Tag Archives: IPL Auction 2021

IPL Auction 2021: একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন দীনেশ

#চেন্নাই: দীনেশ কার্তিকের (Dinesh Karthik) নিজের শহর চেন্নাইয়ে বৃহস্পতিবার নিলামের আসর বসেছিল৷ বৃহস্পতিবার একের পর এক ট্যুইটে পুরো নিলাম মাতিয়ে রাখলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার-ব্যাটসম্যান৷ তাঁর ‘সেন্স অফ হিউমর’ মন জয় করে নিয়েছে৷

দীনেশ এ দিন শুরুতেই একদম ফর্ম্যাল পোশাকে নিজের একটি ছবি ট্যুইট করলেন৷ নিজের শরীরি ভাষা দিয়ে মজা করে বোঝাতে চাইলেন যে, একজন করে প্লেয়ারকে দলে নেওয়ার পর মালিকদের শরীরি ভাষা কেমন থাকে!

এখানেই শেষ নয়, দীনেশের হাস্যরস আরও একবার ফুটে উঠল অন্য ট্যুইটেও৷ এদিন ফাস্টবোলাররা কোটি কোটি টাকায় অন্য দলে গিয়েছেন৷ যা দেখে দীনেশের আক্ষেপ করলেন৷ তিনি বললেন, “মায়ের কথা শুনে ফাস্টবোলার হলেই ভাল হতো৷ বাবার কথা না শুনলেই ভাল হতো৷ বোঝাই যাচ্ছে মা’র দূরদূষ্টি ছিল৷”

এদিন দীনেশ নতুন প্লেয়ারদেরও নিজের দলে স্বাগত জানিয়ে লিখেছেন কেকেআর-এর হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি৷

IPL Auction 2021: শাহরুখ খানকে কিনে নিয়ে প্রীতি জিন্টা যা করলেন! দেখুন ভাইরাল ভিডিও

#চেন্নাই: ক্রিকেটের দুনিয়ায় খুব বেশি নাম নেই ,তবুও সেই শাহরুখ খানকে ঘিরেই জমে উঠল আইপিএলের নিলামের দরাদরি৷ দিল্লি ক্যাপিটাল্স দর হাঁকতে শুরু করেছিল , তাদের সঙ্গে আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ ঝড়ের গতিতে ২ কোটি টাকা মার্ক পার হয়ে যায় তাঁর দাম৷

দিল্লি পিছু হঠতেই আসরে নামে পঞ্জাব কিংস৷ একবারের আইপিএল খেতাব জয়ীরা একে দলে নিতে একেবারে কোমরে দড়ি বেঁধে আসরে নেমে পড়ে৷ আরসিবি শেষ বিড করে ৫ কোটি টাকা৷ আর সবচেয়ে বেশি দাম তুলে শাহরুখকে দলে পেয়ে যায় পঞ্জাব৷ তারা দর তোলে ৫,২৫ কোটি৷

পিকে-র অন্যতম কর্ণধার শাহরুখ খানকে কিনে নেওয়ার পরেই কলকাতা নাইট রাইডার্সের নিলামে টেবলের দিকে ঘুরে যান এবং এক দারুণ মুখভঙ্গি করেন৷ কারণ কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান ৷ দেখে নিন ঠিক কী করেছিলেন প্রীতি জিন্টা৷ দেখে নিন সেই সুপারহিট ভিডিও৷

তামিলনাড়ুর এই ক্রিকেটার শাহরুখ খান তামিলনাড়ুর জার্সিতে ৩১ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ তাঁর রয়েছে ২৩৯ রান ও ২ উইকেট৷ শাহরুখ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২০.০০ স্ট্রাইক রেটে ৮৮ রান করেছিলেন৷

শাহরুখ ছাড়া পঞ্জাব কিংস জেই রিচার্ডসনকে ১৪ কোটি  টাকা দিয়ে কেনে৷ এছাড়াও রিলে মেরেডিথকে কেনে ৮ কোটিতে৷ তাঁরা ডাওয়িড মালানকে কেনে দেড় কোটিতে৷ ় যিনি এই মুহূর্তে টি টোয়েন্টিতে এক নম্বর ব্যাটসম্যান৷

