মা গো মা থেকে ছ্যাঃ ছ্যাঃ, ডিম খান এদিকে নাকি নিরামিশাষি, এ বিরাটের কেমন নাটক? প্রশ্ন নেটিজেনদের

#মুম্বই: ভারতীয় ক্রিকেট দল (Team India) -র অধিনায়ক বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে হঠাৎই জোর আলোচনা-সমালোচনা৷ না কারণ কোনও পারফরম্যান্স নয়, কারণ হল বিরাটের খাওয়াদাওয়া৷ বেশ কিছুদিন আগে তিনি ঘোষণা করেছিলেন তিনি ভেগান হয়েছেন৷ স্ত্রী অনুষ্কা শর্মা ও তিনি দুজনেই আমিষ ছেড়েছেন৷ কিন্তু এরপর তিনি ফ্যানদের দেওয়া সাক্ষাৎকারে নিজের ফুড হ্যাবিট নিয়ে প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি ডিম খান৷ তাঁকে ফ্যান জিজ্ঞাসা করেছিল তিনি কী খাবার খান, তার উত্তরে ক্যাপ্টেন কোহলি জানিয়েছিলেন তিনি প্রচুর সব্জি, কিছু ডিম, ২ কাপ কফি, ডাল , কিনোয়া, প্রচুর পালং শাক, ধোসা এই সব খান৷ তবে সবই নিয়ন্ত্রিত মাত্রায় খান তিনি৷

বিরাটের এই উত্তরেই ভার্চুয়াল মাধ্যমে রে রে করে আসরে নেমে পড়েছেন নিন্দুকরা৷ তাঁদের সাফ প্রশ্ন বিরাট কেমন নিরামিশাষি, এর উত্তরে লোক বলছেন তিনি ডিম খেকো নিরামিশাষি! লোকের প্রশ্ন তিনি যদি ডিম খান তাহলে নিজেকে শাকাহারী দাবি করেন কেন?

এদিকে এর আগে কয়েকদিন ধরেই দুশ্চিন্তা চলছিল ়যে ইংল্যান্ড সফলে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে ক্রিকেটারদের স্ত্রী ও পরিবাররা যেতে পারবেন কিনা৷ অবশেষে মঙ্গলবার এল সুখবর৷ যেখানে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে যেতে পারবে তাঁদের পরিবার৷ অর্থাৎ লম্বা ইংল্যান্ড সফরে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে যাবেন অনুষ্কা শর্মা৷ ইউকে গর্ভনমেন্টের পক্ষ থেকে ভারতীয় দলের পরিবার সহ ইংল্যান্ড সফরের ছাড়পত্র পাওয়া গেছে৷ আসলে করোনা ভাইরাস অতিমারি পরিস্থিতি অত্যন্ত বেহাল৷ সমস্ত দেশ নিজের নিজের মতো করে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে৷

বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল প্রায় চার মাসের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে৷ এখানেই হবে এবারের প্রথম টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship final) ৷ তারপর সেখানে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট (Test), তিনটি একদিনের ম্যাচ ( ODIs), আর ৩ টি টিয়োন্টি (T20I) ম্যাচ৷