IND vs ENG: অক্ষর-অশ্বিনের ঘূর্ণীতে ২০৫ রানে শেষ ইংল্যান্ডের প্রথম ইনিংস

#আহমেদাবাদ: ইংল্যান্ডের দুর্দশা অব্যাহত৷ চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই বিপর্যস্ত ব্রিটিশ বাহিনী৷ বৃহস্পতিবার মোতেরায় জো রুটদের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ২০৫ রানে৷ সৌজন্যে অক্ষর প্যাটেল (Axar Patel) ও আর অশ্বিন (Ravichandran Ashwin)৷ অক্ষর একাই তুলে নিলেন চার উইকেট৷ অশ্বিন পেলেন তিনটি৷ মহম্মদ সিরাজের (Mohammed Siraj)৷ ঝুলিতে এল দুটি৷ একটি পেলেন ওয়াশিংটন সুন্দর৷

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রুট৷ কিন্তু মাত্র ১৫ রানেই ইংল্যান্ডের দুই ওপেনার ফিরে যান৷ জ্যাক ক্রলে ও ডোম সিবলেকে শুরুতেই তুলে নন প্যাটেল৷ এরপর মাত্র ৫ রান করে ফিরে যান ক্যাপ্টেন রুট৷ সিরাজের বলে এলবিডব্লিউ হন তিনি৷ জনি বেয়ারস্টো যদিও কিছুক্ষণ ক্রিজে কাটান৷ কিন্তু ৬৭ বল খেলে ২৮ রানে ফিরতে হয় তাঁকেও৷ সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে যান বেয়ারস্টো৷

৭৮ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডের হাল ধরেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস৷ হাফ সেঞ্চুরি আসে তাঁর ব্যাট থেকে৷ ক্রিজে সেট হয়ে যাওয়া স্টোকসে তুলে নিয়ে ভারতের মুখে ফের হাসি ফোটান ওয়াশিংটন সুন্দর৷ ৫৫ রানে স্টোকস এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান৷ এরপর ওলি পপ দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করেন৷ ২৯ রান করে অশ্বিনের বলে ক্যাচ দিয়ে দেন শুভমান গিলকে৷

সাতে ব্যাট করতে আসা ড্যান লরেন্স ক্রিজে নেমে স্টোকস হয়ে ওঠার চেষ্টা করেছিলেন বটে৷ কিন্তু হাফ-সেঞ্চুরি থেক চার রান আগেই প্যাটেলের বলে তাঁকে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগাতে হয়৷ বলাই বাহুল্য এরপর তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ইংল্যান্ড৷ টেলএন্ডাররা কেউই অশ্বিন-অক্ষরদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারেননি৷ ইংল্যান্ড লেজ মুড়িয়ে যায় ২০৫ রানেই৷