IPL Auction 2021: চূড়ান্ত ট্রোলড সচিন পুত্র অর্জুন, মিম বন্যায় ভাসছে ট্যুইটার

#মুম্বই: আইপিএল নিলামে যে সব তারকার দিকে নজর রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)৷ এই মিনি নিলামে তাঁর দিকে নজর ছিল সব ফ্রাঞ্চাইজিরই৷ কিন্তু নিলাম শুরু হওয়ার পর প্রায় সাড়ে তিন ঘণ্টা কেটে যাওয়ার পরেও অবিক্রিত রয়ে গিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার৷ যা দেখে নেটাগরিকরা একের পর এক মিমে অর্জুনকে করলেন চূড়ান্ত ট্রোলড৷ ট্যুইটারে ট্রেন্ডিং এখন অর্জুন৷

সিনিয়র পর্যায় মাত্র দুটি ম্যাচ খেলা অর্জুন নেট বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটারদের বল করেছেন। যেমন চার বছর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মিতালি রাজ, স্মৃতি মন্ধনা ও বেদা কৃষ্ণমূর্তিদের বিরুদ্ধে নেটে বল করেছিলেন। পাশাপাশি ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বিরুদ্ধেও বল করেছেন তিনি। নেটে অর্জুনের ইয়র্কার আছড়ে পড়েছিল জনির পায়ে। আঘাত পেয়েছিলেন তিনি। এছাড়াও ভারতীয় দলের ইংল্যান্ড সফরে নেট বোলার হিসেবে বল করেছেন তিনি। নিজেকে বোলিং অলরাউন্ডার বলতেই পছন্দ করেন অর্জুন।উচ্চতা ভাল। ঘন্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন তিনি।

IPL Auction 2021: এবার আইপিএল-এ মাঠেও নামবেন শাহরুখ খান, দাম উঠল ‘মাত্র’ ৫ কোটি

#চেন্নাই: এতদিন আইপিএল-এ দল ছিল শাহরুখ খানের৷ এবারের আইপিএল অবশ্য ব্যাট হাতে মাঠেও নামতে পারেন এক শাহরুখ খান৷ তিনি তামিলনাড়ুর ডানহাতি তরুণ ব্যাটসম্যান৷ মাঝে মধ্যে স্পিন বোলিংও করতে পারেন শাহরুখ৷ তবে শুধু নামের জন্য নয়, যে দামে তিনি বিক্রি হলেন,তাতেও চমকে দিলেন তামিলনাড়ুর এই ক্রিকেটার৷ ২৫ বছর বয়সি এই ক্রিকেটারকে ৫.২৫ কোটি টাকায় কিনে নিল পঞ্জাব কিংস৷

এ দিন আইপিএল-এর নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শাহরুখ অবশ্যই বড় চমক৷ কারণ তাঁর বেস প্রাইস ছিল মাত্র ২০ লক্ষ টাকা৷ ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে তাঁর পারফরম্যান্সও যে আহামরি কিছু, এমন নয়৷ তবে এ বছর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর খেলা নজর কেড়েছিল৷ সম্ভবত সেই কারণেই তাঁকে নিয়ে এ দিন আগ্রহ ছিল আইপিএল-এর কয়েকটি দলের মধ্যে৷ শাহরুখকে দলে নিতে পঞ্জাবের সঙ্গে লড়াইয়ে ছিল বিরাটের ব্যাঙ্গালোর৷ শেষ পর্যন্ত ৫ কোটি টাকারও বেশি দামে তাঁকে কিনে নেয় প্রীতি জিন্টার দল৷

২০২১ সালের আইপিএল নিলামে সব নজরই কেড়ে নিয়েছেন তিন বিদেশি গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস এবং জাই রিচার্ডসন৷ ১৬.২৫ কোটি টাকায় মরিসকে কিনেছে রাজস্থান৷ আইপিএল-এর ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হলেন মরিস৷ পাশাপাশি ম্যাক্সওয়েলকে ১৪.২৫ কোটি টাকায় কিনেছে ব্যাঙ্গালোর, রিচার্ডসনকে দলে নিতে ১৪ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব৷ সেদিক দিক দিয়ে দেখতে গেলে অপ্রত্যাশিত ভাবে ৫ কোটি টাকার উপরে দর ওঠায় চর্চায় অনামী শাহরুখ খান৷

