফের বলটাকে ঠিক তেমনই বলা যেতে পারে ৷ পাকিস্তান সুপার লিগ (PSL)-এ একের পর এক সব জমজমাট ম্যাচই দেখা যাচ্ছে ৷ টুর্নামেন্ট এখন প্রায় শেষ হওয়ার পথে ৷ লাহোর কোয়ালান্ডার্সের বোলার হ্যারিসের করা ওই বল প্রায় চোখেই দেখতে পারেননি আফ্রিদি ৷

এত জোরে একটি ইয়র্কারকে সামলানো প্রায় অসম্ভব ছিল বলেই মত আফ্রিদির ৷ প্রথম বলেই আউট হয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি ৷ আউট করার পর আফ্রিদিকে জোর হাতে নমস্কার করতেও দেখা গিয়েছে হ্যারিসকে ৷ ম্যাচে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন রউফ ৷ ট্যুইটারে সেই ভিডিও শেয়ারও করা হয় ৷ ‘লেখা লালা (আফ্রিদি) আই অ্যাম সরি…’ ৷

প্রথম বলেই যে এমন ভয়ঙ্কর ইয়র্কারের সম্মুখীন হতে হবে, তা ভাবেননি আফ্রিদি ৷ পরে তিনিও মজা করে ট্যুইট করেন, ‘‘ ওটা একটা সাংঘাতিক ইয়র্কার ছিল ৷ হ্যারিস খুব ভাল বল করেছে ৷ দয়া করে আমাকে এরপর একটু আস্তে বল করো ! অভিনন্দন কোয়ালান্ডার্স টিমকে ফাইনালে ওঠার জন্য ৷ আর সুলতান ফ্যানদের ধন্যবাদ গোটা মরশুম ধরে আমাদের দারুণ সমর্থন করার জন্য ৷’’

করোনায় আক্রান্ত শাহিদ আফ্রিদি ! নিজেই ট্যুইট করে জানালেন সেই খবর

#করাচি: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ঝুঁকি নিয়েই ময়দানে নেমেছিলেন তিনি৷ বেশ ক’দিন ধরেই ঘরবন্দি পাকিস্তানের বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ কিন্তু পাকিস্তান তো বটেই, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্য দুশ্চিন্তার খবর ৷ শাহিদ আফ্রিদি নিজেই এখন করোনায় আক্রান্ত ৷ তাঁর লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শনিবার ৷ ফ্যানদের কাছে তাঁর আবেদন, ‘আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, সেই প্রার্থনাই আপনারা সবাই করুন ৷’

করোনা মোকাবিলায় প্রায় পুরো বিশ্বেই এতদিন চলেছে লকডাউন। এখন লকডাউন উঠলেও কোভিড পরিস্থিতির কোনও উন্নতি নেই ভারত-পাকিস্তানের মতো অনেক দেশেই ৷ এই পরিস্থিতিতে যাঁদের রুটি-রুজি সঙ্কটে পড়ে গিয়েছে, তাঁদের পাশে অনেক দিন আগেই দাঁড়িয়েছেন আফ্রিদি। শনিবার নিজেই ট্যুইট করে তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ হওয়ার খবর জানান আফ্রিদি ৷ তিনি লেখেন, ‘‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ভাল লাগছিল না ৷ নানারকম সমস্যা দেখা দিচ্ছিল ৷ এরপরই কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসে আমার ৷ সবাই প্রার্থনা করুন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি ৷ ’’

নিজের ফাউন্ডেশনের মাধ্যমে আফ্রিদি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের দিকে। যা দেখে ট্যুইটারে এর আগে প্রশংসা করেন হরভজন সিং-ও। সেই আফ্রিদির কোভিড পজিটিভের খবর পেয়ে স্বভাবতই ভেঙে পড়েছেন তাঁর ফ্যানরা ৷