বিমানবন্দরে সোনা নিয়ে আটকানোর পর ক্রুণালকে নিয়ে শুরু খোরাক! ট্যুইটার ভরে গেল Memes-জোকসে

#মুম্বই: আইপিএলে চ্যাম্পিয়ন দলের সদস্যও হয়েও আপাতত শান্তিতে নেই ক্রুণাল পান্ডিয়ার ৷ বৃহস্পতিবার দুবাই থেকে মুম্বই ফিরতে গিয়ে বিমানবন্দরে অনেক অস্বস্তিতেই পড়তে হয়েছে হার্দিকের দাদাকে ৷ কারণ একটাই, ক্রুণালের কাছে পাওয়া গিয়েছিল অনুমতিযোগ্য পরিমাণের তুলনায় অনেক বেশি পরিমাণ সোনা ৷ যা তিনি দুবাই থেকে নিয়ে দেশে ফিরেছেন ৷ এর জন্য বিমানবন্দরেই তাঁকে আটকে দেওয়া হয় ৷ এই খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি ৷ তারপর থেকেই ট্যুইটারে ক্রুণালকে নিয়ে হাসির রোল ওঠে ৷ মজার মজার মিম এবং জোকসে ভরিয়ে দেন নেটিজেনরা ৷ কেউ কেউ তাঁকে সঙ্গীত পরিচালক বাপ্পি লাহিড়ীর সঙ্গেও তুলনা করেছেন ৷ অনেকে হার্দিকের দাদাকে নিয়ে কু-মন্তব্য করতেও ছাড়েননি ৷

মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে টিমের সঙ্গে নামতেই বৃহস্পতিবার ক্রুণালকে আটক করেন ডিআরআই (‌Directorate of Revenue Intelligence)‌ অফিসাররা। ক্রুণালের কাছে অনেক বেশি পরিমাণ সোনা এবং আরও বেশ কিছু মূল্যবান দ্রব্য পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে ৷ এর জন্য ক্রুণালকে ডেকে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন DRI অফিসাররা ৷

নিয়ম অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার সময় পুরুষ যাত্রীরা সর্বাধিক ২০ গ্রাম সোনা নিয়ে আসতে পারেন। মহিলাদের ক্ষেত্রে তার পরিমাণ ৪০ গ্রাম ৷ অর্থাৎ প্রায় এক লক্ষ টাকা দামের সোনা ৷ ক্রুণালের ক্ষেত্রে এমনটা হয়নি ৷ অনেক বেশি পরিমাণে সোনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়েই এদিন দুবাই থেকে মুম্বই ফেরেন ক্রুণাল ৷ আর তারপরেই তাঁকে আটকে দেওয়া হয় ৷ ক্রুণালের কাছে থেকে সোনা কেনার বিলের পাশাপাশি আরও একাধিক কাগজপত্র দেখতে চাওয়া হয় ৷