শাহরুখের টি টোয়েন্টি পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ২৯৩ রান করেছেন তিনি৷ স্ট্রাইক রেট ১৩১.৪০, সর্বোচ্চ অপরাজিত ৪০৷ যে দামে তাঁকে প্রীতি জিন্টার দল কিনেছে, তাতে প্রথম এগারোয় তাঁকে সুযোগ দেওয়া হবে এমনটাই প্রত্যাশিত৷ মনে করা হচ্ছে, নীচের দিকে নেমে ঠান্ডা মাথায় ম্য়াচ শেষ করার ক্ষমতার জন্য়ই শাহরুখকে নিতে আগ্রহী ছিল পঞ্জাব এবং ব্যাঙ্গালোর৷ নিলামের মতো মাঠে নেমেও শাহরুখ চমকে দিতে পারেন কি না, সেটাই এখন দেখার৷ পঞ্জাবকে শাহরুখ যদি সাফল্য এনে দিতে পারেন, তাহলে ক্রিকেট মাঠেও হিট হবে প্রীতি- শাহরুখ জুটি৷

 

IPL Auction 2021: বাংলাদেশের পেস অস্ত্র মুস্তাফিজুর, বিপক্ষকে কাটতে দলে নিল রাজস্থান

#চেন্নাই:  বাংলাদেশের পেস অস্ত্র মুস্তাফিজুর রহমান বিক্রি হলেন এক কোটিতে৷ রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলবেন বাঙালি এই পেসার৷ এর আগে আরেক বাংলাদেশি ক্রিকেটার শাকিব আল হাসানকে কিনে নেয় ৷ ৩.২ কোটিতে তাঁর পুরনো দল তাঁকে কিনে নেয়৷

দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি টাকা দিয়ে৷ আর এবারে তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল৷ গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি৷

গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ তাঁর ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে৷

কিন্তু ়যখন তাঁকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন মোটেই এসব কথা মনে হয়নি৷ প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷

#চেন্নাই: গ্লেন ম্যাক্সওয়েল (বেস প্রাইস ২ কোটি টাকা)ম্যাক্সওয়েলের পরিচিত গেম চেঞ্জার হিসেবে৷ দু একটা মরশুম বাদ দিলে তিনি আইপিএলে অসম্ভব সফল৷ ২০২০ তে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তিনি খুব খারাপ পারফর্ম করেছিলেন৷ গোটা মরশুমে একটি ছক্কাও মারেননি তিনি৷ ২০২১ এ বিগ ব্যাশ মরশুম খুব ভালোই করেছিলেন৷ ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেন তিনি৷

তবে এরপরেও ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি৷ প্রথমে কেকেআর নিলামে গলা চড়ালেও পরে দুই দক্ষিণী দল অজি তারকাকে নিয়ে প্রবল লড়াইতে নেমে পড়েন ৷ ১৪.২৫ কোটিকে আরসিবি কিনে নেয় ম্যাক্সওয়েলকে৷

আইপিএলের মিনি নিলামে প্রথম সেটে একেবারে কৃপণের মতোই সিটের সঙ্গে বসে রইলেন আটটি ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা৷ শুধুমাত্র কেনা হল স্টিভ স্মিথকে৷ তাঁকে কেনা হল ২ কোটি ২০ লক্ষ টাকায়৷

প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর নামে বিড করলেও পরে আর আগ্রহ দেখায়নি৷ ফলে প্রাক্তন অজি অধিনায়ককে তুলে নেয় দিল্লি৷

স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা)রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এ তাঁর গত মরশুম খুব খারাপ গিয়েছিল৷ তবে তিনিও দারুণ শতরান করেছিলেন করেছিলেন নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচে৷

আইপিএল নিলাম শুরুর মঞ্চেই এল ঘোষণা৷ গত মরশুমে চিন ভারত সম্পর্কে অবনতির জেরে জানানো হয়েছিল আইপিএল স্পনসর থাকছে না ভিভো৷ ড্রিম ইলেভেন এক মরশুমের জন্য হয়েছিল স্পনসর৷ এবার ফের টাইটেল স্পনসর ভিভোই৷

IPL Auction 2021: আইপিএলের দামীতম প্লেয়ার হলেন ক্রিস মরিস, বিক্রি হলেন ১৬.২৫ কোটিতে

