Argentina vs Venezuela: নাটকে মোড়া ম্যাচ, ৩-১ গোলে জিতল আর্জেন্টিনা, রইল ভিডিও

#কারাকাস: অপরাজিত থাকার ধারা ম্যাচ জিতে বজায় রাখল আর্জেন্টিনা (Argentina)৷ বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে  ভেনেজুয়েলাকে ৩-১ গোলে (Argentina beats Venezuela) জিতল মেসি এন্ড কোং৷ ২১ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা৷ তাও আবার ভেনেজুয়েলার হোম ম্যাচে৷ এদিনের ম্যাচে একাধিক আক্রমণ শানালেও মেসির (Lionel Messi) নামের পাশে কোনও গোল নেই৷  তার একমাত্র কৃতিত্ব ভেনেজুয়েলার গোলরক্ষক৷

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ১৪ টি খেলার মধ্যে মাত্র একবার জিতেছে৷ এদিনের ম্যাচে মেসিকে ফাউল করার কারণে রেফারি সরাসরি লুইস আদ্রিয়ান মার্তিনেজকে (Luis Adrian Martinez) লাল কার্ড দেখান৷ ম্যাচের আধঘণ্টার মধ্যে ১০ জন হয়ে যায় ভেনেজুয়েলা (Venezuela) ৷

আর্জেন্টিনা পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে৷ প্রথম গোল অবশ্য আসে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর৷ জিওভানি লো সেলেসো -র (Giovani Lo Celso ) পাস লাউতারো মার্তিনেজ (Lautaro Martinez ) ভেনেজুয়েলার জালে বল জড়িয়ে দেন৷

এক ফুটবলার বেশি থাকার অ্যাডভানটেজ ম্যাচের দাপট দেখায়৷ এরপর ৭১ , ৭৪ মিনিট পরপর দুটি গোল আরও দাপট বাড়ায়৷  এই গোল করেন জ্যাকুইন কোরেরা (Joaquin Correa), অ্যাঞ্জেল কোরেরা (Angel Correa)৷  এই দুজনেই পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামেন৷

ভেনেজুয়েলার থেকে একটিই  সান্ত্বনা গোল করেন ইফেরসন৷ অতিরিক্ত সময়ে এটি পেনাল্টি থেকে গোল ছিল৷

আর্জেন্তাইন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ বলেছেন, ‘‘আমার মনে হয় প্রথমার্ধে  আমরা দারুণ খেলেছি যখন ওঁদের একজন কম হয়ে যায়নি তখনও৷ গোলের পরে আমরা আরও কাজ করেছি, আমরা ঘরে তিন পয়েন্ট নিয়ে যাচ্ছি৷ ’’

১০ জুলাই মেসি কোপা আমেরিকার পর মেসির জাতীয় দলের জার্সিতে প্রথমবার খেললেন৷ কোপা জিতে মেসি নিজের জাতীয় দলের জার্সিতে খেতাব জেতেন না এই অপবাদ কাটিয়েছেন৷ মেসিকে আটকাতে ভেনেজুয়েলা একাধিক ফাউল করে৷

এই মরশুমে মেসি নিজের নতুন দল প্যারিস সেন্ট জার্মেইনের (Paris St Germain) ২৪ মিনিট মাত্র খেলেছেন৷ তিনি এদিনের ম্যাচে ৯০ মিনিট খেলেন৷ Wuilker Farinez দারুণ কিছু সেভ করে মেসির নামে এদিন গোল লিখতে দেননি৷

১০ দলের লাতিন আমেরিকার যোগ্যতা অর্জনপর্বের গ্রুপে আর্জেন্টিনা ২ নম্বরে রয়েছে৷ সামনে শুধু ব্রাজিল৷ এদিন ব্রাজিল চিলির (Brazil vs Chile) বিরুদ্ধে ১-০ গোলে জেতে৷