Corona Vaccination 2.0: করোনা প্রতিষেধক নিয়ে দেশের স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের কুর্নিশ রবি শাস্ত্রীর

#আহমেদাবাদ: এই মুহূর্তে টিম ইন্ডিয়া রয়েছে আহমেদাবাদে৷ ইংল্যান্ডের সঙ্গে চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের শেষ ও চতুর্থ টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে৷ টেস্ট ম্যাচ শুরুর দু’দিন আগেই বিরাট কোহলিদের (Virat Kohli) হেডস্যার রবি শাস্ত্রী (Ravi Shastri) করোনা প্রতিষেধক (Corona Vaccination) নিলেন৷ মঙ্গলবার দুপুরে শাস্ত্রী নিজেই সেই ছবি ট্যুইট করেছেন৷

শাস্ত্রী লিখলেন, “করোনা টিকার প্রথম ডোজ নিলাম৷ আমাদের অসাধারণ স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের আমি ধন্যবাদ জানাতে চাই, তাঁরাই মহামারির বিরুদ্ধে লড়াই করে দেশের পতাকা উঁচু করে তুলে ধরেছেন৷ আহমেদাবাদ অ্যাপোলোতে কান্তাবেন এবং তাঁর টিম করোনা টিকাকরণে যে অসাধারণ পেশাদারিত্ব দেখিয়েছে, তাতে আমি মুগ্ধ হয়েছি৷”

গতকাল থেকে দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে দেশে৷ ৪ লক্ষ ২৭ হাজার ০৭২ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৷ এর জেরে ১৬ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত দেশে কোভিড ১৯-এর ১ কোটি ৪৭ লক্ষ ২৮ হাজার ৫৬৯ ডোজ দেওয়া হয়েছে ৷

শেষ দু’দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সস্ত্রীক স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার করোনা টিকা নিয়েছেন৷

সরকারি হাসপাতালে বিনামূল্যে করোনা টিকা পাওয়া গেলেও, বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রতি ডোজের খরচ ২৫০ টাকা করে লাগছে৷ সরাসরি Co-WIN2.0 অ্যাপে নাম লিখিয়ে ভ্যাকসিন পাওয়া যাবে৷ নির্দিষ্ট বয়স ও শারীরিক অবস্থা অনুযায়ী একে একে ভ্যাকসিন ডোজ মিলবে৷ এর জন্য নাম নথিভুক্ত করতে হবে কোউইন ২.০ বা আরোগ্য সেতুর মাধ্যমে৷