#চেন্নাই:  দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিসকে গত মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল ১০ কোটি টাকা দিয়ে৷ আর এবারে তাঁকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে কিনে আইপিএলের সমস্ত রেকর্ড ভেঙেচুরে দিল৷ গত আইপিএলের পরে একটিও ম্যাচ না খেলে এই দর পেলেন তিনি৷

গত মরশুমে ৯ টি ম্যাচ খেলে ৩৪ রান করেছিলেন নিয়েছিলেন ১২ টি উইকেট৷ তাঁর ফিটনেস নিয়ে অনেক সময়েই সমস্যা হয়, তাই সেটা একটা চিন্তার বিষয় হতে পারে৷

কিন্তু ়যখন তাঁকে নিয়ে দড়ি টানাটানি হচ্ছিল তখন মোটেই এসব কথা মনে হয়নি৷ প্রোটিয়া এই অলরাউন্ডারের জন্য ঝাঁপিয়ে ছিল প্রীতি জিন্টার পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালস৷

এর আগের দামীতমরা ছিলেন

১) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৫

২০১৫ সালে সকলকে চমকে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটালস)৷ ১৬ কোটি টাকায় তারা দলে নিয়েছিল ভারতীয় দলের জোড়া বিশ্বকাপ জয়ী স্টার অলরাউন্ডার যুবরাজ সিংকে৷ কিন্তু যুবরাজের পারফরম্যান্স আর দামের মধ্যে ছিল জমিন-আসমানের ফারাক৷ সেবার ১৪ ম্যাচে মাত্র ১৯.০৭-এর গড়ে যুবি ২৪৮ রান করেছিলেন ১১৮.০৯-এর স্ট্রাইক রেটে৷ ফিফটি ছিল দু’টি৷

২) প্যাট কামিন্স (Pat Cummins), ১৫.৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০২০

গতবছর বিশ্ব কাঁপানো অজি ফাস্টবোলার প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় দলে নেয় কেকেআর (KKR)৷ তিনিই এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার৷ ব্রিটিশ স্টার বেন স্টোকসকে ছাপিয়ে যান তিনি৷ ৩) বেন স্টোকস (Ben Stokes), ১৪.৫ কোটি, রাইজিং পুনে সুপারজায়েন্ট (Rising Pune Supergiant), সাল ২০১৭

৩) বেন স্টোকস 

প্যাট কামিন্সের আগে বেন স্টোকসই ছিলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার৷ রাইজিং পুনে সুপারজায়েন্ট তাঁকে সাড়ে ১৪ কোটি টাকায় দলে নেয়৷ স্টোকস ইতিমধ্যেই ব্যাটে-বলে অসাধারণ সব পারফরম্যান্সে নিজের আলাদা নাম করে নিয়েছেন বাইশ গজে৷ এই মুহূর্তে তিনে বিশ্বের সেরা অলরাউন্ডার৷

৪) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সাল ২০১৪

২০০৭ টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার ছিলেন যুবরাজ৷ ফলে বিরাট কোহলির টিম তাঁকে এই দামে নিতে দু’বার ভাবেনি৷ ২০১৪ সালে যুবিই ছিলেন আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার৷

৫) বেন স্টোকস (Ben Stokes), ১২.৫ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৮ যুবরাজের মতোই স্টোকসও আইপিএলের নিলামে দ্বিতীয় সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে যান৷ দু’বছর আগে রাজস্থান তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় নিয়ে কোনও ভুলই করেনি৷ স্টোকস ততদিনে নিজের নাম করে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৬) দীনেশ কার্তিক (Dinesh Karthik), ১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৪

২০১৩ মরসুমে দীনেশ ১৯ ম্যাচে ৫১০ রান করেছিলেন৷ পরের মরসুমে দীনেশকে নেওয়ার জন্য অনেকেই ঝাঁপায়৷ কিন্তু অবশেষে দিল্লি ডেয়ারডেভিলস তাঁকে সাড়ে ১২ কোটি টাকায় দলে নেয়৷ ৭) জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), সাড়ে ১১ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৪

