EURO 2020, R16 Fixtures: ২৬ জুন থেকে শুরু ইউরোর শেষ ষোলোর লড়াই, নকআউট পর্বে কোন দল কাদের মুখোমুখি, দেখে নিন

বুদাপেস্ট: অনবদ্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ অনবদ্য একটা টুর্নামেন্টও ৷ ইউরোর শেষ ষোলোয় কারা শেষপর্যন্ত খেলবে, তা জানতে  গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচ পর্যন্তই অপেক্ষা করতে হল ৷ বুধবার স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল স্পেন ৷ পাশাপাশি পোল্যান্ডকে ৩-২ গোলে হারাল সুইডেন এবং রোনাল্ডোর পর্তুগাল ফ্রান্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ৷

নিজেদের গ্রুপগুলিতে সেরা হয়েই শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করল ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, সুইডেন এবং ফ্রান্স ৷ অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউটে গেল ওয়েলস, ডেনমার্ক, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, স্পেন এবং জার্মানি ৷ এখানেই শেষ নয় ৷ ‘বেস্ট ফোর থার্ড প্লেসড টিম’, অর্থাৎ টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় সেরা ৪টি তৃতীয় স্থানাধিকারি দলও গেল পরের রাউন্ডে ৷ যাদের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল অন্যতম ৷ বাকী তিনটি দল হল সুইৎজারল্যান্ড, ইউক্রেন এবং চেক প্রজাতন্ত্র ৷

ইউরো ২০২০-র শেষ ষোলোর সূচি

১. ওয়েলস বনাম ডেনমার্ক- ২৬ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)

২. ইতালি বনাম অস্ট্রিয়া- ২৭ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)

৩. নেদারল্যান্ডস বনাম চেক প্রজাতন্ত্র- ২৭ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)

৪. বেলজিয়াম বনাম পর্তুগাল- ২৮ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)

৫. ক্রোয়েশিয়া বনাম স্পেন- ২৮ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)

৬. ফ্রান্স বনাম সুইৎজারল্যান্ড- ২৯ জুন (ভারতীয় সময় রাত ১২:৩০টা)

৭. ইংল্যান্ড বনাম জার্মানি – ২৯ জুন (ভারতীয় সময় রাত ৯:৩০টা)

৮. সুইডেন বনাম ইউক্রেন- ৩০ জুন ((ভারতীয় সময় রাত ১২:৩০টা)