IPL Auction 2021: এবার আইপিএল-এ মাঠেও নামবেন শাহরুখ খান, দাম উঠল ‘মাত্র’ ৫ কোটি

#চেন্নাই: এতদিন আইপিএল-এ দল ছিল শাহরুখ খানের৷ এবারের আইপিএল অবশ্য ব্যাট হাতে মাঠেও নামতে পারেন এক শাহরুখ খান৷ তিনি তামিলনাড়ুর ডানহাতি তরুণ ব্যাটসম্যান৷ মাঝে মধ্যে স্পিন বোলিংও করতে পারেন শাহরুখ৷ তবে শুধু নামের জন্য নয়, যে দামে তিনি বিক্রি হলেন,তাতেও চমকে দিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার৷ ২৫ বছর বয়সি এই ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় কিনে নিল পঞ্জাব কিংস৷

এ দিন আইপিএল-এর নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শাহরুখ অবশ্যই বড় চমক৷ কারণ তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা৷ ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও যে আহামরি কিছু, এমন নয়৷ তবে এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর খেলা নজর কেড়েছিল৷ সম্ভবত সেই কারণেই তাঁকে নিয়ে এ দিন আগ্রহ ছিল আইপিএল-এর কয়েকটি দলের মধ্যে৷ শাহরুখকে দলে নিতে পঞ্জাবের সঙ্গে লড়াইয়ে ছিল বিরাটের ব্যাঙ্গালোর৷ শেষ পর্যন্ত ৫ কোটি টাকারও বেশি দামে তাঁকে কিনে নেয় প্রীতি জিন্টার দল৷

২০২১ সালের আইপিএল নিলামে সব নজরই কেড়ে নিয়েছেন তিন বিদেশি গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস এবং জাই রিচার্ডসন৷ ১৬.২৫ কোটি টাকায় মরিসকে কিনেছে রাজস্থান৷ আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন মরিস৷ পাশাপাশি ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় কিনেছে ব্যাঙ্গালোর, রিচার্ডসনকে দলে নিতে ১৪ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব৷ সেদিক দিক দিয়ে দেখতে গেলে অপ্রত্যাশিত ভাবে ৫ কোটি টাকার উপরে দর ওঠায় চর্চায় অনামী শাহরুখ খান৷

শাহরুখের টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ২৯৩ রান করেছেন তিনি৷ স্ট্রাইক রেট ১৩১.৪০, সর্বোচ্চ অপরাজিত ৪০৷ যে দামে তাঁকে প্রীতি জিন্টার দল কিনেছে, তাতে প্রথম এগারোয় তাঁকে সুযোগ দেওয়া হবে এমনটাই প্রত্যাশিত৷ মনে করা হচ্ছে, নীচের দিকে নেমে ঠান্ডা মাথায় ম্য়াচ শেষ করার ক্ষমতার জন্য়ই শাহরুখকে নিতে আগ্রহী ছিল পঞ্জাব এবং ব্যাঙ্গালোর৷ নিলামের মতো মাঠে নেমেও শাহরুখ চমকে দিতে পারেন কি না, সেটাই এখন দেখার৷ পঞ্জাবকে শাহরুখ যদি সাফল্য এনে দিতে পারেন, তাহলে ক্রিকেট মাঠেও হিট হবে প্রীতি- শাহরুখ জুটি৷