২০১৭ মরসুমে জয়দেব উনাদকাট আগুন জ্বালিয়েছিলেন আইপিএলে৷ ১২ ম্যাচে ২৪ উইকেট তুলে নেন ১৩.৪১-এর গড়ে৷ তাঁর স্ট্রাইক রেট ছিল ১১.৪৫৷ অদ্ভুত ভাবে ওভার পিছু ৭.০২ করে রানে বেঁধে রেখেছিলেন! ২০১৮ সালের নিলামে উনাদকাটকে নিয়ে হইচই পড়ে গিয়েছিল৷ অবশেষে রাজস্থান তাঁকে দলে নিতে সক্ষম হয়৷

৮) গৌতম গম্ভীর (Gautam Gambhir), ১১.৪ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০১১

এই মরসুমে গম্ভীরকে দলের সঞ্চালকের ভূমিকায় পাওয়া গিয়েছিল৷ ১৫ ম্যাচে ৩৭৮ রান করেছিলেন তিনি৷

৯) কেএল রাহুল (KL Rahul), ১১ কোটি টাকা, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০১৮

সেবার প্রীতি জিন্টার মুখে চওড়া হাসি ফুটিয়ে ছিলেন রাহুল৷ দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন রাহুল (১৪ ম্যাচে ৬৫৯ রান করেন ১৫৮.৪১ স্ট্রাইক রেটে)৷ এতটাই ধারাবাহিক ছিলেন তিনি যে, ৬টি অর্ধ-শতরানও করেন৷ দুরন্ত স্ট্রাইক রেট সঙ্গে বড় রান করার ক্ষমতা, রাহুলকে আরও ভয়ঙ্কর করে তোলে৷

১০) গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ১০,৭৫ কোটি, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০২০

অত্যন্ত হতশ্রী পারফরম্যান্স ছিল গ্লেন ম্যাক্সওয়েলের৷ ১৩ ম্যাচে মাত্র ১০৮ রান করেন তিনি৷ স্ট্রাইক রেট ছিল ১০১.৮৮৷ এমনকী একটা ছয় পর্যন্ত মারেননি গোটা মরসুমে৷

IPL Auction 2021: ধোনির চেন্নাই সুপার কিংসে ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলি

#চেন্নাই: ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) তুলে নিল ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে (Moeen Ali) ৷ সাত কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে সিএসকে৷ নিলামে পঞ্জাবের সঙ্গে রীতিমতো লড়াই করে মইনকে টিমে নিল ইয়েলো আর্মি৷

ভারতের বিরুদ্ধে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দু’টি টেস্ট খেলেই মইন আলি দেশে ফিরে গিয়েছেন৷ ফের তিনি সীমিত ওভারের সিরিজ শুরুর আগে ভারতে চলে আসবেন৷ মইন একজন ভাল স্পিনারই নন, তার সঙ্গে ব্যাটিংটাও দুর্দান্ত করেন তিনি৷ চিপকে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নেওয়া ছাড়াও দ্বিতীয় ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন আলি।

এবার ভারতের মাটিতে খেলা হবে৷ চেন্নাইয় বরাবর চিপকের কথা মাথাই রেখেই স্পিনিং ট্র্যাক বানায়৷ ফলে এবার নিলামের শুরুতেই তাঁরা বিশ্বমানের স্পিনার ও ব্যাটসম্যানকে নিয়ে নিলেন৷ গতবার সাত নম্বরে শেষ করেছিল চেন্নাই৷ আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন টিমকে এত খারাপ দিন আগে দেখতে হয়নি৷ এবার শুরুতেই দলের একাধিক সিনিয়র প্লেয়ারকে ছেঁটে পার্সে টাকা বাড়িয়ে একদম নতুন করে দল গুছিয়ে নিতে চায় চেন্নাই৷

IPL Auction 2021: গত আইপিএলে একটাও ছক্কা নেই, ১৪.২৫ কোটিতে আরসিবিতে ম্যাক্সওয়েল

#চেন্নাই: গ্লেন ম্যাক্সওয়েল (বেস প্রাইস ২ কোটি টাকা)ম্যাক্সওয়েলের পরিচিত গেম চেঞ্জার হিসেবে৷ দু একটা মরশুম বাদ দিলে তিনি আইপিএলে অসম্ভব সফল৷ ২০২০ তে কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে তিনি খুব খারাপ পারফর্ম করেছিলেন৷ গোটা মরশুমে একটি ছক্কাও মারেননি তিনি৷ ২০২১ এ বিগ ব্যাশ মরশুম খুব ভালোই করেছিলেন৷ ১৪৩.৫৬ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেন তিনি৷

