EURO 2020, Sweden vs Slovakia: ম্যাচের একমাত্র গোল পেনাল্টিতে, স্লোভাকিয়াকে ১-০ গোলে হারাল সুইডেন

সুইডেন: ১ ( এমিল ফর্সবার্গ-৭৭’-পেনাল্টি)

স্লোভাকিয়া: ০

স্টকহোম: টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল স্পেনের বিরুদ্ধে যে লড়াইটা প্রথম ম্যাচেই দেখিয়েছিল জেন অ্যান্ডারসনের দল ৷ তাতে এবারের ইউরো কাপে সুইডেনকে সমীহ না করে উপায় নেই ৷ ওই ম্যাচে গোলশূন্য ড্র করার পর আজ, শুক্রবার স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রত্যাশামতোই জয় পেল সুইডেন ৷ ম্যাচে এদিন পেনাল্টিতে একটিমাত্র গোল সুইডেনের হয়ে  করেন এমিল ফর্সবার্গ ৷ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে নামেন সুইডিশরা ৷ যদিও গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না তাঁরা ৷ শেষপর্যন্ত গোল এল ম্যাচের ৭৭ মিনিটে ৷

এদিন ম্যাচের প্রথমার্ধে অবশ্য বিরক্তিকর ফুটবলই দেখা গিয়েছে ৷ যার ফলস্বরূপ প্রথম ৪৫ মিনিটে কোনও গোলই হয়নি ৷ এই ম্যাচ জিতলেই টুর্নামেন্টের শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার সুযোগ ছিল স্লোভাকিয়ার সামনে ৷ কারণ পোল্যান্ডকে গত ম্যাচে ২-১ গোলে হারিয়েছিল তারা ৷ কিন্তু শেষপর্যন্ত তা হয়নি ৷ ম্যাচের ৭৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি সুইডেনের ফর্সবার্গ ৷ ম্যাচও ১-০ গোলে জিতে নেয় জেন অ্যান্ডারসনের দল ৷