India vs Australia: বল হাতে দুরন্ত শার্দুল-বুমরাহ, ১৩ রানে জিতে ক্যানবেরায় সম্মানরক্ষা টিম ইন্ডিয়ার

ভারত: ৩০২/৫ (৫০ ওভার)
অস্ট্রেলিয়া: ২৮৯ (৪৯.৩ ওভার)
১৩ রানে জয়ী ভারত

#ক্যানবেরা:  প্রথম দু’টো ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ভারত ৷ ব্যাটে-বলে সবেতেই হতাশ করেছিল কোহলি ব্রিগেড ৷ কিন্তু সিরিজ হারের পর ক্যানবেরায় নিয়মরক্ষার ম্যাচে লড়াই হল জমজমাট ৷ ১৩ রানে জিতে কিছুটা সম্মানরক্ষা টিম ইন্ডিয়ার ৷ রাজধানীতে নিজেদের পয়া মাঠেই হার হজম করল ক্যাঙারু বাহিনী ৷

মানুকা ওভালে বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম দুটো ম্যাচে টস হারাটাই ছিল বড় ফ্যাক্টর ৷ সিরিজের শেষ ম্যাচে অবশেষে টস জিততে সফল বিরাট ৷ প্রথম একাদশে এদিন চারটি পরিবর্তন করে ভারত। ওয়ান ডে-তে অভিষেক হয় পেসার টি নটরাজনের ৷ এ ছাড়া প্রথম একাদশে জায়গা পান শুভমান গিল, শার্দুল ঠাকুর এবং কুলদীপ যাদব ৷ বাদ পড়েন চাহাল, শামি, নবদীপ সাইনি এবং ময়াঙ্ক আগরওয়াল ৷ টি২০ সিরিজ শুরুর আগে এই জয় অবশ্যই মনোবল বাড়াবে টিম ইন্ডিয়ার ৷

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ধাওয়ান (১৬) এবং শুভমান গিল (৩৩) আউট হওয়ার পর দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক বিরাট কোহলি (৬৩) এবং হার্দিক পান্ডিয়া (৯২ নট আউট) ৷ অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতে ছন্দে রয়েছেন হার্দিক ৷ প্রথম ম্যাচের পর এদিনও রান পেয়েছেন তিনি ৷ হার্দিক মারেন ৭টি চার এবং ১টি ছক্কা ৷ শেষ দিকে চালিয়ে খেলে দুরন্ত হাফ-সেঞ্চুরিটা করে ফেলেন রবীন্দ্র জাদেজাও ৷ ৫০ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন তিনি ৷

৩০৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চ (৭৫) এবং গ্লেন ম্যাক্সওয়েল (৫৯) রান করলেও অস্ট্রেলিয়ার বাকি ব্যাটসম্যানরা এদিন সেভাবে রান পাননি ৷ ওয়ার্নারকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া ৷ ম্যাক্সওয়েল আউট হতেই ম্যাচ অনেকটাই নিজেদের দখলে নিয়ে নেয় ভারত ৷ শেষপর্যন্ত ২৮৯ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া ৷ বুমরাহ ৪৩ রান দিয়ে ২টি, শার্দুল ঠাকুর ৫১ রান দিয়ে ৩টি এবং নটরাজন ৭০ রান দিয়ে ২টি উইকেট নেন ৷

দুদলের প্রথম একাদশ

ভারত– শিখর ধাওয়ান, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও টি নটরাজন।

অস্ট্রেলিয়া অ্যারন ফিঞ্চ, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, মোয়েজ হেনরিক্স, অ্যালেক্স কারে, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগর, শন অ্যাবট ও জস হ্যাজলউড।