তবে এরপরেও ম্যাক্সওয়েলকে নিয়ে দড়ি টানাটানি৷ প্রথমে কেকেআর নিলামে গলা চড়ালেও পরে দুই দক্ষিণী দল অজি তারকাকে নিয়ে প্রবল লড়াইতে নেমে পড়েন ৷ ১৪.২৫ কোটিকে আরসিবি কিনে নেয় ম্যাক্সওয়েলকে৷

আইপিএলের মিনি নিলামে প্রথম সেটে একেবারে কৃপণের মতোই সিটের সঙ্গে বসে রইলেন আটটি ফ্রাঞ্চাইজির প্রতিনিধিরা৷ শুধুমাত্র কেনা হল স্টিভ স্মিথকে৷ তাঁকে কেনা হল ২ কোটি ২০ লক্ষ টাকায়৷

প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাঁর নামে বিড করলেও পরে আর আগ্রহ দেখায়নি৷ ফলে প্রাক্তন অজি অধিনায়ককে তুলে নেয় দিল্লি৷

স্টিভ স্মিথ (বেস প্রাইস ২ কোটি টাকা)রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) -এ তাঁর গত মরশুম খুব খারাপ গিয়েছিল৷ তবে তিনিও দারুণ শতরান করেছিলেন করেছিলেন নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া ম্যাচে৷

আইপিএল নিলাম শুরুর মঞ্চেই এল ঘোষণা৷ গত মরশুমে চিন ভারত সম্পর্কে অবনতির জেরে জানানো হয়েছিল আইপিএল স্পনসর থাকছে না ভিভো৷ ড্রিম ইলেভেন এক মরশুমের জন্য হয়েছিল স্পনসর৷ এবার ফের টাইটেল স্পনসর ভিভোই৷

IPL Auction 2021: নাম বদলাল প্রীতি জিন্টার পঞ্জাব, কী বলছেন রাহুল-গেইল?

#চণ্ডীগড়: কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab) এখন অতীত৷ আইপিএল নিলামের (IPL Auction 2021) আগেই প্রীতি জিন্টার (Preity Zinta) আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলের নাম বদলে ফেলেছে৷ পঞ্জাবের নতুন নাম পঞ্জাব কিংস (Punjab Kings)৷ নতুন দলের নাম সৌভাগ্য বহন করে আনবে বলেই মনে করছেন দলের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান কেএল রাহুল (KL Rahul)৷

পঞ্জাব কিংসের হয়ে এক ট্যুইট ভিডিও বার্তায় রাহুল বলছেন, “আমার কিংস ইলেভেন পঞ্জাব নামটা পছন্দ হয়৷ কিন্তু একটা দল ১১ জনের চেয়েও বেশি কিছু৷ এটা পরিবারের মতো৷ একটা ছোট্ট পরিবর্তনে কোনও ক্ষতি নেই৷ আমি নিশ্চিত যে এই বছর নতুন নাম আমাদের জন্য সৌভাগ্য বহন করে আনবে৷” পঞ্জাবের ধ্বংসাত্মক ব্যাটসম্যান গেইলও অধিনায়কের সুরে গলা মিলিয়েছেন৷ তিনি বলছেন, মাঝে মধ্যে পরিবর্তন হওয়া ভাল৷

গতবার দুবাইয়ে ব্যাটে ঝড় তুলেছিলেন রাহুল৷ ১৪ ম্যাচে ৬৭০ রান করে কমলা টুপির মালিক হন তিনি৷ একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধ-সেঞ্চুরি আসে রাহুলের ব্যাট থেকে৷ নিলামে পঞ্জাবের হাতে আছে ৫৩.২০ কোটি টাকা, দেখা যাক কোন কোন প্লেয়ারকে তাঁরা ঘরে আনতে পারে! গতবার ৬ নম্বরে টুর্নামেন্ট শেষ করা পঞ্জাব চাইবে এই বছর ভাগ্যের চাকা ঘোরাতে৷