চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে ইতি, ট্যুইট করে যা বললেন হরভজন সিং

#মুম্বই: স্পিনার হরভজন সিং (Harbhajan Singh) নিজেই ট্যুইট করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংস (CSK)-র সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়েছে৷ অভিজ্ঞ এই ক্রিকেটার জানিয়ে দিয়েছেন এই মরশুমের আইপিএলে (IPL 2021) চেন্নাইয়ের জার্সিতে খেলবেন না৷

৪০ বছরের অফ স্পিনার বুধবার ট্যুইটারে নিজের ফ্যান ও ফ্রাঞ্চাইজিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন৷ এই দলে তিনি তিন বছর কাটিয়েছেন৷ নিজের ট্যুইটে তিনি লিখেছেন ,  “As my contract comes to an end with @ChennaiIPL, playing for this team was a great experience..beautiful memories made &some great friends which I will remember fondly for years to come..Thank you @ChennaiIPL, management, staff and fans for a wonderful 2years.. All the best,”-অর্থাৎ ‘আইপিএলের চেন্নাই ফ্রাঞ্চাইজি -র সঙ্গে আমার চুক্তি শেষ হয়েছে৷ দারুণ অনুভূতি,সুন্দর সব স্মৃতি, কিছু ভালো বন্ধু যা আমি আগামী বছরগুলিতেও মনে রাখব৷ ধন্যবাদ চেন্নাই আইপিএল ম্যানেজমেন্ট, স্টাফ ও ফ্যান দুর্দান্ত ২ বছরের জন্য৷ ’

ভাজ্জি মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন সিএসকে -তে যোগ দিয়েছিলেন ২০১৮ তে ৷ ২ কোটি টাকাতে তাঁকে কিনেছিল চেন্নাই ফ্রাঞ্চাইজি৷ ২০১৯ এ আইপিএল ফাইনালে চেন্নাইয়ের পৌঁছনোয় তাঁর অবদান ছিল অনস্বীকার্য৷ সেই বছর ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন তিনি৷ ব্যক্তিগত কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত আইপিএলে অংশ নিতে পারেননি ভাজ্জি৷

সিএসকে আইপিএলের সফলতম ফ্রাঞ্চাইজি৷ কিন্তু ২০২০ তাঁদের সব আইপিএলের মরশুমের মধ্যে সবচেয়ে খারাপতম মরশুম৷ তারা সপ্তম হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল৷ ফেব্রুয়ারিতে আইপিএলের যে মিনি নিলাম হবে তাতে নতুন ক্রিকেটার নিয়ে নতুন করে দল সাজাতে আগ্রহী চেন্নাই সুপার কিংস ৷