IND vs ENG: ২০৫ রানে শেষ ইংল্যান্ড, ব্যাট করছেন রোহিত-পূজারা

ইংল্যান্ড ২০৫
ইন্ডিয়া ২৪/১ (১২ ওভার)
১৮১ রানে পিছিয়ে ইন্ডিয়া

#আহমেদাবাদ: মোতেরায় প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২০৫ রানে গুটিয়ে দিয়েছে ভারত৷ সৌজন্যে অক্ষর প্যাটেল (Axar Patel) ও আর অশ্বিন (Ravichandran Ashwin)৷ অক্ষর একাই তুলে নিলেন চার উইকেট৷ অশ্বিন পেলেন তিনটি৷ মহম্মদ সিরাজের (Mohammed Siraj)৷ ঝুলিতে এল দুটি৷ একটি পেলেন ওয়াশিংটন সুন্দর৷ চতুর্থ তথা সিরিজের শেষ টেস্টের প্রথম দিনেই ব্রিটিশ বাহিনীকে বিপর্যস্ত করেছে ভারত৷

শুভমান গিল (Shubman Gill) ও রোহিত শর্মা (Rohit Sharma) ভারতের হয়ে ওপেন করতে নামেন৷ কিন্তু ব্রিটিশ পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson) শুরুতেই ভারতকে ধাক্কা দেন৷ গিল কোনও রান না করেই জিমির বলে এলবিডব্লিউ হয়ে ফিরে আসেন৷ বৃহস্পতিবার দিনের শেষে রোহিতের সঙ্গে ক্রিজে আছেন চেতেশ্বর পূজারা Cheteshwar Pujara৷ রোহতি ৮ রানে ও পূজারা ১৫ রানে অপরাজিত আছেন৷ ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ২৪, ১৮১ রানে পিছিয়ে৷

দ্বিতীয় দিনে ভারত চাইবে রোহিত-পূজারার ব্যাটে ভর করে একটা পাহাড় প্রমাণ রান করার৷ অন্যদিকে রুটেরও লক্ষ্য থাকবে দ্রুত সম্ভব ভারতের উইকেট ফেলার৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট সংরক্ষণ করার জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্টে ভারতকে না হারলেই হবে। মোতেরায় এই টেস্ট জিতলে বা ড্র করলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাঁধা৷ তবে রুটরা যদি শেষ টেস্টে ভারতকে হারিয়ে দেয়, তবে ফাইনালে চলে যাওয়ার কথা অস্ট্রেলিয়ার।