দাদাকে মোটেই সহ্য হয় না, ফের একবার প্রমাণ করলেন শাস্ত্রী, নেটিজেনরা বুঝে নিলেন ইঞ্চিতে ইঞ্চিতে

#দুবাই:‘যারে দেখতে নারি তার চলন ব্যাঁকা’ বাংলার একটি জনপ্রিয় প্রবাদ৷ ফের একবার রবি শাস্ত্রী তাই করে নেটিজেনদের কাছে হাস্যস্পদ হলেন৷

 করোনা অতিমারি সারা পৃথিবী স্তব্ধ ৷ অলিম্পিক্স পিছিয়ে গেল , পিছিয়ে গেল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ৷ নির্ধারিত উইন্ডোতে শুরু করা গেল না আইপিএল৷ কিন্তু আইপিএল এবার হবেই এ কথা বারবার বলে যিনি আশ্বস্ত করেছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ আর তাঁর কথা যে শুধু কথার কথা নয় তা আরও একবার প্রমাণিত হয়ে গেল ১০ নভেম্বর ২০২০ তে৷ প্রায় ২ মাস ধরে সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আয়োজিত হল আইপিএলের ত্রয়োদশ সংস্করণ৷ শুধু আয়োজিত বললে অবশ্য কম বলা হবে৷ একেবারে তারকা খচিত পূর্ণ শক্তির দল নিয়ে আটটি দল লড়ল শ্রেষ্ঠত্বের লড়াই৷ কোনও কাটছাঁট টুর্নামেন্টও হল না একেবারে নির্দিষ্ট ফর্ম্যাট মেনেই চলল আইপিএল৷

তবে ভ্যেনুর অভাবে হোম ও অ্যাওয়ে ম্যাচের গ্রাউন্ড ফেসিলিটি দেওয়া যায়নি . তাই ডবল লেগে খেলা হলেও সেই সুবিধাটা পাননি ক্রিকেটাররাও৷ কিন্তু দাদা-র হাত ধরেই ঘটেছে শাপমোচন৷ দীর্ঘ লকডাউন ও তার পরবর্তী পর্বে ক্রিকেটাররা যখন অনুশীলন করতে পারছিলেন না তখনও তাঁদের স্কিল পারফরম্যান্সের ওপর আস্থা রেখেই টুর্নামেন্ট আয়োজনের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷

আসলে তিনিই তো দেখিয়েছেন লর্ডসের ঐতিহ্যমণ্ডিত ব্যালকনিতে উর্ধ্বাঙ্গ অনাবৃত করে টি শার্ট ঘোরানো যায় ৷ আসলে সকলেই বীরদের ভালোবাসে৷ যারা নিজেরা সাহসী সিদ্ধান্ত নিতে পারে না তারা অন্য কারোর সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ করে আর এটাই সৌরভের অসম্ভব জনপ্রিয়তার কারণ৷ আর তাই আইপিএল ফাইনালের দিনে ট্যুইটারে ট্রেন্ডিং হলেন দাদা ৷

এদিকে নিন্দুকদের যে জ্বালা থেকেই যায় তা ফের প্রমাণ করলেন রবি শাস্ত্রী, সফল আইপিএল আয়োজনের কৃতিত্ব একাধিকজনকে দিলেও দাদার নাম মিসিং৷


আসলে সৌরভকে কখনই তাঁর পছন্দ নয় তা বারবার প্রমাণ করেছেন শাস্ত্রী৷ সেরা অধিনায়ক ,সেরা ক্রিকেটার কোনওক্ষেত্রেই বলার সময় সৌরভের নাম তাঁর মনে পড়ে না৷ এবারও মনে পড়লন না ৷ আইপিএলে আয়োজনের কৃতিত্বের কুর্নিশ বোর্ডের সবাই পেলেও , বাদ নাকি খোদ প্রেসিডেন্টই৷ আসলে তার নামটা যে সৌরভ!

 

নেটিজেনরা মিটিয়ে দিল সেই খেদ৷

ভারতীয় ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব তিনি যখন নিয়েছিলেন তখন বেটিং কলঙ্কে মূহ্যমান ভারতীয় ক্রিকেট৷ সাহসী সিদ্ধান্ত ও সফল পারফরম্যান্স দিয়ে ক্রিকেটকে স্বমহিমায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ এবার যখন সারা পৃথিবী মারণ রোগের ভয়ে লুকিয়ে তখন সমস্ত সুরক্ষাবিধি মেনে একজন ক্রিকেটার ও স্টাফদের অসুস্থ হতে না দিয়ে সফল ভাবে আয়োজন করে ফেললেন মিলিয়ন ডলার ক্রিকেট শো৷ তাই সকলেই জানাচ্ছে কুর্নিশ দাদা৷